Maha Kumbh 2025: মহাকুম্ভে স্নানের দরকার নেই, যাওয়া খরচ থেকে হোটেল ভাড়া শুনলে ঘামে স্নান করে যাবেন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Maha Kumbh 2025: হিন্দু ধর্মালম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা হল মহাকুম্ভ মেলা। যা ১২ বছর পর পালিত হয় প্রয়াগরাজে। মানবতার সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত এই মহাকুম্ভ মেলা। ১২ বছর পর প্রয়াগরাজে ১৩ই জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা (Maha Kumbh 2025)। দেড় মাস অর্থাৎ ৪৫ দিন ধরে চলবে এই মেলা। আর এই মেলা উপলক্ষে প্রয়াগরাজে ঢল নেমেছে পূণ্যার্থীদের। সামাল দিতে পারছে না প্রশাসন। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে প্রয়াগরাজে আসছেন পূণ্যার্থীরা। কিন্তু জানেন কি এই প্রয়াগরাজে আসতে পূর্ব বছরের তুলনায় চলতি বছরে কত টাকা গুনতে হচ্ছে তীর্থযাত্রীদের? এক রাত হোটেল ভাড়াই বা কত লাগছে? শুনলে চোখ কপালে উঠবে।

Advertisements

কথিত আছে এই কুম্ভ মেলা উৎসবে প্রয়াগরাজে গঙ্গা স্নান করলে পাপ মোচন হয়। আর সেই উদ্দেশ্যেই কুম্ভ মেলায় ঢল নেমেছে বহু তীর্থযাত্রীর। প্রশাসনের অনুমান ছিল এই দেড় মাসে প্রায় ৪০ কোটির বেশি পূণ্যার্থীর আগমন ঘটবে প্রয়াগরাজে। সত্যি হতে চলেছে সেই অনুমান। অতিরিক্ত ট্রেন, বিমান দিয়েও সামাল দেওয়া যাচ্ছে না পূণ্যার্থীদের। প্রয়াগরাজে হোটেলেও জায়গা পাচ্ছেনা পূণ্যার্থীরা। তা পেলেও তীর্থযাত্রীদের গুনতে হচ্ছে মোটা টাকা।

Advertisements

মহাকুম্ভে খুব কম সময়ে পৌঁছানোর জন্য অনেকেই বেছে নিচ্ছেন বিমান পথ। হু হু করে বাড়ছে বিমান বুকিংয়ের সংখ্যা। পূর্ব বছরের তুলনায় চলতি বছরে মহা কুম্ভে আসার জন্য ১৬২% বেড়েছে বিমান বুকিং সংখ্যা। শুধু তাই না, প্রয়াগরাজের কাছাকাছি বারাণসী এবং লখনউতেও বিমান বুকিংয়ের সংখ্যা বেড়েছে আগের তুলনায় বেশি। ১২৭ শতাংশ ফ্লাইট বুকিং বৃদ্ধি পেয়েছে বারাণসীর বিমানবন্দরে। লখনওয়ে বিমান বুকিং সংখ্যা বেড়েছে ৪২ শতাংশ। ফলে টিকিটের চাহিদা বৃদ্ধি পাওয়াতে টিকিটের দামও বেশি দিতে হচ্ছে পূণ্যার্থীদের। দেশের নানা প্রান্ত থেকে বিমানে করে আসতে খরচ পড়ছে প্রায় ৭‐১০ হাজার টাকা। আবার কেউ যদি ভোপাল থেকে আসতে চায় সেক্ষেত্রে বিমান টিকিটের দাম পড়ছে ১৭ হাজার টাকা।

Advertisements

আরও পড়ুন:Kumbh MelaKumbh Mela: আসন্ন কুম্ভমেলাতে কি কি দরকারি জিনিস নিতে হবে চলুন জেনে নিই এই প্রতিবেদনে

মূলত জয়পুর, বেঙ্গালুরু, মুম্বাই প্রভৃতি জায়গা থেকে প্রয়াগরাজে আসতে পূর্ব বছরের তুলনায় তিনগুণ অর্থ ব্যয় করতে হচ্ছে পূণ্যার্থীদের। আবার যে দিনগুলি পূণ্যস্নানের জন্য পড়েছে সেই দিনগুলিতে টিকিটের দাম অনেকটাই বেশি দিতে হচ্ছে তীর্থযাত্রীদের। তবে শুধু বিমান বুকিং সংখ্যা নয়, বিমানের পাশাপাশি প্রয়াগরাজে ট্রেন পথে আসার সংখ্যাও পূর্বের তুলনায় বেশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫এর কুম্ভ মেলায় (Maha Kumbh 2025) প্রায় ১২৭ শতাংশ বুকিং বৃদ্ধি পেয়েছে ট্রেন পথে। পূর্বের তুলনায় চলতি বছরে বৃদ্ধি পেয়েছে বিদেশি পূণ্যার্থীর সংখ্যা। খবর রয়েছে কুম্ভ মেলার সূচনা ও সমাপ্তির সময়ে সবচেয়ে বেশি বিমান বুকিং হয়েছে।

তবে যাতায়াতে মোটা টাকা খরচ করে প্রয়াগরাজে এসে যে পুণ্যার্থীরা শান্তি পাচ্ছে তা কিন্তু নয়। হোটেল খুঁজে পেতেও মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে তীর্থযাত্রীদের। পুণ্যার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে প্রয়াগরাজে হোটেলের চাহিদা। ফলেই পূর্বের মহা কুম্ভ মেলার তুলনায় চলতি বছরের মহা কুম্ভ মেলায় (Maha Kumbh 2025) হোটেল ভাড়া বেড়েছে ১০ গুন। বিশেষ করে মহাকুম্ভের গুরুত্বপূর্ণ দিনগুলিতে বুক হয়েছে প্রায় ৮৫% এরও বেশি হোটেল। যেখানে প্রতিরাত একটি সাধারণ তাঁবুতে থাকার জন্য ব্যয় করতে হচ্ছে ১২ থেকে ৫০ হাজার টাকা। অন্যদিকে একটু ভালো উন্নত মানের হোটেলগুলিতে একরাত থাকার জন্য খরচ পড়ছে ১১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। কোনো কোনো হোটেলে নিচ্ছে চল্লিশ হাজার টাকা। ফলেই বিশেষজ্ঞদের অনুমান যে হারে মহা কুম্ভ উদ্দেশ্যে পূণ্যার্থীর সংখ্যা বাড়ছে তাতে করে প্রয়াগরাজে হোটেল পাওয়া মুশকিল হবে তীর্থযাত্রীদের।

Advertisements