Vande Bharata Express: ভুল স্টেশনে পৌঁছালো ‘জায়ান্ট ট্রেন’ বন্দে ভারত, আতঙ্কিত হয়ে পড়লো যাত্রী সহ রেল কর্মীরা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Vande Bharata Express: বর্তমান যুগে সবচেয়ে চর্চিত ট্রেনগুলির মধ্যে একটি হলো বন্দে ভারত। সমস্ত লোকাল ট্রেনকে এক ধাক্কায় পেছনে ফেলে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন ট্রেনটির নামই হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharata Express)। যেমন তার রূপ, তেমন তার কাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায় অত্যন্ত আধুনিক ভাবে সাজানো হয়েছে বন্দে ভারত ট্রেনটিকে। ট্রেনটি রবাইরে থেকে ভেতরের চোখ ধাঁধানো ডিজাইন থেকে শুরু করে দুর্দান্ত পরিষেবা মানুষকে সত্যিই অবাক করেছে। আর সেই জন্যই বহু যাত্রী পছন্দের তালিকায় জায়গা করতে পেরেছে বন্দে ভারত।

Advertisements

আপনি নরমাল বা বিলাসবহুল এসি এক্সিকিউটিভ ক্লাস বেছে নিন না কেন, বন্দে ভারত আরামদায়ক যাত্রার জন্য পর্যাপ্ত লেগরুম সহ প্লাশ হেলান দেওয়া সিটের সুফিধা প্রদান করে। স্বয়ংক্রিয় প্লাগ দরজা দিয়ে ঝামেলা-মুক্ত ভ্রমণের অভিজ্ঞতা নিন এই বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharata Express) মাধ্যমে। অনবোর্ড ওয়াই-ফাই, জিপিএস-ভিত্তিক যাত্রী তথ্য ব্যবস্থা, স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা এবং সুস্বাদু খাবারের বন্দোবস্ত ট্রেনটিকে জনপ্রিয় করে তুলেছে। ২০২৩ সালের জুন মাসে সিএসএমটি-মাদগাঁও লাইনে চালু হয় বন্দে ভারত এক্সপ্রেস, যা সম্প্রতি লাইন ভুল করে অন্য স্টেশনে পৌঁছে যায়।

Advertisements

মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল এক্সপ্রেস সোজা মারগাঁও পর্যন্ত যায়। কিন্তু গতকাল তা আর হলো না। মারগাঁও এর পরিবর্তে ট্রেনটি সোজা কল্যাণের দিকে অভিমুখ করে যাত্রা করে। ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের থানে জেলায়। এখানে বন্দে ভারত এক্সপ্রেসটি লাইনভ্রষ্ট হয়ে ডিভা স্টেশন থেকে পানভেলের দিক যাত্রা না করে কল্যাণে ঢুকে পড়ে। এর ফলে রেল কর্মীরা বেশ ভয় পেয়ে যায়। তারপর কল্যাণ থেকে বন্দে ভারত এক্সপ্রেসটিকে (Vande Bharata Express) ঘুরিয়ে ডিভার স্টেশনে নিয়ে আসা হয়। তারপর সেখান থেকে ট্রেনটি পৌঁছায় তার গন্তব্যস্থানে। যার ফলে নির্দিষ্ট সময়ের থেকে ৯০ মিনিট বেশি সময় লাগে।

Advertisements

রও পড়ুন:Confirm Train TicketsConfirm Train Tickets: কিভাবে কনফার্ম করবেন ট্রেনের ওয়েটিং টিকিট, শিখে নিন পদ্ধতি

রেল আধিকারিকদের কথায় জানা যায় য, ট্রেনটি ডিভা-পানভেল রুটে পৌঁছানোর কথা ছিল। সেই অনুযায়ী ট্রেনটি যাত্রা শুরু করেছিল। তবে সকাল ঠিক ৬:১০ মিনিটে হঠাৎ করেই ট্রেনটি ডিভা স্টেশন ছেড়ে কল্যাণের দিকে যাত্রা শুরু করে। যদিও সেন্ট্রাল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বপ্নীল নীলা কথা থেকে জানা যায় যে, পুরো ব্যাপারটি ঘটে ত্রুটিগত সিগন্যালের কারণে। পঞ্চম লাইনে ডিভা জংশনে ডাউন ফাস্ট লাইনের মাঝকানে ১০৩ নম্বর পয়েন্টে সিগন্যালিং ও টেলি যোগাযোগ ব্যবস্থায় যথেষ্ট ত্রুটি রয়েছে, যা এখনও ঠিক করা হয়নি।

এই বন্দে ভারত এক্সপ্রেসটির ডিভা স্টেশনে প্রায় ৩৫ মিনিটের জন্য থেমে যায়। সিগন্যালের এই স্কুটির জন্য গোটা কেন্দ্রীয় রেলের মুম্বাই লোকাল ট্রেন পরিষেবার ওপর যথেষ্ট প্রভাব পড়ে গতকাল। এই ট্রেনটি রোজ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল থেকে সকাল ৫টা ২৫ মিনিটে ছাড়ে। আর গোয়ার মাদগাঁও-তে গিয়ে পৌঁছায় দুপুর ১টা ১০ মিনিটে। তবে বন্দে ভারতের এ হেন ভুল সত্যি কেউ ভাবতে পারে না।

Advertisements