UPI Fraud Alert: বর্তমান ডিজিটাল যুগে দিনকে দিন বেড়ে চলেছে প্রতারণা। নিমেষের মধ্যে সাধারণ মানুষের অ্যাকাউন্ট থেকে ফাঁকা হয়ে যাচ্ছে বহু টাকা। বাজারে সেরকমই এক নতুন ধরণের জালিয়াতির সন্ধান পেল পুলিশ। যার নাম হল ‘জাম্পড ডিপোজিট স্ক্যাম’। এই বিষয়টি নিয়ে আমজনতাকে বারবার সতর্ক করেছে সাইবার ডিপার্টমেন্ট। একটু অসতর্ক হলেই চলে যেতে পারে আপনার সঞ্চিত অর্থ। আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়লে জানতে পারবেন অনেক কিছুই।
ডিজিটাল দুনিয়াতে প্রতারকেরা (UPI Fraud Alert) সর্বদাই ওত পেতে থাকে। যদি এক মিনিটের জন্য অসতর্ক হয় মানুষ তাহলে নিমিষেই লোকসান হয়ে যাবে বহু টাকার। এমন কি সেই টাকা আদৌ ফেরত পাওয়া যাবে কিনা তাতেও সন্দেহ। এখন অবশ্য এই বিষয়ে সতর্কতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। প্রশাসন থেকে প্রতিনিয়ত সতর্ক করা হয় মানুষকে। কিন্তু বর্তমানে প্রতারকেরা নতুন নতুন কৌশল অবলম্বন করছে। পুলিশ সন্ধান পেয়েছে নতুন এক ধরনের জালিয়াতির যার নাম হল ‘জাম্পড ডিপোজিট স্ক্যাম’। সাইবার ডিপার্টমেন্ট প্রতিনিয়ত সতর্ক করছে সাধারণ মানুষকে। যারা যারা UPI ব্যবহার করেন তাদের সবথেকে বেশি সাবধান হতে হবে। কারণ এই সব মানুষকেই টার্গেট করছে জালিয়াতরা।
প্রতারকরা জাম্পড ডিপোজিট স্ক্যামে (UPI Fraud Alert) প্রথমে গ্রাহকের অ্যাকাউন্টে ১০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত জমা করে। গ্রাহকদের তারপর প্রতারকরা এসএমএস পাঠায় এবং এতে লিঙ্ক থাকে।গ্রাহকরা ইউজার লিঙ্কে ক্লিক করে যখনই ইউপিআই পিন দেন, তৎক্ষণাৎ অ্যাকাউন্টের অ্যাক্সেস চলে যায় প্রতারকদের হাতে।
• স্ক্যাম থেকে কিভাবে বাঁচবেন: প্রতারণার (UPI Fraud Alert) কৌশল প্রতারকরা যতই নতুনভাবে বার করুক না কেন, লিঙ্ক তাতে থাকবেই। যদি বাঁচতে চান তাহলে কোন লিঙ্কে ক্লিক করবেন না। এমনটাই বলছে সাইবার পুলিশ। এছাড়াও ইউপিআই পিন নিরাপদে রাখতে হবে। ইউপিআই পিন কখনোই অচেনা কারোর কাছে দেওয়া যাবে না।
• ভুলেও অপরিচিত লিঙ্কে ক্লিক নয়: যদি কোন অচেনা নম্বর থেকে মেসেজ কিংবা লিঙ্ক আসে তাহলে ভুলেও ক্লিক করা চলবে না। হয়ে যেতে পারে অনেক বড় ক্ষতি।
• অযাচিতভাবে সন্দেহজনক টাকা ঢুকতে পারে: যদি আপনার অ্যাকাউন্টে মোটা টাকা ঢোকে তাহলে খুশি হওয়ার কোন কারণ নেই। সন্দেহে দৃষ্টিতেই দেখতে হবে এই বিষয়টিকে। সাথে সাথে এই বিষয়টি নিয়ে সতর্ক হতে হবে সাধারণ মানুষকে।
আরও পড়ুন:Inflation Eats Savings: ৩০ বছর বাদে কত হবে ১ কোটি টাকার মূল্য, সঠিক উত্তর চমকে দেওয়ার মতো
• নিরাপদে রাখুন ইউপিআই পিন: কখনোই ইউপিআই পিন অন্য কারও সঙ্গে শেয়ার করবেন না। যতই পরিচিত ব্যক্তি হোক না কেন পিন দেওয়া যাবেনা। আর অপরিচিত হলে তো কথাই নেই। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইউপিআই পিন একান্ত ব্যক্তিগত জিনিস। অন্যের কাছে কোনভাবেই যেন পিন না যায়।
• তৎক্ষণাৎ ব্যালেন্স চেক করা যাবে না: যদি অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয় তাহলে ব্যালেন্স চেক করা ঠিক নয়। অপেক্ষা করুন আধ ঘণ্টা মত, নাহলে ইউপিআই পিন বেহাত (UPI Fraud Alert) হয়ে যেতে পারে।
• ব্যাঙ্ককে অবশ্যই জানানো উচিত: যদি অ্যাকাউন্টে অচেনা কেউ টাকা পাঠায় তাহলে অবশ্যই জানাবেন ব্যাঙ্ককে। পিন, ওটিপি কিংবা অন্যান্য ব্যক্তিগত তথ্য ভুলেও কারো সঙ্গে শেয়ার করবেন না। যদি কেউ নিজেকে ব্যাঙ্কের প্রতিনিধি হিসেবে দাবি করে তাহলেও নিজের ব্যক্তিগত তথ্য তাকে শেয়ার করবেন না। জাম্পড ডিপোজিট স্কিমের শিকার হলে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অথবা নিকটবর্তী সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করতে পারেন। যদি সময় মত পদক্ষেপ নেন তাহলে ক্ষতি এড়ানো সম্ভব হবে।