Lottery Ticket: একেই বলে কপাল, ১৯ বছরের তপস্যার পর কোটিপতি হলেন এক লাদেন চালক। ১৯ বছর ধরে লটারির টিকিট কেটে থাকলেও কোনদিন পুরস্কার লাগেনি। তবে ওই ব্যক্তি যে সোমবার লটারি টিকিটে কোটিপতি হয়ে উঠবেন তা অন্য কেউ তো দূরের কথা, তিনি লটারিতে কোটিপতি হয়েছেন তিনি নিজেও কোনদিন ভেবে উঠতে পারেননি। ১৯ বছরের চেষ্টায় বার বার বিফলতার মুখ দেখা ওই ব্যক্তি মাত্র ৩০ টাকার টিকিটেই সোমবার হয়ে গেলেন কোটিপতি।
১৯ বছরের চেষ্টাতেও যিনি লটারিতে (Lottery Ticket) ভালো পুরস্কার পাননি, সোমবার যিনি কোটিপতি হয়েছেন, তিনি হলেন মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত সিজ গ্রামের বাসিন্দা ওয়াদ আলী শেখ। সোমবার তিনি সন্ধ্যা বেলায় ৩০ টাকার লটারি টিকিট কিনেছিলেন। সেই খেলার রেজাল্ট বের হতেই তিনি জানতে পারেন তাতে প্রথম পুরস্কার লেগেছে।
ওয়াদ আলী শেখ তার কর্মজীবনে প্রথম দিকে লেবারের কাজ করতেন। পরবর্তীতে এখন তিনি লাদেন গাড়ি অর্থাৎ ভটভটিতে করে সিমেন্ট ইত্যাদি বহন করার কাজ করে থাকেন। এই কাজ করেই যা রোজগার হয় তা দিয়েই চলে তার সংসার। ওয়াদ আলী শেখের দুই ছেলে ও এক মেয়ে। তবে এক ছেলে আগেই মারা গিয়েছে। আরেক ছেলে ফেরি করে নিজের সংসার চালায়। মেয়ের বিয়ে হয়েছে অন্যত্র।
আরও পড়ুন:Awas Yojana: কাটমানি নেওয়া হচ্ছে ভিক্ষুকের কাছ থেকে, আসল ঘটনা চমকে দেবে
ওয়াদ আলী শেখের দু কামরার ঘর ছাড়া আর কিছু নেই। স্বাভাবিকভাবেই দিন আনা দিন খাওয়া এই মানুষটির চোখে অনেক স্বপ্ন থাকলেও সেই সকল স্বপ্ন কোনদিন পূরণ হয়নি। এবার লটারিতে (Lottery Ticket) কোটি টাকা পেয়ে ওই লটারি জয়ী কোটিপতি ব্যক্তি তার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করতে চান। স্বপ্নপূরণ বলতে ওই ব্যক্তি জানিয়েছেন, তার জমি জমা না থাকায় তিনি জমি জমা কিনতে চান এবং নিজের বাড়িকে রং করে আরও সাজিয়ে গুছিয়ে তুলতে চান।
পাশাপাশি ছেলেমেয়েদের হাতে অর্থ তুলে দিয়ে তাদের স্বনির্ভর করতে চান। অন্যদিকে যার কাছ থেকে ওয়াদ আলী শেখ লটারি কিনেছিলেন অর্থাৎ লটারি বিক্রেতাও খুব খুশি। কেননা যেহেতু তার বিক্রিত টিকিটে (Lottery Ticket) ১ কোটি টাকা অর্থাৎ প্রথম পুরস্কার এসেছে, তাই তিনিও এই সুবাদে বেশ কিছু মোটা কমিশন পাবেন, যা হয়তো তিনি আগে কোনদিন পাননি।