Viral Video: মাটি খুঁড়তেই বেরিয়ে এল গুপ্তধন, বাক্সে থরে থরে সাজানো সোনার মূর্তি ও হাতের অলংকার

Prosun Kanti Das

Published on:

Advertisements

Viral Video: বর্তমান যুগে বাচ্চা থেকে বুড়ো প্রায় প্রত্যেকেই দিনের একটা সময় সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে থাকেন। আর সোশ্যাল মিডিয়া বলতে মানুষ মূলত ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ব্যবহার করে থাকি। কেউ কেউ সেখানে ছবি পোস্ট করেন, কেউ আবার ভিডিও পোস্ট করেন। এই সব ছবি বা ভিডিওগুলির মধ্যে, মাঝে মাঝে সেখানে এমন কিছু দেখা যায়, যা দেখে আমাদের তাজ্জব বনে যেতে হয়। সম্প্রতি এরকমই একটি ভিডিও পোস্ট করা হয়েছে ফেলেজইয়াব সিকো নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে।

Advertisements

সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত সূত্র অনুযায়ী, এরই মধ্যে ১২ লক্ষ ভিউস তৈরি হয়েছে ভিডিওটিতে। অনেক মানুষ লাইক, শেয়ার, কমেন্টও করেছেন। তার পাশাপাশি বহু মানুষ ভিডিওর (Viral Video) সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। অনেকে আবার ঘটনাটিকে পুরোপুরি সাজানো ঘটনা বলে উল্লেখ করেছেন। কিন্তু কি এমন রয়েছে সেই ভিডিওতে?

Advertisements

ভিডিওটিতে (Viral Video) দেখা যাচ্ছে দেখা যায় জনৈক ব্যক্তি মাটি খুঁড়তে গিয়ে একটি ধাতব বাক্স খুঁজে পেয়েছেন। দেখেই বোঝা যাচ্ছে, বাক্সটি বহু বছরের পুরনো। স্বভাবতই বাক্সের গায়ে রয়েছে মোটা ধুলোর আস্তরণ। ওই ব্যক্তি গাঁইতি দিয়ে চাড় দিয়ে মাটির চাঙড় সরিয়ে ভারী বাক্সটি উপরে তুলে আনেন। তারপর বাক্সের মুখ খুলতেই বেরিয়ে এলো কয়েকটি সোনার মূর্তির মুখ ও চুরি, যা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের।

Advertisements

আরও পড়ুন:IIT BabaIIT Baba: জীবনের সত্যের খোঁজে আইআইটি বম্বে থেকে মহা কুম্ভমেলায় ধরা দিলেন এই সাধুবাবা

ভিডিওটি (Viral Video) কোথায় তোলা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোন ধারণা পাওয়া যায়নি। অনেকে আবার ধাতব বাক্সটিকে বারুদের বাক্স বলে উল্লেখ করেছেন। সোশ্যাল মিডিয়ায় গুপ্তধন প্রাপ্তির এই ভিডিও ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পাশাপাশি বিতর্ক উস্কে দিয়েছে সমাজ মাধ্যম। ভিডিও সূত্র অনুযায়ী, মানচিত্র অনুসরণ করেই নাকি পাওয়া গেছে প্রাচীন এই গুপ্তধন।

ভিডিওটির ব্যাপারে নেটিজেনদের মতামত কি? অনেকেই এটিকে মিথ্যা ঘটনা বলে দাবি করেছেন। বহু মানুষই নকল গুপ্তধন উদ্ধার হয়েছে বলে মনে করছেন। কেউ কেউ আবার বলছেন পুরো বিষয়টিই সাজানো। তবে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এই ভিডিওর (Viral Video) সত্যতা এখনো অবধি যাচাই করা হয়নি। তবে ভিডিওটি যে সমাজ মাধ্যমে বিশেষ সাড়া ফেলে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

Advertisements