Dooars Trip: ঘুরতে যেতে কে না পছন্দ করে? কম-বেশি সকলেই মনকে খুশি রাখতে ঘুরতে যায়। তবে সবার ঘুরে বেড়ানোর স্থান এক নয়। কেউ সমুদ্রে যেতে পছন্দ করে, তো কেউ পাহাড় ভালবাসে, তো আবার কেউ জঙ্গল ভ্রমণে ছুটে যায় ডুয়ার্সে (Dooars Trip)। আর এই ভ্রমণপ্রেমীদের জন্যই দুর্দান্ত খবর জানালো বন দফতর বিভাগ। যার ফলে এবার পর্যটকদের কাছে ডুয়ার্স ভ্রমণ হতে চলেছে বেশ চমকপ্রদ।
ডুয়ার্সের জঙ্গলে (Dooars Trip) নতুন কি আকর্ষণ আনতে চলেছে বন্যপ্রাণ বিভাগ? জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণ বিভাগে তৈরি করা হয়েছে সেলফি জোন। যেখানে পর্যটকরা জঙ্গল ভ্রমণে জঙ্গলে ঘুরে বেড়ানোর পাশাপাশি সুযোগ পাবেন গজরাজের সাথে সেলফি তোলার। কোথায় তৈরি করা হয়েছে এই সেলফি জোন? এই পরিকল্পনার নামকরণই বা কি রাখা হয়েছে?
জলপাইগুড়ির গরুমারা জঙ্গলে ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্পের পিলখানায় এই নয়া উদ্যোগ তৈরির চিন্তাভাবনা করেছে গরুমারা বন্যপ্রাণ বিভাগ। যেখানে পর্যটকরা গরুমারা মূর্তি নদীর ধারে বসে সময় কাটানোর পাশাপাশি জঙ্গল ভ্রমণে কুনকি হাতিদের সাথে ছবি তোলার সুযোগ পাবেন। হিলারি, ডায়না, জেনির মতো কুনকি হাতিদের সাথে সময় কাটানোর পাশাপাশি তাদের সাথে মুহূর্ত বন্দী করার সুযোগ মিলবে পর্যটকদের। যা পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয় হতে চলেছে। আর এই নয়া উদ্যোগের নামকরণ করা হয়েছে ‘এলফি জোন’। এলিফ্যান্ট ও সেলফি এই দুই শব্দের মিশ্রণে এই নতুন পরিকল্পনার নাম রাখা হয়েছে। খরচ কত?
মাথাপিছু ২০ টাকা খরচ করে হাতির সাথে সেলফি তোলার সুযোগ পাবেন পর্যটকরা। অনলাইন এবং অফলাইন দুই ভাবেই টিকিট বুক করতে পারবেন জঙ্গল ভ্রমণকারীরা (Dooars Trip)। তবে শুধু হাতির সাথে সেলফি তোলাই নয়, এর পাশাপাশি আরো একাধিক সুবিধা পাবেন পর্যটকরা। যেমন – সন্ধ্যায় আদিবাসী নৃত্য, মূর্তি নদীতে হাতিদের স্নান দৃশ্য ইত্যাদি সুবিধা। এই শীতেই জলপাইগুড়ির এই ধূপঝোরা ক্যাম্পের সেলফি জোনের আনুষ্ঠানিক শুভ সূচনা হতে চলেছে। তবে এই ‘এলফি জোনে’ একসঙ্গে কতজন পর্যটক মুহূর্ত বন্দী করতে পারবে তা জানায়নি বন্যপ্রাণ বিভাগ। যা খুব শীঘ্রই জানিয়ে দেবে বলে জানা গিয়েছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি পূর্বে ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্পের পিলখানায় হাতিদের স্নান দৃশ্য দেখার অনুমতি পাওয়া যেতে পর্যটকদের। এমনকি তারা স্নান করানোরও সুযোগ পেতেন। কিন্তু বর্তমানে সেই পরিকল্পনা বন্ধ করা হয়েছে। তবে সেই পরিস্থিতি বন্ধ করায় হাতিদের সাথে সেলফি তোলার নয়া বন্দোবস্ত চালু করেছে বন্যপ্রাণ বিভাগ। এর জন্য পিলখানার কাছে হাতিদের সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে। যাতে কুনকিদের কাছাকাছি পর্যটকরা যেতে না পারেন। আর এই ব্যারিকেডে লাগানো হয়েছে সেলফি জোন। তবে বন দফতর তরফে জানানো হয়েছে সেলফি তোলার সময় কোনো হাতিকে বিরক্ত করতে পারবে না পর্যটকরা। তবে সেলফি তোলার নির্দিষ্ট সময় খুব শীঘ্রই জানিয়ে দেবে বলে জানিয়েছে বন্যপ্রাণ বিভাগ। যা চলতি বছরে ডুয়ার্স (Dooars Trip) প্রেমীদের জন্য বেশ আকর্ষণীয় হতে চলেছে।