Ranaghat Station: প্রথমে তালিকায় নাম না থাকলেও ১০০ কোটি টাকা বরাদ্দ করা হলো রানাঘাট স্টেশন সাজানোর জন্য

Prosun Kanti Das

Published on:

Advertisements

Ranaghat Station: ভারত সরকার কর্তৃক অমৃত ভারত স্টেশন প্রকল্পের তালিকা ২০২৪-এই প্রকাশ করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা ভারতের সমস্ত রেলওয়ে স্টেশনের পুনর্বিকাশের জন্য ‘অমৃত ভারত প্রকল্প’ চালু করার ঘোষণা করেছেন। উক্ত প্রকল্পের অধীনে ভারতজুড়ে ৫৫৩ টিরও বেশি স্টেশন পুনর্বিকাশের জন্য যোগ্য। ভারত সরকার অমৃত ভারত স্টেশন প্রকল্প ২০২৪ বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য ৪১,০০০ কোটি টাকার বাজেট নির্ধারণ করেছে। ভারত সরকার রাজ্যভিত্তিক পদ্ধতিতে অমৃত ভারত স্টেশন প্রকল্পের তালিকা ২০২৪ অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। যার মধ্যে নতুন অন্তর্ভুক্ত হয়েছে রানাঘাট স্টেশনও (Ranaghat Station)।

Advertisements

ভারতে নাগরিকদের ভ্রমণের জন্য প্রধান মাধ্যমই হল ট্রেন। তাই ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা বৃদ্ধির জন্য, ভারত সরকার অমৃত ভারত স্টেশন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেয়। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে নির্বাচিত সমস্ত স্টেশনের পুনর্নির্মাণ প্রক্রিয়া শুরু করার জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছিল। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে, ভারত সরকার রেলওয়ে স্টেশনগুলিতে বিভিন্ন বিষয় উন্নত করবে যার মধ্যে রয়েছে স্টেশন অ্যাক্সেস, সার্কুলেটিং এরিয়া, ওয়েটিং হল, টয়লেট, প্রয়োজনে লিফট/এসকেলেটর, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বিনামূল্যে ওয়াই-ফাই। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ভারতজুড়ে রানাঘাট স্টেশন (Ranaghat Station) সহ মোট ৫৫৩টি স্টেশন পুনর্নির্মাণের সুবিধা পাবে।

Advertisements

রানাঘাটা হলো শিয়ালদহ ডিভিশনের মধ্যে দ্বিতীয় বৃহত্তম রেলস্টেশন। কিন্তু প্রথমে রানাঘাট স্টেশন (Ranaghat Station) এই প্রকল্পের অধীনে ছিল না। পরবর্তীতে রানাঘাটের সমস্ত বাসিন্দারা সরাসরি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানান যাতে এই রানাঘাট স্টেশনকেও নতুন ভাবে সাজানো হয়। তাদের দাবি মেনেই শুরু হয় রানাঘাট স্টেশন পুনর্নির্মাণের কাজ। পূর্ব রেলের তত্ত্বাবধানে সাংসদ জগন্নাথ সরকার সম্প্রতি প্রথমে রানাঘাট স্টেশনের নবনির্মাণের একটি ব্লু-প্রিন্ট তৈরি করেন। এই ব্লু-প্রিন্ট অনুযায়ী কাজ শুরু হতে চলেছে রানাঘাট স্টেশনে।

Advertisements

আরও পড়ুন:Green Line MetroGreen Line Metro: গ্রীন লাইন মেট্রো চলাচল বন্ধ থাকবে এতদিন, যাত্রী ভোগান্তির আশঙ্কা

স্টেশনের রিমডেলিং নিয়ে রেল কর্তৃপক্ষের মধ্যে একটি বৈঠক ডাকা হয়, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে রানাঘাট স্টেশনে লিফ্ট থেকে শুরু করে দীর্ঘ ঝাঁ-চকচকে ওয়েটিং রুম সবই করা হবে। এমনকি যাত্রীরা যাতে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে বোর না হয়ে যায় সেজন্য থাকছে আধুনিক পদ্ধতিতে সুসজ্জিত অবসর কক্ষ। এছাড়া থাকবে ফুড কোর্টেরও ব্যবস্থা। টিকিট কাউন্টারেও আনা হবে আধুনিক পদ্ধতির ছোঁয়া। মোট দুটি ফুট ওভারব্রিজ রাখা হবে লিফট সহ।

প্ল্যাটফর্ম থেকেও বাড়ানো হবে এবং সাজানো হবে। থাকবে ‘এক স্টেশন এক পণ্য’ উদ্যোগের অধীনে অত্যাধুনিক ওয়েটিং রুমের সুব্যবস্থা। রানাঘাটের সংসদের মতে এই স্টেশনের পুনর্নির্মাণ রানাঘাটের জন্য সত্যিই গর্বের। এই স্টেশন আধুনিকীকরণের ফলে অর্থনীতিতেও সুপ্রভাত পড়বে বলে আশা রাখছেন তিনি। এখনো পর্যন্ত যা শোনা গেছে তাতে ১০০ কোটি টাকার কাছাকাছি অর্থ বরাদ্দ করা হয়েছে। রানাঘাট স্টেশনের জন্য যার মধ্যে ৩০ কোটি টাকা ইতিমধ্যে পাঠানো হয়েছে।

Advertisements