Siliguri Chickens Neck: মুর্শিদাবাদ-মালদহের পরে এবার টার্গেটে শিলিগুড়িও, ভারতীয় সেনাও প্রস্তুত

Prosun Kanti Das

Published on:

Advertisements

Siliguri Chickens Neck: উত্তরবঙ্গের প্রধান বাণিজ্যিক শহর হল শিলিগুড়ি। তবে এর সীমান্ত অত্যন্ত স্পর্শকাতর, কারণ একদিকে আছে বাংলাদেশ সীমান্ত এবং অন্যদিকে আছে নেপাল সীমান্ত। শিলিগুড়ি থেকে কিছুদূর এগোলেই হল আলিপুরদুয়ার, কোচবিহারের কাছ ঘেরা ভূটান সীমান্ত। শিলিগুড়ি যেমন পর্যটকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনি সীমান্ত হিসাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই শিলিগুড়ি থেকে কিছুটা দূরে বহু এলাকা আছে যা নেপাল সীমান্তর কিছুটা দূরে এবং এখানেই অপেক্ষা করছে চিনের লাল ফৌজ। দেশের সার্বিক নিরাপত্তার প্রশ্নে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হল দেশের উত্তর-পূর্ব দিক এবং বিশেষ করে চিকেনস নেক। ভারতের শত্রু দেশের পক্ষে এই জায়গাটি টার্গেট করতে পারলে ভারতকে বিপদে ফেলা অনেক বেশি সহজ হবে।

Advertisements

ভারতের শত্রু দেশগুলো যদি এদেশে অস্থিরতা তৈরি করতে চায় তাহলে তারা সহজেই টার্গেট করতে পারে চিকেনস নেককে। তাই এই জায়গাটিকে বিশেষ নিরাপত্তার ঘেরাটোপে রাখতে হবে ভারত সরকারকে। কিছুদিন আগেই জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া মুজিবর ও মীনারুলও এই চিকেনস নেককে (Siliguri Chickens Neck) টার্গেট করেছিল অস্ত্র পাচারে। গোয়েন্দাদের কাছে তেমনটাই খবর ছিল। বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের যে অস্থির সম্পর্ক তা সত্যিই চিন্তার বিষয়। পাশাপাশি রয়েছে সীমান্ত এলাকায় চিনা সৈন্যর চোখ রাঙানি। যখন মুর্শিদাবাদ থেকে জঙ্গি ধরা পড়ছে, সেই সময় চিকেনস নেক নিয়ে আরও সতর্ক ভারতীয় সেনা। উত্তরবঙ্গে রয়েছে অস্ত্র মোক্ষম অস্ত্র রাফালও।

Advertisements

পর্যটকরা ভালোভাবেই জানে পর্যটনের ক্ষেত্রে শিলিগুড়ি হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। যেখান থেকে খুলে যায় উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোর রাস্তা। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও এই জায়গাটি অত্যন্ত স্পর্শকাতর। সামরিক পরিভাষায় এই এলাকাটিকে বলা হয় চিকেনস নেক (Siliguri Chickens Neck)। আসলে এই জায়গাটিকে চিকেনস নেক বলার অন্যতম কারণ হলো মানচিত্রে দেখলে মনে হবে যেন মুরগির গলা। এই বিস্তীর্ণ অংশটি জুড়ে রেখেছে সাতটি রাজ্যকে।

Advertisements

জায়গাটি বিস্তৃত প্রায় কুড়ি থেকে একশো সত্তোর কিলোমিটার জায়গা জুড়ে। এই চিকেনস নেক শুরু হচ্ছে কিষাণগঞ্জের আগে থেকে শিলিগুড়ি পর্যন্ত। কিছুটা জলপাইগুড়ি এলাকাও পড়ছে। ভারতের সবথেকে সরু জায়গাটির মধ্যে এটি হলো একটি। একদিকে যেমন রয়েছে বাংলাদেশ তেমনি অপর পাশে রয়েছে নেপাল। আবার এক কোণা দিয়ে গেলে ভূটান। ফলে এই জায়গাটা মুরগীর গলার (Siliguri Chickens Neck)মতো সরু। জায়গাটিকে যদি কোনোভাবে শত্রুপক্ষরা আয়ত্তে আনতে পারে তাহলে দেশে চরম অস্থিরতা সৃষ্টি করা যাবে।

আরও পড়ুন:BangladeshBangladesh: ভারতের বিরোধিতা করে এবার নিজেই বিপদে পড়লেন ইউনূস

নেপাল থেকে চিকেনস নেক (Siliguri Chickens Neck) দিয়ে অস্ত্র পাচারের পরিকল্পনা করা হয়েছিল, এমনটাই গোয়েন্দা মারফত খবর পাওয়া যায়। বাংলাদেশ, অসম ও বাংলায় অস্ত্র পাচার করার অন্যতম কেন্দ্রবিন্দু করে তোলা হচ্ছিল এই জায়গাটিকে। পাক হ্যান্ডেলারের মাধ্যমে অস্ত্র আসার কথা ছিল মডিউলের কাছে। এমনকী ফালাকাটায় এই নিয়ে পরপর বৈঠক করে জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া ধৃত মুজিবর ও মীনারুল ইসলাম।

এই কঠিনতম পরিস্থিতিতে কি বলেছেন অবসর প্রাপ্ত সিআইডি কর্তা গৌতম ঘোষাল? সকলের মধ্যেই চিকেনস নেক নিয়ে একপ্রকার অস্থিরতা কাজ করছে। শত্রুদেশ কোনভাবে এই জায়গাটিকে আয়ত্তে আনতে পারলে সমস্যা হবে ভারতের। তাই সর্বদাই সতর্ক থাকতে হবে এই জায়গাটির নিরাপত্তা নিয়ে। বিএসএফ ও সেনা তৎপর থাকবে এই বিষয়ে এবং সাথে রয়েছে রাফাল এর শক্তি। উত্তরবঙ্গের মাটিতে মজুত আছে উন্নতমানের যুদ্ধ বিমান।

Advertisements