Indigo Flight Ticket: ট্রেনের থেকেও সস্তায় বিমানে ভ্রমণ, মাত্র ১১৯৯ টাকায় ইন্ডিগোর ফ্লাইট টিকিট

Prosun Kanti Das

Published on:

Advertisements

Indigo Flight Ticket: শীতের ছুটির সময়টা পরিবার বা বন্ধুদের সঙ্গে কোথাও ভ্রমণ করার জন্য এক আদর্শ সময়। অনেকেই ভেবেই থাকেন, শীতের মৌসুমে বেড়ানোর জন্য বিমান ভ্রমণ করবেন, তবে ভাড়া বেশি হওয়ার কারণে সেই সিদ্ধান্ত অনেক সময় স্থগিত হয়ে যায়। কিন্তু এবার সেই চিন্তা দূর হয়ে গেছে। ইন্ডিগো এয়ারলাইনস নিয়ে এসেছে এক দারুণ অফার, যেখানে আপনি ট্রেনের থেকেও কম দামে বিমানে ভ্রমণ করতে পারবেন। এই অফারটি (Indigo Flight Ticket) এমন এক সুযোগ, যা ভ্রমণের পরিকল্পনা করা প্রত্যেকের জন্য এক স্বপ্নের মতো!

Advertisements

ইন্ডিগো-র এই বিশেষ ‘ফ্লাইট সেল’-এ মাত্র ১১৯৯ টাকায় আপনি বিভিন্ন অভ্যন্তরীণ রুটের টিকিট বুক করতে পারবেন, যা ট্রেনের থার্ড এসি ভাড়ার থেকেও কম। অর্থাৎ, যদি আপনি ট্রেনে যাতায়াত করতে চাইতেন, তাহলে যে খরচ হতো, তার থেকেও কম দামে আপনি বিমান যাত্রার (Indigo Flight Ticket) সুযোগ পাচ্ছেন। এ ধরনের অফার সাধারণত খুব কমই পাওয়া যায়, তাই যাত্রীদের জন্য এটি একটি বড় সুযোগ।

Advertisements

এছাড়া, ইন্ডিগোর এই বিশেষ সেলে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক রুটের জন্যও দারুণ ছাড় দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটও পাওয়া যাচ্ছে মাত্র ৪৪৯৯ টাকায়, যা খুবই সাশ্রয়ী। এমনকি কিছু নির্দিষ্ট ব্যাঙ্কের গ্রাহকরা এই অফারে আরও ৫০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। এটি একেবারেই উপভোগ্য একটি সুবিধা, যা ভ্রমণ পিপাসুদের জন্য এক চমৎকার সুযোগ।

Advertisements

আরও পড়ুন:Bullet Train StationBullet Train Station: কেমন হবে বুলেট ট্রেনের স্টেশন, দেখলে চমকাবেন আপনিও

এছাড়াও, ইন্ডিগো-র এই সেলে যাত্রীরা ১৫ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন অ্যাড-অন পরিষেবায়। এক্সট্রা সুবিধা হিসেবে ৫৯৯ টাকায় XL সিট বুক করা যাবে, যা একদিকে আরামদায়ক এবং অন্যদিকে সাশ্রয়ী। অর্থাৎ, বিমানে চড়ার অভিজ্ঞতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ পেতে যাচ্ছেন যাত্রীরা। এই অফারটি চলবে ৯ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত, তাই সময় হাতে থাকলে দ্রুত আপনার টিকিট বুক করে ফেলুন।

যেহেতু এই অফারটি (Indigo Flight Ticket) শুধুমাত্র ৫ দিন ধরে চলবে, তাই সময় নষ্ট না করে ইন্ডিগো-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার পছন্দের গন্তব্যের টিকিট এখনই বুক করুন। শীতকালীন ছুটির জন্য এটি একটি দারুণ সুযোগ, যা কখনোই মিস করা উচিত নয়। বিমানে ভ্রমণের সুযোগের সঙ্গে সঙ্গে আপনি পাচ্ছেন সাশ্রয়ী দামে ভ্রমণ করার এক অমূল্য অভিজ্ঞতা।

Advertisements