Travel Destination In Winter: শীতকাল মানেই হল দূরে কোথাও পিকনিক কিংবা ঘুরতে যাওয়া। এমনিতেই বাঙালি হল ভ্রমণপ্রিয় জাতি , তার উপর শীতকালে এমনিতেই ঘুরতে যেতে ভালোবাসে সকলেই। যদি ধারে কাছে কোথাও পিকনিক করতে যেতে চান তাহলে আপনার জন্য আদর্শ ডেস্টিনেশন রণবাহাদুরবস্তি। রণবাহাদুরবস্তির যৌথ বনসুরক্ষা কমিটির পক্ষ থেকে রণবাহাদুর বস্তির নদীর পাড়ে এই পিকনিক স্পটটিকে সাজিয়ে তোলা হয়েছে। আশা করি পর্যটকদের এই জায়গাটি মন্দ লাগবে না। বিস্তারিত জানতে অবশ্যই আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
যারা এখানে (Travel Destination In Winter) পিকনিক করতে আসেন তাদের জন্য খড় ও বাঁশ দিয়ে শেড তৈরি করা হয়েছে। এমনকি পর্যটকদের আকৃষ্ট করার জন্য গাছের সঙ্গে দোলনা ঝোলানো হয়েছে। এখানে এসে যাতে সবাই আনন্দ উপভোগ করতে পারে তার জন্য ব্যাডমিন্টন কোট তৈরি করা হয়েছে।পিকনিক করতে আসা মানুষদের যাতে অসুবিধা না হয় তার জন্য দোকান রাখা হয়েছে স্থানীয়দের তরফে।
অনেক পর্যটক হয়তো জানেন না আলিপুরদুয়ার জেলাতেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এমন একটি পিকনিক স্পট রয়েছে। বর্তমানে যৌথ বনসুরক্ষা কমিটির সদস্যরা চাইছেন এই পিকনিক স্পটটি যাতে প্রচারের আলোয় আসে। একজন স্থানীয় বাসিন্দা এবং যৌথ বনসুরক্ষা কমিটির সদস্য বলেছেন যে, এই জায়গাটি এতটাই সুন্দর যে পরিবারকে নিয়ে পিকনিক করতে আসলে কোন সমস্যা হবে না। এখানে মানুষের পরিষেবার সুবন্দোবস্ত করা আছে। যেমন, শৌচালয়, পানীয় জল সব ধরনের পরিষেবা রয়েছে। পুলিশ প্রতিনিয়ত টহল দিচ্ছে এই জায়গাতে। এমনকি সাথে চলছে বন সুরক্ষা কমিটির সদস্যদের নজরদারি।
আরও পড়ুন:Elevated Corridor At Sevoke: উত্তরবঙ্গে হচ্ছে ১৪ কিমি এলিভেটেড করিডর, খরচ হবে ১৪০০ কোটি টাকা
শীতের ছুটিতে একঘেয়েমি কাটাতে এর থেকে ভালো বিকল্প জায়গা (Travel Destination In Winter) আর হতে পারে না। পরিবার কিংবা বন্ধু-বান্ধবদের সঙ্গে অনায়াসেই এই জায়গায় সময় কাটাতে পারবেন। যদি অনেকে মিলে পিকনিক করতে আসেন তার জন্য এই জায়গাটি একেবারে পারফেক্ট। প্রকৃতির শোভা উপভোগ করতে করতে সময় কখন কেটে যাবে বুঝতেই পারবেন না।
যারা এই এলাকায় এসেছেন তারা মুগ্ধ হয়ে গেছেন এর প্রাকৃতিক সৌন্দর্য দেখে। একদিকে তোর্ষা নদী, অন্যদিকে তোর্ষা নদীর অপর প্রান্তে ভুটান পাহাড় আর এপারে জঙ্গল। রণবাহাদুরবস্তি প্রবেশের মুখে রয়েছে চা বাগান। একবার আসলে ফিরে যেতে আর মন চাইবে না। এখানকার স্থানীয়রাও অত্যন্ত ভালো, তাই পর্যটকদের এই জায়গায় এসে কোনরকম অসুবিধার সম্মুখীন হতে হয় না। এই শীতে দেরি না করে চলে আসুন এই মনোমুগ্ধকর জায়গাটিতে।