Govt Facility For Girls: মাসে মাসে ১০ হাজার টাকা পেতে চাইলে দিতে হবে ২৫০ টাকা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Govt Facility For Girls: রাজ্য সরকার বরাবর সাধারণ মানুষের সুবিধার জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আসে। বিশেষ করে মেয়েদের জন্য বহু প্রকল্প এনেছে রাজ্য সরকার। মেয়েরা যাতে আর্থিক দিক থেকে এবং সাক্ষরতার দিক থেকে এগিয়ে থাকতে পারে তার জন্য বহু চেষ্টা করে বর্তমান সরকার। আজকের এই প্রতিবেদনে এমনই কিছু বিষয় তুলে ধরা হবে যা সত্যি প্রশংসনীয়।

Advertisements

রাজ্যের মেয়েরা ৫ বছর বয়স হলেই পেয়ে যাবে টাকা (Govt Facility For Girls)। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন কিন্তু কথাটি একেবারে সত্যি। যদি প্রতিমাসে ১০ হাজার টাকা করে পাওয়া যায় তাহলে কেমন হয়? রাজ্যের মেয়েদের জন্য এই দুর্দান্ত সুযোগ করে দিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পটি মেয়েদের আর্থিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। প্রকল্পটি আনার মূল উদ্দেশ্য হল মেয়েদের আর্থিক সুরক্ষাকে মজবুত করে গড়ে তোলা।

Advertisements

রাজ্যের প্রত্যেকটি মেয়ে যাতে শিক্ষার ক্ষেত্রে সুযোগ পায় (Govt Facility For Girls) তার জন্য সবদিক থেকেই প্রচেষ্টা করে রাজ্য সরকার। যদি প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে পাওয়া যায় তাহলে শিক্ষার ক্ষেত্রেও অনেক উন্নতি লাভ করা সম্ভব হয়। মেয়েদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আর কোনোরকম বাধা থাকবে না। বিষয়টি সম্পর্কে অনেকেই হয়তো অবগত নয়, তাই আজকের এই প্রতিবেদনটি পড়লে বিস্তারিতভাবে জানতে পারবেন সবটাই। কিন্তু কীভাবে মিলবে এই টাকা? মাত্র ২৫০ টাকা দিলেই মিলবে এই টাকা।

Advertisements

আরও পড়ুন:Govt Employee DAGovt Employee DA: ডিএ দেওয়ার পরিবর্তে মুখ্যমন্ত্রী দিলেন দফতরে দফতরে চিঠি, কি ইঙ্গিত রয়েছে তাতে

ধরুন কোনও মেয়ের বয়স ৫ বছর হলে তার জন্য যদি বার্ষিক ১.২ লক্ষ টাকা বিনিয়োগ করা হয় কিংবা প্রতিমাসে ১০ হাজার টাকা করে জমানো হয় তাহলে ২১ বছর পরে এই যোজনাতে ৫৫.৬১ লক্ষ টাকা পাওয়া যাবে। মেয়েদের জন্য তৈরি হওয়া এই প্রকল্পটি (Govt Facility For Girls) প্রথম চালু হয়েছিল ২০১৫ সালে। বেটি বাঁচাও বেটি পড়াও-এর অংশ বলে জানা গিয়েছে এই প্রকল্পটি।

এই স্কিমে (Govt Facility For Girls) বিনিয়োগ করতে পারবে কোন কোন বয়সী মেয়েরা? ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত বয়সী মেয়েরা এই স্কিমে বিনিয়োগের জন্য একেবারেই উপযুক্ত। ১০ বছর পর্যন্ত বয়সী মেয়েরা এই স্কিমের জন্য অ্যাকাউন্ট খুলতে পারেন। সবথেকে বড় সুবিধা হল এই প্রকল্পে নূন্যতম ২৫০ টাকা বা সর্বাধিক দেড় লক্ষ টাকা বার্ষিক বিনিয়োগ করা যেতে পারে। তাহলে কেউ যদি এই প্রকল্পে বিনিয়োগ করতে চাই তাহলে ৫ বছরে ১৭.৯৩ লক্ষ টাকা জমালে ৩৭.৬৮ লক্ষ টাকা সুদ হিসাবে পাবেন সেইসব মেয়েরা।

Advertisements