India-Bangladesh Border: শীতের সময় কোচবিহারের মেখলিগঞ্জ (ভারত-বাংলাদেশ সীমান্ত) ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়। সেক্ষেত্রে দূরের জিনিস দেখা সম্ভব হয় না বিএসএফ জওয়ানদের পক্ষে। ফলে পাহারা দিতে গিয়ে ঝামেলায় পড়েন সীমান্ত রক্ষীরা। এবার থেকে অনুপ্রবেশ রুখতে এক অনবদ্য ব্যবস্থা গ্রহণ করল বিএসএফ।
কোচবিহারের মেখলিগঞ্জের তিন বিঘা এলাকার সীমান্তে ভারতের (India-Bangladesh Border) দিকে শেষ গ্রামটি হল আন্দরান খড়খড়িয়া। আর এর উল্টোদিকে অবস্থিত বাংলাদেশের অংড়াপোতা দহগ্রাম। এতদিন যাবত এই দুই গ্রামের মধ্যে কোন কাঁটাতার ছিল না। তবে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির কথা মাথায় রেখে ওই গোটা এলাকা কাঁটাতার দিয়ে ঘিরে ফেলার দাবি তোলেন স্থানীয় গ্রামবাসীরা।
শীতের রাতে কুয়াশা থাকার জন্য কাঁটাতারের বেড়া দিয়ে কোন অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করছে কিনা তা বোঝা দুঃসাধ্য হয়ে পরে জওয়ানদের পক্ষে। এই ঝামেলা এড়াতেই কাঁটাতারের বেড়ায় কোথাও কাঁচের বোতল আবার কোথাও টিনের কৌটো বেঁধে রেখেছেন তারা। বিএসএফ দের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ওয়ার্নিং এলার্ম হিসাবে কাজ করবে।
আরও পড়ুন:Republic Day of India: ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, জানেন এই দিনের ঐতিহাসিক মাহাত্ম্য
স্থানীয় সূত্রে খবর যে, গত বুধবার দুপুর নাগাদ ভারতের কোচবিহার জেলার বিএসএফ শিবির থেকে কয়েকজন সীমান্ত রক্ষী এই বোতল গুলি কাঁটাতারে ঝুলিয়ে দিয়ে যান। তবে এটি কোনো নতুন বিষয় নয়। অনেক সীমান্ত বেড়াতেই কাচেঁর বোতল ঝোলানো হয়ে থাকে।
কাঁটাতারের বেড়া (India-Bangladesh Border) পেরিয়ে কোনো অনুপ্রবেশকারী এপারে ঢুকতে গেলেই বোতলে ধাক্কা লেগে আওয়াজ হবে। ফলে সতর্ক হয়ে যেতে পারবে বিএসএফ জওয়ানরা। এর ফলে রাতের অন্ধকারেও পাহারা দিতে সুবিধা হবে সীমান্ত রক্ষীদের।