Howrah: আধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে হাওড়ার নতুন ব্রিজ। কবে চালু হবে এই ব্রিজ? কত খরচ হবে নয়া প্রযুক্তির এই ব্রিজ তৈরি করতে? সবকিছু জানতে পারবেন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। হাওড়া ব্রিজ চেনেন না এমন মানুষ খুঁজলেও পাওয়া যাবে না। এবার ঐ ব্রিজের পাশেই আরো একটি ব্রিজ তৈরি হতে চলেছে।
হাওড়ায় (Howrah) তৈরি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি ব্রিজ, যার নাম হলো চাঁদমারি ব্রিজ।কাদের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে এই নতুন ব্রিজ? পূর্ব রেলের পক্ষ থেকে কেবল টাইপ এই ব্রিজ তৈরি করা হচ্ছে। ব্রিজটি তৈরি করতে রেলের খরচ হবে আনুমানিক খরচ হবে ২০০ কোটি টাকা। হাওড়া স্টেশনের কাছে রেল লাইনের উপর প্রথম ব্রিজ তৈরি হয়েছিল ১৯৩৩ সালে। এই বৃষ্টির সাহায্যে হাওড়া ময়দান থেকে বালির দিকে খুব সহজেই যাওয়া যায় জিটি রোডের উদ্দেশ্যে।
বর্তমানে অবশ্য ট্রেনের সংখ্যা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। হাওড়া (Howrah) স্টেশনের ইয়ার্ডের কাছে রেল লাইন সম্প্রসারণ এবং আরো বড় মাপের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য রেল গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে গেলে অবশ্যই আগে প্রয়োজন নতুন ব্রিজ তৈরি করা। ডি আর এম হাওড়া সঞ্জীব কুমার জানান, নতুন চাঁদমারি ব্রিজ তৈরির পরিকল্পনা প্রথম নেওয়া হয়েছিল ২০১০-১১ সালে। তবে পরিকল্পনা আগে নেওয়া হলেও কাজ শুরু হয়েছে মাত্র এক বছর আগে থেকেই। এই ব্রিজটি কেবল টাইপ চার লেনের ব্রিজ। যা বানাতে খরচ হবে প্রচুর। এই সম্পূর্ণ প্রকল্পের জন্য খরচ হবে দুশো কোটি টাকা!
আরও পড়ুন:Indian Railways: আটকে গেছে চারটি নতুন প্রকল্প, রাজ্য সরকার দিয়েছে মাত্র ২১%
সূত্র মারফত জানা গেছে যে, খুব শীঘ্রই চালু হবে এই ব্রিজ। বিশেষজ্ঞদের মতে, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে হয়তো ব্রিজের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। একবার যদি এই ব্রিজ তৈরি হয়ে যায় তাহলে অনেক কাজ সহজ হয়ে যাবে। রেল লাইন সম্প্রসারণ ও পূর্ণ দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম বানানো যাবে এই ব্রিজের জন্য। রেল ট্রাকের জায়গা ৬০ মিটার থেকে বাড়িয়ে করা হবে ১৩৪ মিটার। রেল ইয়ার্ডের রি-মডেলিং করতে হবে। এছাড়াও যাতায়াতের জন্য বিপুল সুবিধা হবে নতুন চাঁদমারি ব্রিজ তৈরি হলে।
ভারতীয় রেল বরাবর চেষ্টা করেছে জনস্বার্থে নানারকম প্রকল্প নিয়ে আসায়। হাওড়াতে নতুন ব্রিজ তৈরি করার মূলেও ভারতীয় রেলের একমাত্র উদ্দেশ্য হলো জনগণের সুবিধা।