Co-operative Bank Recruitment: মাধ্যমিক পাশেই রাজ্যের সমবায় ব্যাঙ্কে কর্মী নিয়োগ (Co-operative Bank Recruitment) করা হবে। সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সংশ্লিষ্ট শাখায় গ্রুপ ডি পদে নেওয়া হবে।
পদের নাম কী ?
সমবায় ব্যাংক থেকে যে কর্মী নিয়োগের (Co-operative Bank Recruitment) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে শূন্যপদটিহলো সাব স্টাফ (গ্রেড-৪)।
শূন্য পদ কয়টি?
UR-এর জন্য বরাদ্দ ২০টি
SC-এর জন্য বরাদ্দ ১০ টি
ST-এর জন্য বরাদ্দ ২ টি
OBC(A)-এর জন্য বরাদ্দ ৪ টি
OBC(B)-এর জন্য বরাদ্দ ৩ টি
EWS-এর জন্য বরাদ্দ ২টি
বয়সসীমা কত?
যেসমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে থাকা আবশ্যক। SC, ST, OBC-দের বয়সে ছাড় রয়েছে।
আবেদনের জন্য যোগ্যতা কী লাগবে?
আবেদনকারীদের অবশ্যই কোন সরকার স্বীকৃত বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাস করতে হবে।
মাসিক বেতন কত?
যারা চাকরি পাবেন তাদের ন্যূনতম বেতন ১৮,৬০০ টাকা মাস প্রতি থেকে সর্বোচ্চ ৩৮,৬০০ টাকা হবে।
আবেদন পদ্ধতি কী?
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের সর্বপ্রথম এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটিকে ডাউনলোড করতে হবে। আবেদনপত্র ডাউনলোড করার পর সেখানে উল্লেখিত আবেদনকারীর নাম-ঠিকানাসহ শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ হওয়ার পর তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে সংশ্লিষ্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের (Co-operative Bank Recruitment) হেড অফিসে জমা করতে হবে। আবেদনপত্র জমা করার ঠিকানা অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া রয়েছে। সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন।
আরও পড়ুন:WB Job Vacancy: নিয়োগ শুরু পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক বিভাগে, অপেক্ষা করছে মোটা মাইনে
নথিপত্র কী কী লাগবে?
- আধার কার্ড,
- প্যান কার্ড,
- মাধ্যমিকের সার্টিফিকেট
- ভোটার আইডেন্টিটি কার্ড
- ড্রাইভিং লাইসেন্স
কীভাবে নিয়োগ করা হবে?
উক্ত পদের জন্য যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন প্রথমে তাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই লিখিত পরীক্ষার মোট নম্বর থাকবে ৭০। সমস্ত ছোট অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন রাখা হবে। যারা এই লিখিত পরীক্ষায় পাশ করবেন, তাদের পার্সোনালিটি টেস্টে ডাকা হবে, যা হবে ৩০ নম্বরের।
আবেদনের তারিখ?
২০২৫-এর ৬ই জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে এই আবেদন পদ্ধতির চলবে ২১শে জানুয়ারি পর্যন্ত। সকাল ১১টা থেকে বিকেল ৪টে অবধি তমলুক হেড অফিস খোলা থাকবে। প্রার্থীরা সরাসরি এর অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারেন।