Madhyamik Pariksha: মাধ্যমিক পরীক্ষায় নেওয়া হবে নতুন ব্যবস্থা, সাথে ঘোষণা হল অ্যাডমিট কার্ড দেওয়ার দিন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Madhyamik Pariksha: ছাত্রজীবনের সবথেকে বড় এবং প্রথম বোর্ডের পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা। হাতেগোনা আর কয়েকটা দিন তারপরেই শুরু হয়ে যাবে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। হিসাব করে দেখতে গেলে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আর এক মাসও সময় নেই হাতে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। এখন যদিও চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। ইতিমধ্যেই পর্ষদের পক্ষ থেকে ঘোষণা করা হলো দেওয়া হবে অ্যাডমিট কার্ড, কবে দেওয়া হবে আসুন জেনে নিই এই প্রতিবেদনে। মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য এনেছে নতুন এক ব্যবস্থা।

Advertisements

পর্ষদের বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ৩০শে জানুয়ারি চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Pariksha) অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে। সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে অ্যাডমিট কার্ড বিতরণ। পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে, বিভিন্ন জেলায় এই অ্যাডমিট কার্ড বিতরণের জন্য ক্যাম্প অফিস করা হয়েছে, রাজ্যের বিভিন্ন স্কুলগুলোকে সেইখান থেকেই দেওয়া হবে অ্যাডমিট কার্ড। পর্ষদ আরো একটি বিষয় নিয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, অ্যাডমিট কার্ডে যদি কোনও ত্রুটি থাকে তাহলে সেই ব্যাপারে আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে।

Advertisements

পর্ষদের জারি করা বিজ্ঞপ্তিতে এই বিষয়টি ভালোভাবে উল্লেখ করা রয়েছে। যদি পড়ুয়াদের অ্যাডমিট কার্ডে কোনো ভুল বা ত্রুটি থাকে, তাহলে সেটি যেন স্কুল কর্তৃপক্ষকে লিখিত দরখাস্তের মাধ্যমেই জানানো হয়। এক্ষেত্রে কোনরকম অনলাইন আবেদন কার্যকরী হবে না। এদিন পর্ষদ পড়ুয়াদের অ্যাডমিট কার্ড দেওয়ার দিন ঘোষণার পাশাপাশি বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের নিয়ে নানা নিয়ম জারি করেছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে, এই বছরই প্রথমবার বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য আলাদা রুলটানা উত্তরপত্র পাঠানো হবে।

Advertisements

পরীক্ষার (Madhyamik Pariksha) সময় লক্ষ্য করা গেছে যে, বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা উত্তরপত্র লেখার জন্য কোনো রাইটার নেয় না। তাই তাদের উত্তরপত্র লেখার সময় যাতে লাইন সোজা থাকে সেইজন্যই নেওয়া হয়েছে এই ব্যবস্থা। তাদের সমস্যা দূরীকরণের জন্য পর্ষদের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরপত্র যদি রুল টানা হয় তাহলে আর লাইন উল্টোপাল্টা হবে না। আর সেই বিশেষ উত্তরপত্র এর প্যাকেটের উপর লেখা থাকবে ‘সিডব্লিউএসএন’ অর্থাৎ চিল্ড্রেন উইথ স্পেশ্যাল নিড।

আরও পড়ুন:West Bengal School Merging

এছাড়াও শিক্ষার্থীরা ২০২৪ সালে নবম শ্রেণিতে ওঠার পর মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Pariksha) জন্য রেজিস্ট্রেশন করেছিল গত বছর ৩১ আগস্ট থেকে। ওই তারিখের পরও পড়ুয়াদের আরও দু’দফায় অনলাইন রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছিল। আর সেই সময় প্রায় ৯,৩২৬টি স্কুল তাদের পড়ুয়াদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। চলতি বছরেও পড়ুয়ারা সেই একই সুযোগ আবারও পাবে। জানা গিয়েছে এখনও পর্যন্ত যে সকল পড়ুয়া এই তিন দফায় রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি, মধ্যশিক্ষা পর্ষদ আবার তাদের জন্য নতুন সুযোগ আনছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে যে, রাজ্যের বিভিন্ন স্কুলগুলো ১৬ জানুয়ারি সকাল ১১টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। কিন্তু বিনামূল্যে করা যাবে না এই রেজিস্ট্রেশন। তার জন্য অবশ্যই লেট ফাইন দিতে হবে পড়ুয়াদের। পর্ষদ স্পষ্ট জানিয়ে দিয়েছে তাহলেই সম্পন্ন হবে সেইসব শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন। এছাড়াও চলতি বছর মাধ্যমিকে (Madhyamik Pariksha) শিক্ষক শিক্ষিকাদের বিশেষ গাইডলাইন মেনে চলার পরামর্শ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

Advertisements