Lakshmir Bhandar Scheme: নতুন বছরের নতুন নিয়মে বাতিল হবে হাজার হাজার অ্যাকাউন্ট, লক্ষ্মীর ভাণ্ডার পাবেনা এই মহিলারা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Lakshmir Bhandar Scheme: রাজ্য সরকার বরাবর রাজ্যবাসীদের সুবিধা এবং কল্যাণের কথা চিন্তা করে নানারকম প্রকল্প চালু করে এসেছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হল তেমনি একটি প্রকল্প। রাজ্যের মহিলাদের আর্থিক সামর্থ্য বাড়ানোর উদ্দেশ্যেই সরকার চালু করেছে এই প্রকল্প। সদ্য সমাজসেবা মূলক প্রকল্পের শিলমোহর পেল লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্য সরকারের মুকুটে যুক্ত হয়েছে নতুন একটি পালক। মাননীয়া মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প চালু করেছে রাজ্যে , তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।

Advertisements

কালকে একবার শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্পই (Lakshmir Bhandar Scheme) নয় এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন যুবকশ্রী, কন্যাশ্রী থেকে শুরু করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতার মতো প্রকল্প। যারা এইসব প্রকল্পের মাধ্যমে সুবিধা লাভ করছেন তারা প্রতি মাসে ১০০০ থেকে ১৫০০ টাকা পাচ্ছেন সরকারের তরফ থেকে। কিন্তু নতুন বছরের জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে নতুন নিয়ম। লক্ষ্মীর ভাণ্ডার যারা এতদিন পেয়ে এসেছেন তাদের জন্য এসেছে খারাপ খবর। আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে সবটাই জানা যাবে।

Advertisements

হাজার হাজার পুরনো লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar Scheme) অ্যাকাউন্ট চলতি বছরে বাতিল হয়ে গেছে। নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে এরকমটা হওয়ার কারণ কি? কারণ রাজ্য সরকার লাগু করেছে নয়া শর্ত। যারা এই শর্ত পালন করবে না তাদের বাতিল হয়ে যাবে অ্যাকাউন্ট। লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে মহিলার বয়স ২৫ থেকে ৬০ হতে হবে। তা না হলে বাতিল হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট।

Advertisements

আরও পড়ুন:Awas YojanaAwas Yojana: কাটমানি নেওয়া হচ্ছে ভিক্ষুকের কাছ থেকে, আসল ঘটনা চমকে দেবে

এছাড়াও প্রত্যেক উপভোক্তাকে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর জমা দিতে হবে, যদি জয়েন্ট অ্যাকাউন্টের নম্বর কেউ দিয়ে থাকেন তাহলে সেই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না। অবশ্যই প্রত্যেকের অ্যাকাউন্টে KYC থাকতে হবে। ধরুন কোন গ্রাহক যদি সরকারি সুবিধা লাভ করে থাকেন কিংবা কোন সরকারি কাজে কর্মরত হন তাহলে আর লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar Scheme) ভাতা পাবেন না।

যদি কোন উপভোক্তা তপসিলি জাতির অন্তর্ভুক্ত হয় তাহলে তাকে অবশ্যই সকল সার্টিফিকেট জমা দিতে হবে। নাহলে সরকারের পক্ষ থেকে বন্ধ হয়ে যেতে পারে এই টাকা। এমনই প্রকাশ্যে এসেছে ১৬ দফা নির্দেশ। যদি চান লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট সক্রিয় রাখতে তাহলে অবশ্যই উপরে উল্লেখ করা সমস্ত শর্ত পালন করতে হবে।

Advertisements