East West Metro: বর্তমানে কলকাতা শহরের পরিবহন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছে কলকাতা মেট্রো। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া এখন একেবারে সহজ। আবার যেসব যাত্রীরা শহরতলি থেকে আসেন তারা অনেকেই শিয়ালদহ স্টেশনে নেমে ছোটেন হাওড়ায় মেল অথবা এক্সপ্রেস ট্রেন ধরবার জন্য। তাদের জন্য এখন মেট্রোর দৌলতে খাটনি কমতে চলেছে অনেকটাই। আজকের প্রতিবেদনে জানতে পারবেন অনেকটাই।
হিসাবের দিক থেকে দেখতে গেলে হয়তো কয়েক কিলোমিটার পথ, কিন্তু যারা প্রতিনিয়ত যাতায়াত করে তারাই জানে এই রাস্তাতে কতটা যানজট থাকে। এমজি রোড, বউবাজারের মতো ব্যস্ত রাস্তার যানজট পেরিয়ে শিয়ালদহ থেকে হাওড়া পৌঁছতে কমবেশি এক ঘণ্টা সময় লেগেই যায়। মেট্রোর পরিবহন ব্যবস্থাতে (East West Metro) এই সময় কমে যাবে অনেকটাই। ইস্ট ওয়েস্ট মেট্রোর সৌজন্যে এই এক ঘণ্টার রাস্তা পেরোতেই এবার সময় লাগবে মাত্র ১১ মিনিট।
দীর্ঘসময় ধরে মেট্রোর (East West Metro) সবথেকে বড় সমস্যার জায়গা ছিল বউবাজারের সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ তৈরির ক্ষেত্রে বারবার প্রতিবন্ধকতা এসেছে মেট্রো কর্তৃপক্ষের সামনে। তবে বর্তমানে সেইসব সমস্যা কাটিয়ে উঠেছে কলকাতা মেট্রো। শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো পরিষেবা শুরু হওয়া আর অল্প কিছু দিনের অপেক্ষা৷ কলকাতার এই অংশে একবার মেট্রো চালু হয়ে গেলে যাতায়াত করা যাবে নিমেষের মধ্যে। মেট্রোর কারণে সেক্টর ফাইভ থেকে হাওড়া পর্যন্ত সম্পূর্ণ রুটে ছুটতে পারবে ইস্ট ওয়েস্ট মেট্রো৷ কল্পনাই করা যাচ্ছে না ভূগর্ভস্থ টানেলের কারণে জুড়ে যেতে চলেছে দুটি গুরুত্বপূর্ণ স্টেশন হাওড়া এবং শিয়ালদহ। এরফলে স্বস্তি পাবেন কয়েক লক্ষ যাত্রী।
আরও পড়ুন:Green Line Metro: গ্রীন লাইন মেট্রো চলাচল বন্ধ থাকবে এতদিন, যাত্রী ভোগান্তির আশঙ্কা
একটি প্রতিবেদনে মেট্রো রেল কর্তারা দাবি করেছেন, নিত্যযাত্রীদের সবথেকে বড় সমস্যা ছিল যানজট। সড়কপথে যানজট পেরিয়ে হাওড়া এবং শিয়ালদহের মধ্যে যাতায়াতে সময় লেগে যেত এক ঘন্টারও বেশি। মেট্রোয় সময় লাগবে মাত্র ১১ মিনিট। অর্থাৎ চোখের নিমেষেই এসি মেট্রোয় চেপে হাওড়া থেকে শিয়ালদহের মধ্যে যাতায়াত করতে পারবেন যাত্রীরা৷
বর্তমানে বউবাজারে সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হওয়ার মুখে। এই মুহূর্তে অত্যাধুনিক সিবিটিসি সিগন্যালিং ব্যবস্থায় ট্রেন চালানোর পরিকাঠামো তৈরির কাজ চলছে। সারা বিশ্বে যাত্রী নিরাপত্তার দিক থেকে বিচার করলে এই সিগন্যালিং ব্যবস্থা অন্যতম সেরা প্রযুক্তি। আশা করা যাচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো আগামী সপ্তাহ থেকেই পরীক্ষামূলকভাবে এই সিগন্যালিং ব্যবস্থায় ট্রেন চালানোর প্রস্তুতি নিতে শুরু করবে। পরিচালনার দায়িত্বে আছে কেএমআরসিএল। এইসব কারণেই হয়তো বন্ধ ছিল ১২ই জানুয়ারি এবং বন্ধ থাকবে ১৯শে জানুয়ারি ইস্ট ওয়েস্ট মেট্রো (East West Metro) পরিষেবা।