Digha Ganjam Coastal Highway: ওড়িশার উপকূলীয় মহাসড়ক পরিকল্পনার বাস্তবায়ন, সহজ হবে দিঘা-পুরী ভ্রমণ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Digha Ganjam Coastal Highway: লাগবেনা খুব বেশি সময়, এবার খুব সহজেই পৌঁছানো যাবে পশ্চিমবঙ্গের দিঘা থেকে ওড়িশার সমুদ্রে। শীঘ্রই নির্মিত হতে চলেছে এক রাজ্য থেকে অন্য রাজ্য ভ্রমণের সহজ রুট। যা নিয়ে বেশ দীর্ঘ সময় ধরে চলছিল পরিকল্পনা। যে পরিকল্পনার বাস্তবায়নের অপেক্ষায় ছিল ভ্রমণপ্রেমীরা। আর সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালো জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কি জানালেন তিনি? দিঘা থেকে পুরী যাওয়ার কোন সহজ রুট নির্মিত হতে চলেছে?

Advertisements

খবর অনুযায়ী, বহুদিন ধরেই পশ্চিমবঙ্গের দিঘা থেকে ওড়িশা রাজ্যের পুরী ভ্রমণ সহজ করার জন্য পশ্চিমবঙ্গের দিঘা থেকে ওড়িশার গঞ্জাম পর্যন্ত একটি উপকূলীয় হাইওয়ে (Digha Ganjam Coastal Highway) তৈরীর পরিকল্পনা চলছিল। মূলত চেন্নাই-কলকাতা NH-১৬ রুটে প্রায়ই যানজট তৈরি হয়। আর সেই যানজট কমানোর উদ্দেশ্যে এই মহাসড়ক তৈরির পরিকল্পনা করে NHAI। তবে এই উদ্যোগ ঘোষণা হতেই কবে তৈরি হবে, আদৌ পরিকল্পনার বাস্তবায়ন হবে কিনা সেই নিয়ে উঠেছিল নানান প্রশ্ন। সম্প্রতি সেই প্রশ্নেরই জবাব দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

Advertisements

কি ঘোষণা করলেন এনএইচএআই? জাতীয় সড়ক কর্তৃপক্ষ তরফে প্রথম বিভাগের দরপত্র প্রকাশের পরিকল্পনা ঘোষণা করেছে। যা প্রাথমিকভাবে খুরদার রামেশ্বর থেকে জগতসিংহপুরের রতনপুর পর্যন্ত মোট ১৬৩ কিলোমিটার জুড়ে তৈরি হবে। খবর রয়েছে রামেশ্বর থেকে রতনপুর এবং রতনপুর থেকে দিঘা পর্যন্ত মোট দুই ভাগে এই ওড়িশার গঞ্জাম উপকূলীয় হাইওয়ে নির্মিত হবে। যার মোট চারটি লেন তৈরি করা হবে।

Advertisements

আরও পড়ুন:Bankura-Siliguri New BusBankura-Siliguri New Bus: চালু হলো নতুন বাস পরিষেবা, এবার এই বাস দৌঁড়াবে বাঁকুড়া থেকে টানা শিলিগুড়ি

শুধু তাই না, এই উপকূলীয় মহাসড়ক (Digha Ganjam Coastal Highway) নির্মাণের পরিকল্পনায় এও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ধামড়ার উপকূলীয় হাইওয়েকে যমুঝাদিতে Nh-১৬ এর সাথে সংযুক্ত করা হবে। এর জন্য আরও ৬৭ কিলোমিটার মহাসড়ক নির্মিত হবে। আর এই দীর্ঘ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে আনুমানিক ২৩,৮৮২ কোটি টাকা। তবে ইতিমধ্যেই রামেশ্বর থেকে রতনপুর রুট পর্যন্ত ১৬৩ কিলোমিটার নির্মাণের জন্য হাইব্রিড অ্যানুইটি মোডে চারটি প্যাকেজে ৭০৪০.৪৩ কোটি টাকা ব্যয়ের দরপত্র আহবান করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তবে দিঘা থেকে পুরী ভ্রমণের এই উপকূলীয় সড়ক নির্মিত হলে পুরী, নওগাঁ, কোনার্ক, টাঙ্গি, ব্রহ্মগিরি, পারাদ্বীপ প্রভৃতি স্থানগুলি মধ্যে দিয়ে পুরি, খুরদা, জগৎসিংহপুর এবং কেন্দ্রপাড়া এই চারটি জেলা অতিক্রম করা যাবে।

প্রসঙ্গত, ২০১৫ সালে পরিকল্পনা করা হয়েছিল দিঘার সাথে গঞ্জাম জেলার গোপালপুরকে সংযুক্ত করার। কিন্তু ছাড়পত্রের অভাবে এবং জনগণের বিরোধিতায় এই মহাসড়ক পরিকল্পনা স্থগিত হয়ে যায়। তবে পরবর্তীতে এই মহাসড়ক পরিকল্পনার দূরত্ব কমিয়ে আনা হয়। চিলকা, বালুখণ্ড অভয়ারণ্য প্রভৃতি বেশ কয়েকটি অঞ্চল বাদ দিয়ে ৪৫১ কিলোমিটার থেকে কমিয়ে ৩৪৬ কিলোমিটারে আনা হয়। যার ফলে সমস্যার সমাধান হয়েছে বলে মনে করা হয়। যার খুব শীঘ্রই বাস্তবায়ন হবে বলে মনে করা হচ্ছে। যার ফলে দিঘা টু পুরী ভ্রমণ পর্যটকদের কাছে আরো সহজতর হয়ে উঠতে চলেছে। তবে পর্যটকদের এই রুট (Digha Ganjam Coastal Highway) কতটা আকর্ষণ করতে পারে সেটাই দেখার।

Advertisements