Harsha Richhariya: শুরু হয়েছে কুম্ভ মেলা। ইতিমধ্যেই মহাকুম্ভে ভিড় জমিয়েছেন লাখ লাখ মানুষ। ফলে সেখানকার মানুষের খাওয়া-দাওয়া জীবন-যাপন সব নিয়েই চর্চা চলছে জোরকদমে। এবার সেই কুম্ভ মেলা প্রাঙ্গণ থেকেই সকলের নজর ঘুরল এক সুন্দরী সাধ্বীর দিকে। চেহারা দেখে বলিউডের কোনো অভিনেত্রী বলে ভুল হওয়া অস্বাভাবিক নয়। সাধ্বীদের মত পোশাক পরে সাজসজ্জা করে কপালে তিলক এবং সিঁদুরের টিপ পরে ঘোরাঘুরি করছিলেন তিনি। স্বাভাবিক ভাবেই তাঁকে দেখে আগ্রহ বাড়ছিল সাধারণ মানুষের।
অনেকেরই মনে প্রশ্ন এসেছে কে এই সাধ্বী? অবশেষে সামনে এলো তাঁর আসল পরিচয়। তাঁর নাম হর্ষা রিচারিয়া (Harsha Richhariya)। ৩০ বছয় বয়সী এই সুন্দরীর একটি ভিডিও সাম্প্রতিক কালে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে কুম্ভ মেলায় হর্ষাকে কেউ প্রশ্ন করছেন যে তিনি সাধ্বী জীবন বেছে নিয়েছেন কেনো? উত্তরে তাঁকে বলতে শোনা যায় যে তিনি মানসিক শান্তির জন্য এই জীবন বেছে নিয়েছেন। ওই ভিডিওতে তিনি এটাও জানান যে প্রায় দুই বছর আগে তিনি এই সাধ্বী জীবন বেছে নিয়েছেন।
জানা যাচ্ছে ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্সের সংখ্যা ১০ লক্ষ বা ১ মিলিয়নের বেশি। এরপর কুম্ভমেলায় হওয়া এই ভিডিও সামনে আসার ফলে আরও জনপ্রিয় হয়ে উঠছেন এই সাধ্বী (Harsha Richhariya)। শনিবার মহাকুম্ভের নিরঞ্জন আখড়ার সাধুদের সঙ্গে তাকে বসে থাকতে দেখা গিয়েছে। সেখানেই সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হয় তাঁকে।
আরও পড়ুন:Jhuku Bauri: ভাঙা ঘরে বাস করেও স্কুলের জন্য জমি দান, নজির গড়লেন এই ব্যক্তি
এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই ওই সাধ্বীর পুরানো ভিডিওগুলো একে একে সামনে আসতে শুরু করেছে। তারপরেই আসল সত্যটা সকলের সাথে ভাগ করে নেন মহাকুম্ভের এই ভাইরাল সাধ্বী। তিনি (Harsha Richhariya) জানান তিনি সাধ্বী হওয়ার পথে এগোচ্ছেন কিন্তু এখনো সাধ্বী হয়ে উঠতে পারেননি তিনি। তাঁর পোশাক দেখেই অনেকে তাঁকে সাধ্বী হর্ষা বলে ডেকে থাকেন। আবার অনেকেই বলছেন সুন্দরী সাধ্বী। এসব শুনে তাঁর বেশ ভালো লাগছে। তবে তাঁকে সাধ্বী বলে ডাকা উচিত নয় কারণ তাঁর গুরুদেব এখনও তাঁকে সেই অনুমতি দেননি।
বাস্তবে হর্ষা (Harsha Richhariya) জানান তিনি আসলে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসর, মডেল এবং একজন অ্যাংকরও বটে। তবে বর্তমানে তিনি সমস্ত কাজ থেকে ছুটি নিয়ে করছেন কঠোর সাধনা। আর তিনি তাঁর নতুন জীবন নিয়েও খুব সুখী রয়েছেন।