Alien Attack In Murshidabad: মুর্শিদাবাদে কি এলিয়ানের আক্রমণ হল, নাকি রয়েছে অন্য কোন কারণ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Alien Attack In Murshidabad: এমন বহু ঘটনা ঘটে যার কোন রকম ব্যাখ্যা পাওয়া যায় না। বিজ্ঞানের দিক থেকেও ব্যাখ্যা পাওয়া যায় না বহু ঘটনার। আজকের এই প্রতিবেদনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে যা অবাক করে দিয়েছে সকলকে। যার সঠিক উত্তর এখনো অজানা। মুর্শিদাবাদ জেলার একটি গ্রামে সম্প্রতি ঘটে গেছে এমনই এক অদ্ভুত ঘটনা যার কোন রকম ব্যাখ্যা নেই। কিসের দ্বারা এই ঘটনাটি ঘটলো সেটা বুঝতে পারছে না গ্রামবাসীরা।

Advertisements

কোন জায়গায় কোনরকম আগুন নেই তাহলে কিভাবে পুড়ে যাচ্ছে আস্ত মোটরবাইক? মোটরবাইকের মালিক অবশ্য বলেছেন যে, আকাশ থেকে নেমে আসা কোন অজানা বস্তুর কারণেই তার বাইকের এই অবস্থা হয়েছে। ভোররাতে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেওয়া-১ গ্রাম পঞ্চায়েতের ঘোড়াইপাড়া গ্রামে জনৈক নাজিম শেখের বাড়িতে এই ঘটনা ঘটেছে বলে দাবি তাঁর পরিবারের। হয় উল্কাপাত নাহলে কোনো রকম এলিয়ানের আক্রমণ ঘটেছে (Alien Attack In Murshidabad) সেখানে। আদৌ কি সত্যিই এই ঘটনা?

Advertisements

পরিবারের সদস্যরা দাবি করেছেন যে, বৃহস্পতিবার ভোরের দিকে অদ্ভুত বিকট আওয়াজে ঘুম ভেঙ্গে যায় তাদের বাড়ির সকলের। তিনি বাইরে বেরিয়ে দেখেন বাড়ির বাইরের পুরো উঠোন একেবারে লাল হয়ে গেছে। সেখানে যে মোটরবাইক রাখা ছিল তা আগুনে দাউ দাউ করে জ্বলছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য তাঁরা সচেষ্ট হলেও বাইকটি বাঁচানো সম্ভব হয়নি (Alien Attack In Murshidabad)।

Advertisements

আরও পড়ুন:Bank Locker RobberyBank Locker Robbery: রক্ষকই কি তবে ভক্ষক? নেকলেস, কানের, আংটি সহ ২৭টি হীরার গয়না উধাও ব্যাংক লকার থেকে

পরিবারের সদস্য আমিনা বিবির বিষয়টি নিয়ে বলেছেন যে, যখন ভোররাতে তাদের ঘুম ভেঙে যায় বিকট আওয়াজে তখন বাইরে বেরিয়ে তারা দেখে সারা উঠান লাল আলোয় ভেসে যাচ্ছে। এমনকি বাইকটাও আগুনে দাউ দাউ করে জ্বলে পুরো নষ্ট হয়ে গেল। কিভাবে বাইকে আগুন লাগল সেটা বলতে পারছে না কেউ। তাদের স্পষ্ট ধারণা, সম্ভবত আকাশ থেকে মহাজাগতিক কোনও কিছু পড়ার (Alien Attack In Murshidabad) ফলে বাইকটিতে আগুন ধরে যায়। এই ধরনের অদ্ভুত ঘটনায় আতঙ্কিত সকলেই।

নিমেষের মধ্যে এই খবর ছড়িয়ে পড়েছে গোটা গ্রামে। স্বাভাবিকভাবেই গ্রামবাসীরা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছে এই অদ্ভুত ঘটনার জন্য। অনেকে এলিয়ানের আক্রমণ মনে করলেও, অনেকের মতে হঠাৎ আকাশ থেকে উল্কাপাতের ফলেই হয়তো এই ধরনের ঘটনা ঘটেছে।

Advertisements