Mobile Phone Box: মোবাইল ফোন কেনার পরে অনেকেই যত্ন করে মোবাইল ফোনের বাক্স রেখে দেয়। অনেকে মোবাইল ফোন কেনার পরে মোবাইল ফোনের বাকশোতে যত্ন করে কোথাও একটা ভরে রেখে দেয় আবার কেউ কেউ থাকে মোবাইল ফোন কেনার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের বাক্সটি ফেলে দেয়, কেউ কেউ আবার মনে করেন যদি কোনও কারণে মোবাইল ফোন চেঞ্জ করতে হয়, তাহলে এক বছর অন্তত মোবাইল ফোনের বাক্সটি রেখে দেওয়া উচিত।
তবে অনেকেই জানেন না যে মোবাইল ফোনের বাক্সটি ছয় মাস অথবা এক বছর নয়, ততগুলো দিন রাখা উচিত, যতগুলো দিন মোবাইল ফোনটি সেই ব্যক্তি ব্যবহার করছেন। ফোনের খালি বাক্স শুধু শুধু রাখছেন বলেন আবর্জনা বাড়াচ্ছেন এমনটা ভেবে অনেকেই ফেলে দেন কিন্তু অনেকেই জানেন না যে এই ফোনের বাক্স দেখে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে দু’মিনিটে। কী কী সমস্যার সমাধান হতে পারে প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।
মোবাইল ফোনের (Mobile Phone Box) বাক্সটি যদি রেখে দেন এবং পরবর্তীকালে যদি মোবাইল শান্তি বৃদ্ধি করতে চান তাহলে সে ক্ষেত্রে মোবাইল ফোনের বিক্রির সম্ভাবনা এবং মূল্য বাড়ার সম্ভাবনা থেকে থাকে। কারণ মোবাইল ফোনটি যে সব ক্রেতারা কিনবেন, তারা অনেক সময় আসল প্যাকেজিং সহ পণ্য কিনতে পছন্দ করেন তাই বাক্সটি রাখা মানে এটা বোঝা যায় যে পণ্যটি সঠিকভাবে রাখা হয়েছে।
মোবাইল ফোনের (Mobile Phone Box) ওয়ারেন্টি ও মেরামতের সময় মোবাইলে ফোনের বক্সটি ভীষণ কাজে লাগে এবং সেটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ মোবাইল ফোনের বক্সে প্রায়ই সিরিয়াল নম্বর ও IMEI নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্য থাকে যা ওয়ারেন্টির দাবি অথবা মেরামতের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মোবাইল ফোনের (Mobile Phone Box) এর স্টোরেজ এবং সুরক্ষার জন্য বাক্সটি রেখে দেওয়া উচিত। এই বাক্সটি মোবাইল ফোনকে ধুলো, স্ক্র্যাচ ও অন্যান্য ক্ষতির থেকে রক্ষা করে। এছাড়া অনেক ফোনকেই বিশেষ সংস্করণ বাক্সে প্যাক করা হয়ে থাকে। তাই মোবাইলে ফোনের বাক্সটি রেখে দেওয়া উচিত। মোবাইল ফোন (Mobile Phone Box) টি উপহার দেওয়ার ক্ষেত্র তৈরি হলেও উপহার হিসাবে ফোনটিকে এর আসল বক্সে দেওয়া যাবে তাই মোবাইল ফোনের আসল বক্সটি রেখে দেওয়া উচিত।