Indian Railways: ভারতীয় রেলে সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ করেন এনারা, জানেন তারা কারা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Indian Railways: দূরে কোথাও যাতায়াতের কথা বললে আমাদের সবার আগে রেল পরিবহনের কথাই মনে আসে। কারণ এরকম আরামপ্রদ জার্নি সকলেই পছন্দ করেন। আমাদের দেশের পরিবহনের ক্ষেত্রে ভারতীয় রেল ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় রেল ব্যবস্থা প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীকে পরিষেবা দেয় এবং এই রেলকে কেন্দ্র করে একটি বড় অংশের মানুষের আয়নির্ভর করে।

Advertisements

রেলের মধ্যে যারা লেবু লজেন্স থেকে শুরু করে বিভিন্ন জিনিসের হকারি করেন তাদের রেলের (Indian Railways) যাত্রীদের থেকে একটা মাসিক আয় হয়ে থাকে, আবার রেলে করে বিভিন্ন মানুষ নিজের বাসস্থান থেকে কর্মস্থলে যান খুব সহজেই। আবার অনেকে আছেন যারা বাস জার্নি করতে পারেন না, তাদের পক্ষেও কিন্তু সব থেকে স্বচ্ছন্দের এবং সুখকর যাত্রা হল রেল যাত্রা। বাসে দীর্ঘ সময় যাত্রা করা যেমন কষ্টের তেমনি দূরত্বের স্থানে ফ্লাইটে করে যাওয়ার মত ক্ষমতা সকলের থাকে না।

Advertisements

আমাদের দেশের সিংহভাগ মানুষের তাই রেল যাত্রার ওপর ভরসা। ভারতীয় রেলে (Indian Railways) যদি কখনো যাত্রা করেন সে ক্ষেত্রে একটি টিকিট কাটতেই হবে। টিকিট কাটা আবশ্যক। তবে রেল যাত্রার ক্ষেত্রে আর‌ও একটি বিষয় খতিয়ে দেখবেন সেটা হল ভারতীয় রেল কিন্তু শুধুমাত্র যাত্রার ভাড়া নেয়, এছাড়া অন্য কোন‌ও আনুষঙ্গিক খরচ নেয় না। ন্যূনতম খুবই অল্প টাকায় এক স্থান থেকে অন্যস্থানে রেল ভ্রমণ করা যায়। তবে বিনা টিকিটে রেল ভ্রমণ করা দণ্ডনীয় অপরাধ।

Advertisements

আরও পড়ুন:7 New Vande Bharat7 New Vande Bharat: উদ্বোধন হবে আরও ৭টি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের, কোথায়, কবে বিস্তারিত এই প্রতিবেদনে

কেউ যদি টিকিট না কেটে ট্রেনে (Indian Railways) উঠে যায় ও ধরা পড়ে তাহলে তাকে মোটা টাকা ফাইন দিতে হয়। তবে অনেকেই জানেন না যে এমন এক শ্রেণীর মানুষ আছে যাদের টিকিট লাগেনা। রেলে এক জায়গা থেকে অন্য জায়গা গেলে কিছু মানুষদের জন্য একটা পয়সাও লাগে না তা সে যত দূরত্বের জায়গায় যাওয়া হোক না কেন? তারা সম্পূর্ণ বিনামূল্যেই ট্রেনের ভ্রমণ করতে পারেন। ভাবছেন তো ওরা কারা? চলুন জেনে নিই

২০২০ সালের ৬ই মার্চ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল রেল মন্ত্রকের (Indian Railways) তরফ থেকে‌। যেখানে জানানো হয়েছিল পাঁচ বছরের কম বয়সের বাচ্চারা ট্রেনে ভ্রমণ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। তবে যদি তারা নিজেদের জন্য আলাদা কোন‌ও বার্থ না নেয় তাহলে। কারণ রেল মন্ত্রকের তরফ থেকে তখন এও বলা হয়েছিল যদি পাঁচ বছরে কম বয়সী বাচ্চার জন্য একটি বার্থের প্রয়োজন হয়, সেক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের সম্মান টাকা দিতে হবে।

Advertisements