Toilet Flush Buttons: চারপাশে এমন অনেক অজানা জিনিস রয়েছে যা চোখে পড়লেও আসল কারণ সম্পর্কে জানার ইচ্ছা কারোরই থাকেনা। হয়তো জানার ইচ্ছা থাকলেও উপায় থাকে না। এমনই একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে।বর্তমান আধুনিক যুগে নানা ধরনের টয়লেট এবং টয়লেট ফ্ল্যাশ ব্যবহার করা হয় বিভিন্ন জায়গায়। যত দিন যাচ্ছে ততই মানুষ আধুনিকতার ছোঁয়ায় সাজিয়ে তুলছে নিজেদের টয়লেট। শুধু বাড়িতে নয় আজকাল বিভিন্ন শপিংমলেও এই ধরনের টয়লেট এবং টয়লেট ফ্ল্যাশ দেখা যায়। বলা যেতে পারে ডুয়েল ফ্ল্যাশ টয়লেট এখন ট্রেন্ডে চলছে। আজকে এই ফ্ল্যাশ সম্পর্কে জানতে পারবেন এক অজানা তথ্য।
প্রথম টয়লেট ফ্ল্যাশার (Toilet Flush Buttons) আবিষ্কার করেন আমেরিকার একজন শিল্প ডিজাইনার, যার নাম হল ভিক্টর পেপানক। এই ডুয়েল ফ্ল্যাশ আবিষ্কার হয়েছিল ১৯৮০ সালে। গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে বেশিদিন সময় নেয়নি এই আধুনিক প্রযুক্তির টয়লেট ফ্ল্যাশ। সকলেই হয়তো দেখে থাকবেন টয়লেট ফ্ল্যাশারে দুটি বোতাম থাকে কিন্তু এর পেছনের আসল উদ্দেশ্য কি তা অনেকেই জানেনা। আজকের এই প্রতিবেদনে এমনই অজানা তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
দুটি বোতামের কার্যকারিতা সম্পর্কে জানতে সকলেই ইচ্ছুক। যখনই কেউ টয়লেটে যায় সর্বদাই বড় বোতামটি ব্যবহার করে থাকে। কিন্তু ছোট বোতামটির কার্যকারিতা কি সেটা জানা হয় না। ছোট বোতামটা সাধারণত কম ব্যবহার করা হয়। দেরি না করে জেনে নিন টয়লেট ফ্ল্যাশের (Toilet Flush Buttons) ছোট বোতামটির কাজ আসলে কি? বিষয়টি হয়তো খুবই সাধারণ কিন্তু সঠিক উত্তর দিতে পারবে না বেশিরভাগ মানুষই।
আরও পড়ুন:Earthquake Notification: ভূমিকম্প নিয়ে আর ভয় নেই, স্মার্টফোনে চলে আসবে নোটিফিকেশন
টয়লেট ব্যবহার করার পর তাকে পরিষ্কার রাখার জন্যই টয়লেট ফ্ল্যাশ ব্যবহার করা হয়। ডুয়েল ফ্ল্যাশ (Toilet Flush Buttons) এর কার্যকারিতা শুনলে অবাক হবেন আপনিও। বড় বোতামটি দিয়ে সাধারণত ছয় থেকে নয় লিটার জল বের হয়ে থাকে, যা মলত্যাগের পর ব্যবহার করা উচিত। আর ছোট বোতাম টি দিয়ে তিন থেকে চার লিটার জল বের হয়। যা সাধারণত মূত্রত্যাগের পরে ব্যবহার করতে হয়।
বিষয়টি সাধারণ হলেও এর সঠিক উত্তর অনেক শিক্ষিত মানুষের কাছেও অজানা ছিল। এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে জলের অপচয় যাতে না হয় তার জন্যই। এবার থেকে টয়লেটের ফ্ল্যাশ ব্যবহার করার সময় সকলেরই এই বিষয়টি মাথায় রাখা উচিত।