WB Job Vacancy: নিয়োগ শুরু পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক বিভাগে, অপেক্ষা করছে মোটা মাইনে

Prosun Kanti Das

Published on:

Advertisements

WB Job Vacancy: বর্তমানে রাজ্যের চাকরির পরিস্থিতি খুবই শোচনীয়। যোগ্য চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে চাকরির জন্য। এই রাজ্যে যোগ্যতা থাকলেও অনেকেই যোগ্যতা অনুযায়ী সঠিক চাকরি পাচ্ছেন না। তবে সম্প্রতি রাজ্য সরকার বহু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাই আগ্রহী প্রার্থীরা অবশ্যই আজকের এই প্রতিবেদনটি পড়লে জানতে পারবেন প্রয়োজনীয় তথ্য।

Advertisements

যারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন তাদের অপেক্ষার অবশেষে অবসান ঘটতে চলেছে। কাজের দুর্দান্ত সুযোগ রয়েছে পশ্চিম বর্ধমান জেলাতে (WB Job Vacancy)। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে। তাই যারা আগ্রহী প্রার্থী দেরি না করে কাজে লাগান এই সুযোগটি। চটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদন তাহলেই জানতে পারবেন বিস্তারিতভাবে।

Advertisements
কোথা থেকে প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি?

জেলার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisements
কোন কোন পদে (WB Job Vacancy) প্রার্থী নিয়োগ করা হবে?

সুপারিন্টেনডেন্ট, কেয়ারটেকার, মেট্রন, কুক, হেল্পার, নাইট গার্ড এবং কর্মবন্ধু পদে নিয়োগ করা হবে প্রার্থী। তবে প্রত্যেকটি পদেই চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে জানা যাচ্ছে বিজ্ঞপ্তি থেকে।

মোট শূন্যপদের সংখ্যা?

সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ১২টি।

আরও পড়ুন:West Bengal School MergingWest Bengal School Merging: পড়ুয়া কম ভর্তির কারণে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিকে একীভূত করার ভাবনা সরকারের

শিক্ষাগত যোগ্যতা এবং বেতন:

সুপারিন্টেনডেন্ট পদে (WB Job Vacancy) আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক উত্তীর্ণেরা কেয়ারটেকার পদে আবেদন করতে পারবেন। বেতন হবে ৯ হাজার টাকা প্রতি মাসে। অষ্টম শ্রেণি পাশে মেট্রন, কুক, হেল্পার, নাইট গার্ড পদের জন্য আবেদন করা যাবে। মেট্রন প্রতি মাসে বেতন পাবেন ৯ হাজার টাকা। কুক পাবেন ৭ হাজার টাকা, হেল্পার এবং কর্মবন্ধু পাবেন ৫ হাজার টাকা এবং নাইট গার্ড পদে মাসে বেতন মিলবে ৬ হাজার টাকা।

বয়সসীমা:

প্রতিটি পদে (WB Job Vacancy) আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। যদি এই সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে তাহলে অবশ্যই পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইট ফলো করতে হবে। ‘হোমপেজ’ এর পর যেতে হবে ‘রিক্রুটমেন্ট’-এ। প্রার্থীরা সেখান থেকে সংশ্লিষ্ট তথ্য পেয়ে যাবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে কবে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন:

জানুয়ারি মাসের ২৮ তারিখের মধ্যে সকলকেই আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলী জানতে নদিয়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisements