Low Price Bike: দুর্দান্ত তেল সার্ভিস এবং সাশ্রয় মূল্য তালিকায় আছে এই বাইকগুলি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Low Price Bike :বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সাধারণ মধ্যবিত্তের শখের দুই চাকা এখন সাধ্যের বাইরে। যত দিন যাচ্ছে বেড়েই চলেছে সাধারণ মোটর সাইকেলের দাম। চিন্তায় পড়েছে সাধারণ মানুষ, এই সময় অনেকেই সাশ্রয়ী মূল্যের কমিউটার বাইকের খোঁজ করেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি একেবারে উপযুক্ত। দেরি না করে ঝটপট দেখে নিন সেই বাইকের তালিকা।

Advertisements

গ্রাহকদের আজকাল শুধুমাত্র সাধারণ কমিউটার বাইকেই (Low Price Bike) মন ভরছেনা। তারা চাইছে আরো স্টাইলিস বাইক। তাই গ্রাহকদের মনের ইচ্ছাপূরণ করতে পারে তালিকায় থাকা এই বাইকগুলি। আজকের দিনে দাঁড়িয়ে জ্বালানি খরচ যেই জায়গায় গেছে তাতে যেকোনো রকমের গাড়ি চালানোই খরচার বিষয়। যদি দুই চাকা কেনার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই আগে দেখতে হবে মাইলেজ।

Advertisements

যদি কম বাজেটের এই বাইকগুলো (Low Price Bike) কেনেন তাহলে মাইলেজ পেয়ে যাবেন ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত। আজকের এই প্রতিবেদনে যে বাইকগুলোর কথা উল্লেখ করা হবে সেগুলো যথেষ্ট হালকা। তাই যারা নতুন বাইক চালানো শিখছেন তাদের পক্ষে এই ধরনের বাইক একেবারে উপযুক্ত। যেসব গ্রাহকেরা রোজ বাইক চালান তাদের জন্য এই ধরনের বাইকের আর কোন বিকল্প হবে না।

Advertisements

আরও পড়ুন:Hero DestiniHero Destini: বাজার দখল করতে মার্কেটে আসছে হিরোর নতুন স্কুটার, শীঘ্রই আসছে সস্তার ডেস্টিনি

ভারতের বাজারে অনেক মোটরবাইক কোম্পানি কমিউটার বাইক (Low Price Bike) প্রস্তুত করে থাকে। যার মধ্যে উল্লেখযোগ্য হল Hero, Bajaj, প্রমুখ কোম্পানিগুলো। এই কোম্পানিগুলোর কমিউটার বাইক ভারতের আরোহীদের মধ্যে বেশি জনপ্রিয়। একটু খেয়াল করলে দেখা যাবে—এই বাইকের টার্গেট অডিয়েন্স মধ্যবিত্ত। সেই কারণেই গ্রাহকেরা এই কোম্পানির বাইক পছন্দ করে থাকেন।

এই ধরনের বাইকের চাহিদা গোটা দেশজুড়ে আকাশছোঁয়া। এর পেছনে লুকিয়ে আছে বেশ কিছু কারণ। প্রথমত, এই বাইকগুলি দামে অন্যান্য বাইকের তুলনায় অনেক সস্তা (Low Price Bike)। এছাড়াও মধ্যবিত্তের পকেটসাধ্য। সেই কারণে হু হু করে বিক্রি হচ্ছে এই বাইক। দ্বিতীয় কারণ হল মাইলেজ। পেট্রল কম লাগে বলে অনেকেই এই বাইকের প্রতি বেশি আকৃষ্ট। চটজলদি দেখে নিন তালিকা –

  • Hero Splendor Plus: ৯৭.২ cc; মূল্য ৭৪ হাজার ১৫৫ টাকা
  • Hero Splendor Plus Xtec: ৯৭.২ cc; মূল্য ৭৯৯৩৭ টাকা
  • Honda Livo: ১০৯.৫১ cc; মূল্য ৭৯১৭৯ টাকা
  • Bajaj CT 125 X: ১২৪.৪ cc; মূল্য ৭৩৬৪০ টাকা
  • Hero Passion Plus: ৯৭.২ cc; মূল্য ৭৯১৪৬ টাকা
Advertisements