Duare Sarkar 2025: ২০২১ সালে তৃতীয়বার রাজ্যের শাসনভার গ্রহণের পর দুয়ারে সরকার কর্মসূচি চালু করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। সরকারি প্রকল্পগুলির সুবিধা যাতে সাধারণ মানুষেরা ঠিকভাবে পায় সেটা দেখায় এই কর্মসূচির মূল লক্ষ্য। মাননীয়া মুখ্যমন্ত্রীর মতে রাজ্যের বহু মানুষ সরকারী অফিসে যেতে দ্বিধা করেন। আবার অফিস বাড়ি থেকে দুরে হওয়ার কারণে অনেকে সরকারী অফিসে যেতে চান না। তাই জনগণ যেন ঘরের কাছেই বসে সমস্ত সরকারী অফিসের কাজকর্ম করিয়ে নিতে পারেন সেই কারণে এই প্রকল্প চালু করেন।
এই নিয়ে নবম বার হতে চলেছে দুয়ারে সরকার (Duare Sarkar 2025) ক্যাম্প। দফায় দফায় ক্যাম্প বসে। ইতিমধ্যেই, সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে এই শিবির। এখনও অবধি প্রায় ৪.৪২ কোটি মানুষ এর থেকে উপকৃত হয়েছেন। এবার এক মাসের বেশি সময় ধরে চলবে দুয়ারে সরকারের কাজ। সূত্রের খবর অনুযায়ী, এই ক্যাম্পের মাধ্যমে ৩৭টি সরকারি প্রকল্পের সুবিধা পেতে চলেছে রাজ্যবাসী। এই ক্যাম্পে আপনারা আপনাদের প্রয়োজনীয় প্রকল্পে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান করাতে পারবেন ।
এবছর ২৪ শে জানুয়ারি থেকে ১ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ক্যাম্প। এই সময়ের মধ্যে বিভিন্ন সুবিধা পেতে মানুষ আবেদন করতে পারবেন। ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে স্ক্রুটিনির কাজ। তারপর পরিষেবা পৌঁছে দেওয়া হবে আমজনতাদের মধ্যে। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফ থেকে দুয়ারে সরকার (Duare Sarkar 2025) ক্যাম্পের দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছেন।
আরও পড়ুন:Govt Employee DA: ডিএ নিয়ে চিন্তার ভাঁজ রাজ্য সরকারি কর্মীদের কপালে, কি সিদ্ধান্ত নিল রাজ্য সরকার
রাজ্যের প্রায় সব জায়গাতেই বসে দুয়ারে সরকার (Duare Sarkar 2025) শিবির। কিন্তু তা সত্ত্বেও প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষেরা এর সুবিধা থেকে বঞ্চিত হন। এবার এই দুয়ারে সরকারের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে বহু গুরুত্বপূর্ণ সরকারি সুবিধা।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার দুয়ারে সরকারের কর্মসূচির পাশাপাশি থাকবে “পাড়ায় সমাধান” কর্মসূচিও। এর ফলে স্থানীয় সাধারণ মানুষেরা উপকার পাবেন। রবিবার বা অন্যান্য ছুটির দিন বাদে রোজই ক্যাম্পে গিয়ে আবেদন পত্র জমা করা যাবে। স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, পাট্টা জমির আবেদন, প্রতিবন্ধী শংসাপত্র, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ যাবতীয় সমস্যার কথা জানানো যাবে এই ক্যাম্পে।