Bharat-Bangladesh Border: চোরাচালান রুখতে ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ ব্যবস্থা, থাকবে জার্মান শেফার্ড সহ উন্নত প্রযুক্তি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Bharat-Bangladesh Border: সীমান্তে পাহারা থাকাকালীন সময়েও সীমান্ত পেরিয়ে দেশে ঢুকে পড়ছে চোরাপাচারকারীরা। কাঁটাতার থাকা সত্ত্বেও তাদের আটকাতে পারা যাচ্ছে না। কুয়াশাতেও সীমান্তের চারপাশের অবস্থান বোঝা যাচ্ছে না। তাই বিএসএফ তরফে সীমান্ত সুরক্ষায় নজরদারি জোরদার করতে গ্রহণ করলো একাধিক নয়া পদক্ষেপ। সীমান্তে বসানো হলো বিশেষ প্রযুক্তি। যার মাধ্যমে বিনা অনুমতিতে কেউ কাঁটাতার পেরোলেই বুঝতে পেরে যাবেন জওয়ানরা। কি কি বিশেষ ব্যবস্থা আনলো বিএসএফ?

Advertisements

বাহিনীর সূত্রে জানা গিয়েছে, নদিয়া ও উত্তর ২৪ পরগনা ভারত-বাংলাদেশ সীমান্তে (Bharat-Bangladesh Border) পাহারা দেওয়ার জন্য আনা হয়েছে ২১ বছর বয়সী জার্মানির ম্যালিনোইস প্রজাতির ‘ম্যাক্স’ (জার্মান শেফার্ড)। যিনি বিশেষভাবে প্রশিক্ষিত। এমনকি এই জার্মান শেফার্ডকে দেখভালের জন্য আনা হয়েছে এক বিশেষ প্রশিক্ষককে। যার মাধ্যমে এবার থেকে কোনো চোরাপাচারকারীরা কাঁটাতার পেরোলেই ইঙ্গিত পেয়ে যাবেন জওয়ানরা।

Advertisements

শুধু তাই না, জিরো লাইন্সে যাওয়ার জন্য বিএসএফ তরফের ব্যবস্থা করা হয়েছে ফিঙ্গার প্রিন্টিং ও বায়োমেট্রিক্সের। অর্থাৎ সীমান্তের ওপারে যেতে গেলে আধার কার্ডের সাথে ফিঙ্গার প্রিন্টিংয়ে বুড়ো আঙ্গুলের ছাপ মিললে তবেই অনুমতি পাওয়া যাবে। আর এই ব্যবস্থা বাধ্যতামূলক বলে জানিয়েছে বিএসএফ। পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে নাইটভিশন ক্যামেরার সাথে ইনফারেড ক্যামেরা। আনা হয়েছে স্পার্কলিং এলার্ম।

Advertisements

আরও পড়ুন:India-Bangladesh BorderIndia-Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশকারী রুখতে অভিনব পন্থা গ্রহণ বিএসএফের

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রাত্রিবেলা পাহারা দেওয়া এবং ঘন কুয়াশায় পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে বিশেষ ক্যামেরার। সীমান্তে অবাঞ্ছিত গতিবিধি চিহ্নিত করতে ব্যবস্থা করা হয়েছে হ্যান্ডহোল্ড থার্মাল ইমেজিং সিস্টেমের। এছাড়াও ভারত-বাংলাদেশ সীমান্তে (Bharat-Bangladesh Border) প্রায় ৬০ কিলোমিটার এলাকায় সক্রিয় করা হয়েছে থার্মাল স্ক্রিনিং মেশিন সহ এক বিশেষ প্রযুক্তির ক্যামেরা। যার মাধ্যমে অনুপ্রবেশকারীদের শরীরের তাপমাত্রার পার্থক্য চিহ্নিত করে তাদের অবস্থানের গতিবিধি জানা যাবে। মূলত উত্তর ২৪ পরগনার ১০২ নম্বর ব্যাটেলিয়ান এবং নদীয়ার ৮৪ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত প্রতিরক্ষার জন্য এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এখানেই শেষ নয়, ওপরে উল্লিখিত একগুচ্ছ পদক্ষেপের পাশাপাশি বিএসএফ তরফে আরো এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। তা হল প্রশিক্ষিত কুকুর। বিএসএফ ডিআইজি দক্ষিণবঙ্গ এনকে পান্ডের মাধ্যমে জানা গিয়েছে, যেসব সীমান্ত এলাকাগুলি কাঁটাতারবিহীন সেইসব এলাকায় বিশেষ প্রযুক্তির পাশাপাশি ব্যবহার করা হবে প্রশিক্ষিত কুকুর। সীমান্ত (Bharat-Bangladesh Border) সুরক্ষায় অসৎ ব্যক্তিদের অনুপ্রবেশ রুখতে করা নজরদারির ব্যবস্থা করেছে বিএসএফ।

Advertisements