Latest Toll System: গাড়ি চড়ে কোথাও যাওয়ার জন্য আমাদের টোল ট্যাক্স দিতেই হয়। রাস্তায় গাড়ির সংখ্যা বেশি থাকলে টোল ট্যাক্স দেওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে অনেকেই বিরক্ত বোধ করেন। এই সমস্যা সমাধানের জন্যই ভারতে শুরু হতে চলেছে স্যাটেলাইট বেসড টোল ট্যাক্স। এর পাশাপাশি টোল প্লাজায় ভিড় কমাতে প্রাইভেট গাড়ির জন্য মাসিক পাস চালুর ভাবনা চিন্তা করছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, টোল (Latest Toll System) থেকে উপার্জিত মোট অর্থের ২৬ পার্সেন্ট আসে প্রাইভেট গাড়ি থেকে। বাকি ৭২ পার্সেন্ট আসে কমার্শিয়াল গাড়ি থেকে। সেক্ষেত্রে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই অভিনব ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আমরা এতদিন ট্রেনে, বাসে মাসিক পাসের ব্যবস্থা দেখে এসেছি। এবার থেকে হাইওয়েতে প্রাইভেট গাড়ির জন্য মাসিক পাস চালুর ভাবনা চিন্তা করা হচ্ছে। মূলতঃ টোল প্লাজার গাড়ির ভিড় কমাতেই এই পাস ব্যবস্থা চালু করা হবে বলে জানা গিয়েছে। এ ব্যাপারে নীতিন গডকড়ি বলেন, ‘আমরা মাসিক বা বার্ষিক পাস চালু করার কথা ভাবছি প্রাইভেট গাড়ি জন্যে। সার্বিক ভাবে এটা মোট উপার্জনের ওপর প্রভাব ফেলবে না।’
আরও পড়ুন:Station Master: ভারতীয় রেলওয়েতে কি আর থাকবে না স্টেশন মাস্টার পদ? বদলে কোন পদ আনা হবে
মাসিক পাস চালুর পাশাপাশি টোল ব্যবস্থায় (Latest Toll System) বেশ কিছু যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে সরকার। এবার থেকে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ভিত্তিক টোল আদায়ের ব্যবস্থা চালু হবে। এই নতুন ব্যবস্থায় প্রতিটি গাড়িতে জিপিএস থাকতে হবে। এই জিপিএস সরাসরি যোগ করা থাকবে সেন্ট্রাল সার্ভারের সাথে। এই সিস্টেম নিজে থেকেই নির্ধারণ করবে গাড়িটি কতটা পথ এসেছে এবং সেই অনুযায়ী টোল ট্যাক্স কত হওয়া প্রয়োজন। এর ফলে অতি সহজেই আপনি অনলাইনে নিজের টোল ট্যাক্স দিতে পারবেন।
এই ব্যবস্থা চালু করতে হলে ভারতীয় বাজারে চালু সমস্ত গাড়ির প্রযুক্তিগত বদল আনাও জরুরি এবং ভবিষ্যতে বিক্রি হওয়া গাড়িগুলিতে ইনবিল্ট এই প্রযুক্তি থাকতে হবে। পুরো বিষয়টাই সময় বেশ সাপেক্ষ। তবে টোল ব্যবস্থার (Latest Toll System) আধুনিকীকরণই যেহেতু কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য। তাই এই ব্যবস্থাটি এখনো অব্দি প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই ব্যবস্থা চালু হলে দেশের সাধারণ মানুষের এবং সরকার উভয়ই পক্ষ উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।