Elevated Corridor At Sevoke: কেন্দ্রীয় সরকার অবশেষে অনুমোদন দিল সেবকে ১৪ কিলোমিটারের এলিভেটেড করিডর তৈরির জন্য। জানেন এর জন্য খরচ হবে কত টাকা? কেন্দ্রীয় সরকার আপাতত ১,৪০০ কোটি টাকা মঞ্জুর করেছে। দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত এমনটাই জানিয়েছেন। সেবক ক্যান্টনমেন্ট থেকে সেবক বাজার পর্যন্ত তৈরি করা হবে এলিভেটেড করিডর। দার্জিলিঙের বিজেপি সাংসদ আশা করছেন যে, তিন বছরের মধ্যে এই প্রকল্পের কাজ হয়তো শেষ হয়ে যাবে। আজকের এই প্রতিবেদনে জানুন বিস্তারিতভাবে।
তিনি আরো জানিয়েছেন যে ,কেন্দ্রীয় সড়কমন্ত্রী নীতীন গডকড়ির সঙ্গে বিষয়টি নিয়ে ২০২৩ সালের মে’তে তিনি দেখা করেছিলেন। এক বছরের মধ্যেই অনুমোদন পাওয়া গেছে সেই কাজের (Elevated Corridor At Sevoke) জন্য। যদি একবার এই প্রকল্পটি বাস্তবায়িত হয় তাহলে শুধুমাত্র পর্যটক নয় লাভবান হবে স্থানীয় মানুষও। পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে। উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে বলে দাবি করেছেন তিনি।
বিজেপি সাংসদ ইতিমধ্যেই জানিয়েছে যে, সেবকে রয়েছে একাধিক রেল ক্রসিং এবং এরজন্য শিলিগুড়ি থেকে কালিম্পং, দার্জিলিং, সিকিম বা ডুয়ার্সগামী গাড়িগুলি প্রতিদিন সমস্যার সম্মুখীন হয়, তৈরি হয় যানজট। যদি সেবক ক্যান্টনমেন্ট থেকে সেবক বাজার পর্যন্ত এলিভেটেড করিডর (Elevated Corridor At Sevoke) তৈরি হয়ে যায় তাহলে মিটে যাবে যানজটের সমস্যা। সহজেই মানুষ যাতায়াত করতে পারবেন এই করিডোর দিয়ে।
দার্জিলিঙের বিজেপি সাংসদ এখনো পর্যন্ত করোনেশনের ব্রিজের বিকল্প সেতু বা দ্বিতীয় সেবক ব্রিজ নিয়ে কোন খবর দিতে পারেন নি। তিনি দাবি করেছেন, ইতিমধ্যেই তিনি করোনেশন ব্রিজের বিকল্প, শিলিগুড়ি রিং রোড, দার্জিলিং টাউন থেকে তিস্তা পর্যন্ত নয়া হাইওয়ে, শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত বিকল্প হাইওয়ে (ভায়া বালাসন ও ঘুম) প্রকল্প নিয়ে তদ্বির করছেন।
এই বিষয়ে সম্পর্কে তিনি আরো বলেছেন যে, কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাস্তা যেমন ১৪ নম্বর জাতীয় সড়কের রায়গঞ্জ বাইপাসের চার লেন তৈরি, দুবরাজপুর বাইপাসের চার লেন তৈরি, খড়্গপুর-মোরেগ্রাম অংশের চার লেন তৈরি প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছে। এখন শুধু অপেক্ষা প্রকল্পটি(Elevated Corridor At Sevoke) বাস্তবায়িত হওয়ার। উত্তরবঙ্গে ঘুরতে গেলে আর যানজট সমস্যায় পড়তে হবে না পর্যটকদের।