Pilot: পৃথিবীতে এমন অনেক বিষয় আছে যা মানুষের কাছে অজানা। এই অজানা বিষয়গুলো জানার মাধ্যমে জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হতে পারে। এছাড়া এইসব অজানা বিষয় জেনে রাখলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব সহজেই পাশ করা সম্ভব হয়। জীবনে প্রতিষ্ঠিত হতে চায় সকলেই তাই এইসব অজানা বিষয় সম্পর্কে জ্ঞান থাকা একান্ত প্রয়োজনীয়। আজকের প্রতিবেদনে এমন একটি বিষয় সম্পর্কে জানতে পারবেন যা চমকে দেবে আপনাকে।
বিমান পরিচালনার ক্ষেত্রে একটি বিস্ময়কর ঘটনা নজর কাড়ে সকলেরই। কখনো যদি বিমানে চড়েন তাহলে দেখবেন বিমান চালকরা (Pilot) দাড়ি রাখেনা। কেন এই অদ্ভুত কাজটি করে তারা জানেন এর পিছনে লুকিয়ে থাকা আসল কারণ? অনেকেই শুনলে অবাক হবে যে বিমানচালকের দাঁড়া রাখা নিষেধ।তবে কেন সেই প্রশ্নের উত্তর জানেন না অনেক শিক্ষিত লোকেরা।
বিমানচালকদের (Pilot) এখানে বিষয় পালন করতে হয়। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো দাড়ি না রাখা। একাধিক নিয়মের মধ্যে রয়েছে বিমানচালকদের দাড়ি না রাখার বিষয়টি। কেন এই অদ্ভুত নিয়ম পালন করতে হয় তা জানতে পারবেন আজকের প্রতিবেদনের মাধ্যমে। সব বিমান সংস্থা না হলেও অধিকাংশ বিমান সংস্থাতেই মেনে চলতে হয় এই নিয়ম।
মার্কিন যুক্তরাষ্ট্রের অসামরিক বিমান পরিবহণ সংস্থা ফেডেরাল অ্যাভিয়েশন এজেন্সির মতে, বিমান চালকদের দাড়ি না রাখার ক্ষেত্রে কোনরকম লিখিত নিয়ম নেই। তবে কিছু কিছু বিমান সংস্থাগুলি বিমানচালকদের দাড়ি রাখার অনুমতি দেয় না। কেন এই অদ্ভুত নিয়ম পালন করতে হয় বিমান চালকদের?
আরও পড়ুন:Naga Sadhu Hair: নাগা সাধু মানেই পাগড়ি, কিন্তু কখন চুল কাটার অনুমতি পায় নাগা সন্ন্যাসীরা
কিছু কিছু বিমান সংস্থা দাবি করেছে যে নিরাপত্তার জন্যই তারা এই বিষয়টির উপর জোর দিয়েছে। নিরাপত্তার জন্যই এই বিশেষ নিয়ম পালন করতে হয় বিমান চালকদের। তার অন্যতম কারণ হল, গালে দাড়ি থাকলে অক্সিজেন মাস্ক পরতে অসুবিধা হতে পারে, সেট হওয়ারও সমস্যা হতে পারে।
যদি দাড়ি থাকে তাহলে অক্সিজেন মাস্ক পরতে অসুবিধা হয় এবং মাস্কটি মুখে সেট হতে খুবই সমস্যা হয়। একটি প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে যে, আমেরিকান এয়ারলাইনস নিরাপত্তার জন্য পাইলটদের (Pilot) দাড়ি রাখার অনুমতি দেয় না।তবে সবদেশে এই রীতি প্রচলিত নয়।