Special Trains: কয়েকদিন বাদেই শুরু হতে চলেছে নতুন বছর, আর নতুন বছর মানে নতুন আশা। সকলেই জানে যে জানুয়ারি মাসে পালন করা হয় মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি মানেই মনে পড়ে গঙ্গাসাগরের কথা এবং এই সময়ে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় দেখা যায় গঙ্গাসাগরে। পুণ্য অর্জনের আশায় মানুষ ছুটে চলে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। প্রতিবছরই এই সময়টা পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায় গঙ্গাসাগরের। গঙ্গাসাগরে শুধুমাত্র এই রাজ্যের লোক নয় ভিন রাজ্য থেকেও প্রচুর মানুষ আসেন। যাত্রীদের সুবিধার জন্যই ভারতীয় রেল নিল এক নয়া উদ্যোগ, চালনো হবে বিশেষ ট্রেন পরিষেবা।
রেলসূত্র মারফত জানা গেছে যে, ১২ই জানুয়ারি থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত ৭২টি বিশেষ ট্রেন (Special Trains) চালানো হবে। কিন্তু ভারতীয় রেল এখনো পর্যন্ত প্রকাশ করেনি এই ৭২ টি বিশেষ ট্রেনের তালিকা। তাই জানা যাচ্ছে না কোন কোন ট্রেন এই সময় চলবে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তবে খুব শীঘ্রই ভারতীয় রেলের পক্ষ থেকে প্রকাশ করা হবে এই বিশেষ ট্রেনগুলোর তালিকা। পুণ্যার্থীদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাশাপাশি রেলের পক্ষ থেকে নেওয়া হয়েছে আরো বিশেষ ধরনের উদ্যোগ। শিয়ালদহ সাউথ, প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ এবং নামখানা স্টেশনগুলিতে খোলা হচ্ছে ‘মে আই হেল্প ইউ’ বুথ। এই বুথগুলোতে সহায়তার জন্য প্রদান করা হবে হেল্পলাইন নম্বর। জরুরী পরিস্থিতিতে যাতে কোনরকম অসুবিধায় পড়তে না হয় তার জন্য বিশেষ কয়েকটির নম্বর দেওয়া হল, যেমন পুলিশ স্টেশন, হাসপাতাল, ফায়ার ব্রিগেড একটি তালিকা প্রদর্শিত হবে।
আরও পড়ুন:Loss in Kolkata Metro: কলকাতা মেট্রোর হলো ৫০০ কোটির ক্ষতি, কেন্দ্র দায়ী করল রাজ্যকে
ভারতীয় রেল শুধুমাত্র ৭২ টি বিশেষ ট্রেন (Special Trains) চালু করছে তা নয়। ট্রেনের পাশাপাশি স্টেশনে রাখা হবে অতিরিক্ত টিকিট কাউন্টারের ব্যবস্থা। কাকদ্বীপে পাঁচটি, নামখানায় পাঁচটি অতিরিক্ত টিকিট কাউন্টার চালু করা হবে। টিকিট কাউন্টারগুলোতে ২৪ ঘন্টা নিয়োগ থাকবে কর্মী। যাত্রীরা কোনভাবেই ওই বিশেষ দিনগুলোতে সমস্যায় পড়বে না।
ভাবছেন এখানেই হয়তো শেষ কিন্তু না, রেল সাধারণ মানুষের জন্য আরো অনেক কিছু ভেবেছে। শিয়ালদহ, কাকদ্বীপ ও নামখানায় সুসজ্জিত মেডিক্যাল বুথ এবং অ্যাম্বুলেন্স। অতিরিক্ত শৌচালয়ের ব্যবস্থা থাকবে শিয়ালদহ, কাকদ্বীপ এবং নামখানা স্টেশনে। প্রতিটি স্পর্শকাতর স্থানে থাকবে সিসিটিভি। শিয়ালদহে ২৮টি এবং নামখানায় ২২টি অতিরিক্ত ক্যামেরা বসানো হবে। খুব শীঘ্রই জানা যাবে কোন কোন ট্রেন (Special Trains) চালু হবে ১২ থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত।