Fuel Filling: সাধারণ মধ্যবিত্ত মানুষের নিত্যদিনের যাতায়াতের অন্যতম মাধ্যম হলো দুই চাকা। বর্তমানে বাইকের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ সাধ্যের মধ্যে সাধপূরণ করার এমন একটি বিকল্প সত্যি খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই বাইক সম্পর্কে এমন বহু অজানা তথ্য রয়েছে যা সাধারণ মানুষ জানে না। তেমনই একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।
বাইক চালকদের ক্ষেত্রে প্রায়ই একটি বিষয় লক্ষ্য করা যায়, পেট্রোল পাম্প থেকে তারা সর্বদাই ফুল ট্যাঙ্ক বা একেবারে ট্যাঙ্কের ঢাকনার মুখ পর্যন্ত তেল ভরে থাকেন। অনেকেই হয়তো মনে করে থাকবে এর ফলে অনেক বেশি মাইলেজ পাওয়া যায়। কিন্তু এই ধারণা আদৌ কতটা সত্যি সেই বিষয়ে সন্দেহ রয়েছে। বরং এই কাজ যারা করে তারা পড়তে পারে চরম বিপদে। বাইকে ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরলে (Fuel Filling) হতে পারে যেকোন সময় বিপদ।
নিশ্চয়ই ভাবছেন এর থেকে কি বিপদ হতে পারে? আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়লে বুঝতে পারবেন সবটাই। পেট্রল বা ডিজেলের মতো জ্বালানি যখন বাইরের তাপমাত্রার সংস্পর্শে আসে তখনই ঘটে যেতে পারে ভয়ংকর এই ঘটনা। গরমকালে ফুয়েল ট্যাঙ্কের ভিতর জ্বালানি স্তর বাড়তে শুরু করে, সেই জ্বালানি অনেকটা জায়গায় ছড়িয়ে যেতে শুরু করে। যেকোনো সময় আগুন লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:Petrol Pump Scam: পেট্রোল পাম্পে ঠকবেন না, এই ৩ সহজ টিপস মেনে চলুন এবং বাঁচান হাজার হাজার টাকা
যদি কোন ব্যক্তি ফুয়েল ক্যাপ বা ঢাকনা পর্যন্ত তেল ভরেন (Fuel Filling) তাহলে সেই তেল প্রসারিত হওয়ার জায়গা পাবে না। ফুয়েল ট্যাঙ্ক যদি সম্পূর্ণ ভর্তি থাকে এক্ষেত্রে জ্বালানি লিক হওয়া সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এমন পরিস্থিতিতে কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আশা করি সকলেই বুঝতে পারছেন। আগুন লেগে যেকোনো সময় প্রাণহানি হতে পারে। জ্বালানি থেকে বেরিয়ে আসা বাষ্প ট্যাঙ্কের ভিতর সামঞ্জস্য করার জন্যও খালি জায়গায় প্রয়োজন হয়। কখনোই ফুল ট্যাঙ্ক তেল ভরা উচিত নয়। দুর্ঘটনার কথা চিন্তা করেই বাইক কোম্পানিগুলিও ম্যানুয়ালে দেওয়া ক্যাপাসিটির থেকে ১৫-২০ শতাংশ বেশি ট্যাঙ্কে জায়গা রাখে।
এই বিষয়ে একটি নোটিশও জারি করেছে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। সেই নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা আছে জ্বালানি ট্যাঙ্কের ঢাকনা পর্যন্ত তেল যাতে না ভরা (Fuel Filling) হয়। এই ধরনের প্রবণতা অত্যন্ত বিপদজনক হতে পারে। প্রত্যেকটি কোম্পানিকে বলা হয়েছে যাতে গ্রাহকের এইসব বিষয়ে আরো সচেতন করে তোলে।