Delhi-Dehradun Expressway: এবার গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি হবে জঙ্গল ভ্রমণও, তৈরি হচ্ছে ভারতের প্রথম সাউন্ড প্রুফ এক্সপ্রেসওয়ে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Delhi-Dehradun Expressway: বর্তমান ভারত সরকার যাতায়াত ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে নানা রকম যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে। টোল প্লাজা থেকে শুরু করে উন্নত ব্রিজ, মাখনের মতো মসৃণ সড়ক পথ উপহার পাচ্ছে দেশবাসী। তবে এবার এক নতুন চমক।এবার তৈরি হতে চলেছে ভারতে প্রথম সাউন্ড প্রুফ এক্সপ্রেস।এর বিশেষত্ব জানলে চমকে উঠবেন আপনিও।

Advertisements
কি এই এক্সপ্রেসওয়ে?

এনএইচএআই (NHAI) ও ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এর যৌথ অধীনে নির্মিত এই সাউন্ডপ্রুফ এক্সপ্রেস ওয়ের মাধ্যমে মাত্র আড়াই ঘন্টার মধ্যেই দিল্লি থেকে দেরাদুন পৌঁছানো যাবে। এখানে ঘন্টায় প্রায় একশো কুড়ি কিলোমিটার বেগে গাড়ি চালানো সম্ভব। এছাড়াও এই এক্সপ্রেসের (Delhi-Dehradun Expressway) অন্যতম আকর্ষণ হল এখানে একটি ১২ কিলোমিটার এলিভেটেড ওয়াইল্ডলাইফ করিডোর তৈরি করা হয়েছে।

Advertisements
জনসাধারণের পাশাপাশি বন্যপ্রাণীদের সুরক্ষার কথা কিভাবে ভাবা হয়েছে?

দিল্লি দেরাদুন যাতায়াতকারী যাত্রীদের জন্য দারুন সুযোগ। এবছরই জনসাধারণের জন্য দিল্লি দেরাদুন এক্সপ্রেসওয়ে (Delhi-Dehradun Expressway) খুলে দেওয়া হবে। আর এই রাস্তাটি ভারতের প্রথম সাউন্ড প্রুফ এক্সপ্রেসওয়ে হতে চলেছে। মূলত বন্যপ্রাণীদের সাউন্ড ও আলোর হাত থেকে রক্ষার জন্যই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে যানবাহনের শব্দ যাই হোক না কেন কোন আওয়াজ বা শব্দ নিজের জঙ্গলে পৌঁছাবে না।

Advertisements

আরও পড়ুন:Most Revenue Earned StationMost Revenue Earned Station: একবছরে আয় করল ৩,৩৩৭ কোটি টাকা, শুনলে অবাক হবেন এই স্টেশনের নাম

যাত্রীরা কি কি সুবিধা পাবে?

যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই দুর্ঘটনা এড়ানোর জন্য দুইপাশে বড় রেলিং এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আপৎকালীন নিরাপত্তার কথা মাথায় রেখে এম্বুলেন্স, দমকল, ট্রমা সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি রয়েছে রাজাজি জাতীয় উদ্যান ঘুরে দেখার সুযোগ। এই সড়ক পথের নির্মাণ কাজ প্রায় শেষের পথে এই নতুন এক্সপ্রেস (Delhi-Dehradun Expressway) ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যেই খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

সাউন্ডপ্রুফ এক্সপ্রেসওয়ে

এই দিল্লি দেরাদুন এক্সপ্রেসওয়েটি (Delhi-Dehradun Expressway) ভারতবর্ষের প্রথম সাউন্ডপ্রুফ এক্সপ্রেসওয়ে হতে চলেছে। মূলত এই এক্সপ্রেসওয়েটি রাজাজি জাতীয় উদ্যানের মধ্য দিয়ে যাওয়ার কারণে গাড়ির আওয়াজে যাতে বনের পশু পাখির সমস্যা সৃষ্টি না হয় সেই কারণে এক্সপ্রেসওয়েটির দুই পাশে একোয়াস্টিক ফেন্সিং লাগিয়ে সাউন্ডপ্রুফ করা হয়েছে। এই ধরনের টেকনোলজি প্রথম দেখা গিয়েছিল জাপানের শহরের মধ্যে দিয়ে যাওয়া রাস্তাগুলিতে। রাস্তার পাশে থাকা বাড়ির মানুষের ঘুমের ব্যাঘাত যাতে না হয়, সেই কারণে রাস্তা নির্মাণকারী কতৃপক্ষ এই পন্থা নিয়েছিল। তবে ভারতের ক্ষেত্রে এই ধরনের টেকনোলজি প্রথমবার দেখা যাবে।

Advertisements