Meta: বর্তমানে অবসর সময় কাটানোর অন্যতম মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া। বলা যায় সর্বত্রই সোশ্যাল মিডিয়ার রমরমা। facebook, instagram, whatsapp প্রভৃতি সোশ্যাল মিডিয়ায় উঠে আসে বিশ্বের নানা প্রান্তের খবরাখবর। যা ব্যবহার করে বিশ্বের বহু মানুষ। আর এই তিন প্লাটফর্মের মালিক হলেন মেটা (Meta)। যেখানে কাজ করে অধিক কর্মচারী। আর সেই কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করারই খবর প্রকাশ করল মার্ক জুকারবার্গ। কেন এই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত?
প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগেই মেটা সংস্থা মার্কিন মুলুকের থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম বন্ধের ঘোষণা করেছে। যার ফলে উদ্যোগ তৈরি হয়েছে সংস্থার প্ল্যাটফর্মগুলিতে ফেক নিউজ ছড়াতে পারে। পাশাপাশি বন্ধ করা হয়েছে কর্মী বৈচিত্রের উদ্দেশ্যে চালিত হওয়া প্রোগ্রামগুলিও। আর এরপরই মেটা সংস্থা (Meta) তরফে কর্মী ছাঁটাইয়ের খবর প্রকাশ করল।
খবর রয়েছে সাম্প্রতিক সংস্থা তরফে চালু করা হয়েছে ‘ইয়ার অফ এফিসিয়েন্সি’ নীতি। যার মাধ্যমে বিরাট পরিবর্তন এসেছে কোম্পানির কাজের ধরনে। মূলত এই নীতির উদ্দেশ্য হলো খরচ কমিয়ে লাভ বাড়ানো। আর এই নীতির আওতাতেই কোম্পানির বেশ কয়েক হাজার কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিলেন জুকারবার্গ। শুধু তাই না, কোম্পানি তরফে কমেন্ট মডারেশন পলিসিতেও বেশ কিছু নিয়ম পরিবর্তন করেছে। কত হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে মেটা? কোন কোন কর্মীদেরই বা ছাঁটাই করা হবে?
আরও পড়ুন:Draw Line Under Signature: সই করে অনেকেই নীচে দাগ দেন, এর আসল অর্থ কি
মেটা (Meta) সংস্থার ২০২৪ এর সেপ্টেম্বর মাসের হিসাব বলছে, কোম্পানিতে কর্মী রয়েছে ৭২ হাজার ৪০০ জন। যার মধ্যে ৫ শতাংশ কর্মী বরখাস্ত করার ঘোষণা করেছে মেটা মালিক মার্ক জুকারবার্গ। তার কারণ হিসেবে তিনি বলেছেন, পারফরম্যান্সের মান বৃদ্ধি করতে হবে। তাই লো পারফর্মারদের বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি এও বলেছেন যে, কর্মী ছাঁটাইয়ের পর প্রভাবশালী কর্মীদের নিয়োগ করা হবে।
অর্থাৎ ঘোষণা অনুযায়ী মেটা মালিক মার্ক জুকারবার্গ তার সংস্থার বেশ কিছু কর্মীর পারফরমেন্সে অসন্তুষ্ট। আর সেই কারণেই সেই সব কর্মীদের চাকরি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুকারবার্গ। ৩৬০০ কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করা হবে বলে জানানো হয়েছে। তবে খালি হাতে ছাঁটাই করা হবে না। মেটা (Meta) মালিক জানিয়েছেন, বেশ বড় অঙ্কের ক্ষতিপূরণ দিয়েই চাকরি থেকে বরখাস্ত করা হবে এইসব কর্মচারীদের।