Christmas: ধর্ম যার যার উৎসব সবার কথাটি বাঙালি যেভাবে আপন করে নিয়েছে আর কোন জাতির পক্ষে বোধ হয় তা সম্ভব নয়। দুর্গাপূজো হোক বা ঈদ, বুদ্ধ জয়ন্তী হোক বা ক্রিসমাস। বাঙালি উৎসব পালনে সবেতেই এক পায়ে খাড়া, যেমন বড়দিন। বড়দিন মানেই বাঙালি সেদিন পার্কস্ট্রীটের ভিড়ে উদ্দেশ্যহীনভাবে হাটাহাটি, প্রচুর খাওয়া দাওয়া, কেক খাওয়া, মোমবাতি জ্বালানো এবং সুন্দরভাবে সাজানো লাইটিংকে সাক্ষী রেখে বছরের শেষ উৎসবটুকু চেটেপুটে উপভোগ করতে ছাড়ে না। সেদিন প্রায় মধ্যরাত পর্যন্ত চলা পার্কস্ট্রীটে এই জমায়েত থেকে বাড়িমুখো হতে গিয়ে যারা শহরের উপরেই থাকেন তাদের পক্ষে যাতায়াতের সমস্যাটা খুব একটা গুরুতর হয় না, কিন্তু যেসব লোকজন শহরতলী থেকে পার্কস্ট্রীটে বেড়াতে যান তাদের জন্য যাতায়াতের একটা সমস্যা দেখা দেয়।
এই উৎসব (Christmas) মুখর দিনে তাই কলকাতা মেট্রো, যাত্রী সাচ্ছন্দ্যকে মাথায় রেখে অতিরিক্ত মেট্রো চালানোর কথা ঘোষণা করল। এতে করে বাড়ি ফেরার সময় ভিড়ে গাদাগাদি লোকাল ট্রেন কিংবা বাসে চেপেচুপে দাঁড়িয়ে আসার থেকে খানিকটা রেহাই মিলবে। কলকাতা মেট্রো জানিয়েছে ২৫শে ডিসেম্বর কবি সুভাষ স্টেশন থেকে দমদম স্টেশনগামী শেষ মেট্রো রাত ১১টায় ছেড়ে যাবে এবং অপর দিক থেকে অর্থাৎ দক্ষিণেশ্বর স্টেশন থেকে কবি সুভাষ স্টেশনগামী শেষ মেট্রো রাত ১০টা ৫৩ মিনিটে ছেড়ে আসবে। সব মিলিয়ে ২৫শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনে ব্লু লাইন মেট্রোতে ২২৪টি মেট্রো চলাচল করবে।
অর্থাৎ ব্লু লাইন মেট্রোতে এদিন ১১২টি আপ এবং ১১২টি ডাউন ট্রেন চালাবে কলকাতা মেট্রো। এই দিন ক্রিসমাস (Christmas) উপলক্ষে ছুটির দিন হওয়াতে এদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতি ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। মেট্রোর নির্ধারিত সময় মেনে নোয়াপাড়া স্টেশন থেকে কবি সুভাষ স্টেশনগামী ট্রেন এবং কবি সুভাষ স্টেশন থেকে দক্ষিণেশ্বর স্টেশনগামী ট্রেন ৬টা ৫০ মিনিটেই ছাড়বে। অন্যদিকে দক্ষিণেশ্বর স্টেশন থেকে কবি সুভাষ স্টেশন যাওয়ার জন্য প্রথম ট্রেন এবং মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে দক্ষিণেশ্বর স্টেশন যাওয়ার প্রথম ট্রেন ৬টা ৫৫ মিনিটে ছেড়ে আসবে।
আরও পড়ুন:Metro Service: সেন্ট্রাল থেকে সোজো ব্যারাকপুর, বড়দিনের বড় উপহার কলকাতা মেট্রো-এর
তবে ক্রিসমাসের (Christmas) উৎসব শেষে বেশি রাত করে যাত্রীরা যাতে বাড়ি ফিরতে পারে তার কারণে অন্যান্য দিনের মতো দক্ষিণেশ্বর স্টেশন থেকে কবি সুভাষ স্টেশনগামী শেষ মেট্রো যেখানে ৯টা ৩৩ মিনিটে ছাড়তো তার বদলে ১০টা ৫৩ মিনিটে ছাড়বে। অপর প্রান্তে কবি সুভাষ স্টেশন থেকে দক্ষিণেশ্বর স্টেশনগামী শেষ মেট্রো যেখানে ৯টায় ছাড়তো সেই স্থানে শেষ মেট্রো ছাড়বে ১০টা ৪৯ মিনিটে। আবার কবি সুভাষ স্টেশন থেকে দমদম স্টেশনে আসার শেষ মেট্রো ৯টা বেজে ৪০ মিনিটের স্থানে ছাড়বে রাত ১১ টায়। তবে অন্যান্য দিনের মতো রাত ১০টা বেজে ৪০ মিনিটের স্পেশাল ট্রেন এ দিন পাওয়া যাবে না
শুধু অতিরিক্ত ট্রেনই নয়, এদিনের জন্য যাত্রী নিরাপত্তার দিকেও কলকাতা মেট্রো বিশেষভাবে ধ্যান দিয়েছে। কলকাতা মেট্রো জানিয়েছে, বড়দিন উপলক্ষে প্রতিটি স্টেশনেই থাকবে অতিরিক্ত নিরাপত্তা এবং নজরদারি। স্টেশনে ঢোকা এবং বেরোনোর রাস্তগুলিতে অতিরিক্ত পাহারা বসানো হবে। মূল ভিড়টি যেহেতু এসপ্লানেড এবং পার্কস্ট্রিট চত্তরেই হয়ে থাকে, তাই এই দুই স্টেশনে বিশেষভাবে নজরদারি চালানোর জন্য স্পেশাল টিম নিয়োগ করতে চলেছে কলকাতা মেট্রো।