Sikkim Tsomgo Lake: অনেক তো হলো পাহাড়, জঙ্গল, সমুদ্রে ঘোরাঘুরি। এই বছরে শীতকালীন ছুটি কাটাতে পারেন সিকিমের ছাঙ্গু লেকে। বরফাবৃত এই হ্রদে পৌঁছালে মনে হবে স্বর্গে এসে পৌঁছেছেন। খরচ-খরচাও খুব বেশি নয়। কয়েক দিনের জন্য দুর্দান্ত ট্যুর হবে এই সিকিমের ছাঙ্গু হ্রদ (Sikkim Tsomgo Lake)। কিভাবে আসবেন? কি রয়েছে এই হ্রদে? জেনে নিয়ে রওনা দিতে পারেন এই হ্রদের উদ্দেশ্যে।
বৈচিত্র্যময় পৃথিবীতে বৈচিত্র্যতা পরিলক্ষিত হয় সাধারণ মানুষের মধ্যেও। কেউ খেতে পছন্দ করে তো কেউ ঘুরতে পছন্দ করে। তাই ভ্রমনপ্রেমী মানুষদের কাছে ঘুরে বেড়ানোটা কোনো ব্যাপারই নয়। দু-একদিনের ছুটি হোক বা লং উইকেন্ড হোক মোট কথা ছুটি পেলেই তারা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন ভ্রমণের উদ্দেশ্যে। আর তাদের জন্যই আজকের এই প্রতিবেদনে এক দুর্দান্ত ভ্রমণের স্থান সম্পর্কে জানানো হয়েছে। যেখানে পৌঁছালে অনুভূত হবে স্বর্গ। কোথায় সেই স্বর্গীয় স্থান?
চলতি বছরে দুর্দান্ত শীত কাটানোর অত্যন্ত মনোরম জায়গা হল সিকিমের ছাঙ্গু লেক (Sikkim Tsomgo Lake)। ভারতে অবস্থিত উচ্চতম হ্রদের মধ্যে অন্যতম এটি। এখানে শীতের মরশুমে এলে প্রত্যক্ষ করা যায় প্রকৃতির শ্রেষ্ঠ নিদর্শন। শৈত্যের সময়ে এই হ্রদ বরফে আবৃত হয়ে যায়। যা এই স্থানের সৌন্দর্যকে আরো বহুগুণ বাড়িয়ে তোলে। শুধু তাই না, শীতকালীন সময়ে এই ঐতিহাসিক স্থানে তুষারপাত, শীতকালীন সুন্দর্য, তুষারাবৃত পাহাড় এই স্থানকে এক অদ্বিতীয় রূপ প্রদান করে।
আরও পড়ুন:Vacation after Retirement: অবসরকালীন ছুটি কাটাতে যাবেন ভাবছেন, রইলো সেরা সব ঠিকানা
কোথায় অবস্থিত এই ছাঙ্গু লেক? গ্যাংটক-নাথুলা হাইওয়েতে অবস্থিত এই ছাঙ্গু লেক। আন্তর্জাতিক সীমান্তের খুব কাছাকাছি রয়েছে এই হ্রদ। পূর্ব সিকিমের আইকন বলা যায় এই ছাঙ্গু লেককে। যা সিকিম সরকারের আওতাভুক্ত। বন্ধু বা পরিবার নিয়ে দু-একদিনের জন্য ছুটি কাটানোর পরিকল্পনা করা যেতে পারে এই জায়গায়। মূলত যে বা যারা খুব দূরে কোথাও শীতকালীন সৌন্দর্য উপভোগ করতে না চান তাদের জন্য পূর্ব সিকিমের ছাঙ্গু লেক (Sikkim Tsomgo Lake) একটি উপযুক্ত জায়গা। এখানকার এই শীতকালীন সৌন্দর্য দেখলে মনে হবে যেন এক টুকরো স্বর্গ। এই হ্রদের পাশেই রয়েছে সবুজ কার্পেট বিছানো আলপাইন বনের উজ্জ্বল সৌন্দর্য। যেখানে বেশ কিছুটা সময় বিশ্রাম নেওয়া যাবে। কিভাবে পৌঁছানো যাবে?
ছাঙ্গু হ্রদ যেতে হলে প্রথমে ট্রেন জার্নি করে পৌঁছাতে হবে এনজিপি স্টেশন তারপর গাড়িতে করে গ্যাংটক। এছাড়াও প্লেনে করে বাগডোগরা কিংবা প্যাকিয়ং এয়ারপোর্টে নেমেও গাড়িতে করে সোজা গ্যাংটক পৌঁছানো যায়। তারপরে গ্যাংটক থেকে গাড়ি করে ৩৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেই পৌঁছে যাওয়া যাবে ১২ হাজার ফুট উচ্চতায় অবস্থিত ছাঙ্গু হ্রদে (Sikkim Tsomgo Lake)। যা সিকিমে অবস্থিত হ্রদগুলির মধ্যে দশনর্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এখানে রয়েছে পর্যটকদের জন্য থাকা-খাওয়ার দুর্দান্ত ব্যবস্থা। তবে এই ছাঙ্গু হ্রদে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে সরকারি অনুমতি নেওয়া বাধ্যতামূলক।