Madhyamik Exam Guidelines: সমস্ত ছাত্র-ছাত্রীদেরই স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষাটি হল মাধ্যমিক পরীক্ষা। বোর্ডের এই পরীক্ষাটিতে থাকে নানা নির্দেশাবলী। ছাত্র-ছাত্রীদের যেমন মধ্যশিক্ষা পর্ষদের থেকে দেওয়া গাইডলাইন মেনে চলতে হয়, তেমনি শিক্ষক-শিক্ষিকাদের জন্য বেশ কিছু গাইডলাইন ধার্য করা হয়। আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে শুরু হবে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা চলবে ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত। তাই এই পরীক্ষা সংক্রান্ত ১১ দফা গাইডলাইন (Madhyamik Exam Guidelines) এসেছে শিক্ষক শিক্ষিকাদের জন্য।
জানুয়ারিতেই অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রকাশ করবে৷ স্কুলগুলি ডাউনলোড করে এবং প্রিন্টআউটগুলি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করবে৷ শিক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট- wbresults.nic.in, wbbse.org-এ রোল নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে তাদের ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে পারবে৷ শিক্ষক শিক্ষিকাদের জন্য যে সমস্ত গাইডলাইন (Madhyamik Exam Guidelines) দেওয়া হয়েছে, এক নজরে তা জেনে নেওয়া যাক।
গাইডলাইন:-
- প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাকে পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে।
- মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে যে নির্দেশাবলী দেওয়া হয়েছে তা প্রতিটি মেনে চলতে হবে।
- পরীক্ষা চলাকালীন প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সমান গুরুত্বসহকারেই নজর দেওয়া বাধ্যতামূলক। পরীক্ষা হলে কোনরকম আপত্তিজনক ঘটনা চোখে পড়লে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে।
- কড়া নজরদারি শুধুমাত্র পরীক্ষা হলের মধ্যেই নয়, পরীক্ষা কেন্দ্র সংলগ্ন শৌচালয় এবং সমস্ত জায়গাতেই বজায় রাখতে হবে।
- পরীক্ষা হয়ে যাওয়ার সাথে সাথে উত্তর পত্রগুলি একত্রে করে মজবুত ভাবে বেঁধে ফেলতে হবে।
- যে সমস্ত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলগুলিকে মাধ্যমিক পরীক্ষার সেন্টার হিসেবে নিযুক্ত করা হয়নি সেই সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাকেও পরীক্ষক হিসাবে দায়িত্ব দিতে হবে।
- সর্বোপরি মধ্যশিক্ষা পর্ষদের থেকে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে যে বৈঠক করা হবে, তাতে সকল শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিত থাকা বাধ্যতামূলক।
পরীক্ষার রুটিন:
মাধ্যমিকের গাইডলাইনের (Madhyamik Exam Guidelines) পাশাপাশি প্রত্যেক পাঠক-পাঠিকাদের জন্য মাধ্যমিকের রুটিন আবার এই প্রতিবেদনে দিয়ে দেওয়া হলো।
- ১০ই ফেব্রুয়ারী, ২০২৫ (সোমবার):- প্রথম ভাষা: বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, আধুনিক তিব্বতি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, তেলেগু, তামিল, উর্দু এবং সাঁওতালি
- ১২ই ফেব্রুয়ারী, ২০২৫ (মঙ্গলবার):- দ্বিতীয় ভাষা: বাংলা বা নেপালি বা ইংরেজি
- ১৫ই ফেব্রুয়ারী, ২০২৫ (শনিবার):- গণিত
- ১৭ই ফেব্রুয়ারী, ২০২৫ (সোমবার):- ইতিহাস
- ১৮ই ফেব্রুয়ারী, ২০২৫ (মঙ্গলবার):- ভূগোল
- ১৯শে ফেব্রুয়ারী, ২০২৫ (বুধবার):- জীবন বিজ্ঞান
- ২০শে ফেব্রুয়ারী, ২০২৫ (বৃহস্পতিবার):- ভৌত বিজ্ঞান
- ২২শে ফেব্রুয়ারী, ২০২৫ (শনিবার):- ঐচ্ছিক বিষয়