Local Train Cancelled: আবারও যাত্রী ভোগান্তি শিয়ালদা ডিভিশনে, মকর সংক্রান্তিতে বাতিল একগুচ্ছ ট্রেন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Local Train Cancelled: নতুন বছরে শুরুতেই আবার ভোগান্তির মুখে রেল যাত্রীরা। বিশেষ করে লোকাল ট্রেনে যাতায়াত করার ক্ষেত্রে বাড়তে চলেছে সমস্যা। যারা নিত্য লোকাল ট্রেনে যাত্রা করেন আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে নিন। কারণ সামনেই বাতিল হতে চলেছে একাধিক লোকাল ট্রেন। এমনই ঘোষণা করেছে পূর্ব রেল। মকর সংক্রান্তির সময়েই বাতিল হতে চলেছে একাধিক ট্রেন। চলুন দেরি না করে জেনে নিই কোন কোন রুটে ট্রেন বাতিল থাকবে।

Advertisements

সম্প্রতি পূর্ব রেলের তরফে ট্রেন বাতিলের বিষয়ে বিশদে ঘোষণা জানানো হয়েছে। জানা যাচ্ছে যে, মকর সংক্রান্তিতে পুণ্যস্নানের জন্য ১৪ই জানুয়ারি থেকে চক্র রেল পরিষেবা নিয়ন্ত্রণ শুরু হবে। মূলত ভিড় সামলাতে এবং এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভক্তদের নিরাপত্তা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন (Local Train Cancelled)। ইতিমধ্যেই চক্র রেলের সাতটি EMU লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ট্রেনগুলি বাতিল থাকবে সেইগুলোর নম্বর হলো: ৩১২২৩, ৩০১১৩, ৩১২৪২, ৩০১১৬, ৩০৪১২, ৩০৪১১ ও ৩০৩৫১।

Advertisements

জানা যাচ্ছে ১৪ই জানুয়ারি ভোর ৪টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ট্রেন চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ কার্যকরী থাকবে। এর অংশ হিসেবে সার্কুলার রেলওয়ের ৭টি লোকাল ট্রেন ইতিমধ্যেই বাতিল (Local Train Cancelled) করে দেওয়া হয়েছে। এছাড়া কলকাতা স্টেশন থেকে চারটি ট্রেন ছেড়ে যাবে।

Advertisements

আরও পড়ুন:West Bengal e-VesselWest Bengal e-Vessel: ৬টি জেলার ফেরিঘাটে ২২টি ই-জাহাজ চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার

একাধিক ট্রেন বাতিলের পাশাপাশি (Local Train Cancelled) নিয়ন্ত্রিত ট্রেনগুলোর মধ্যে একটি ট্রেন বারাসাতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। এছাড়া অন্য দুটি ট্রেনের বালিগঞ্জ স্টেশন থেকে ছাড়বে। বেশ কয়েকটি ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে বিকল্প পথেও। এর মধ্যে একটি লোকাল ট্রেন কাঁকুরগাছি রোড জংশন বালিগঞ্জ রুট থেকে মাঝেরহাটের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে ৩০১৪৫, ৩০১২১, ৩০৩৩৩, ৩০৩১১ ট্রেনগুলো তাদের যাত্রা শুরু করবে কলকাতা স্টেশন থেকে। অন্যদিকে ৩০৫১১ ট্রেনটি সংক্ষিপ্ত যাত্রায় বালিগঞ্জ অবধি যাবে। এছাড়া ৩০৭১২ ট্রেনটি বালিগঞ্জ স্টেশন থেকে এটার যাত্রা শুরু করবে।

৩০৩৪৪ ট্রেনটি সংক্ষিপ্ত যাত্রা করবে বারাসাত পর্যন্ত। এছাড়া ৩০১৪২ ট্রেনটি কাঁকুরগাছি হয়ে মাঝেরহাটের দিকে ঘুরে যাবে। এছাড়া ট্রেন নাম্বার ৩০৩৪২ ট্রেনটি একটু ঘুরে বালিগঞ্জ জংশন পর্যন্ত যাবে। এছাড়া ৩০৩২১ ট্রেনটি বালিগঞ্জ থেকে কাঁকুরগাছির মধ্যে যাত্রা করবে।

Advertisements