Pan Card Loan: প্যান কার্ড থেকে লোন পেয়ে যাবেন ৫০ হাজার টাকা, জানুন পদ্ধতি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Pan Card Loan: বর্তমান পরিস্থিতিতে টাকার দরকার পড়ে না এমন মানুষ নেই। যেকোনো মানুষের যেকোন পরিস্থিতিতেই হঠাৎ করে টাকার দরকার হতে পারে। দ্রুত টাকা পাওয়ার রাস্তা অনেক সময় খুঁজে পায় না মানুষ। যদিও পার্সোনাল লোনের মাধ্যমে দ্রুত টাকা পাওয়া যায়। ধরুন হঠাৎ করে বাড়ির কেউ অসুস্থ হয়ে পড়েছে কিংবা কোন দরকারই কাছে টাকার প্রয়োজন সেক্ষেত্রে পার্সোনাল লোন নেওয়া যেতেই পারে। কিংবা হঠাৎ কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে হাতে টাকার দরকার তখন তড়িঘড়ি করে পার্সোনাল লোন নেওয়া যেতে পারে। আজকের এই প্রতিবেদনে জানতে পারবেন এমন একটি জায়গা থেকে খুব সহজেই পাওয়া যেতে পারে ৫০০০০ টাকা পর্যন্ত লোন।

Advertisements

সকলের কাছেই আইডি প্রুভ হিসাবে থাকে প্যান কার্ড। এই প্যান কার্ড আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নথি। প্যান কার্ড এর সাহায্যে খুব সহজেই ৫০ হাজার টাকা পর্যন্ত পার্সোনাল লোন (Pan Card Loan) পাওয়া যেতে পারে। কিভাবে কাজে লাগাবেন এই প্যান কার্ডকে? ভারতের মতো দেশে প্যান কার্ডের গুরুত্ব অনেক বেশি। তবে প্যান কার্ডকে এমনভাবে ব্যবহার করতে পারেন যাতে অতি সহজেই আপনার দরকারি লোনটি পাস হয়ে যায়।

Advertisements

যদি দ্রুত লোনের দরকার পড়ে তাহলে প্যান কার্ড থেকে ৫০ হাজার টাকা লোনের (Pan Card Loan)আবেদন করতে পারেন। অতি দ্রুত তা পাস হয়ে যাবে। তবে লোন নিলেই হল না, তা পরিশোধও করতে হবে। প্যান কার্ড থেকে লোন নিলে শোধ করার জন্য যে মাসিক কিস্তি হবে সেটিও খুব একটা বেশি হবে না। অর্থাৎ লোন শোধ করার জন্য গ্রাহককে বাড়তি চাপ অনুভব করতে হবে না।

Advertisements

আরও পড়ুন:Aadhar Card Personal LoanAadhar Card Personal Loan: শুধুমাত্র আধার কার্ড থাকলেই তৎক্ষণাৎ পেয়ে যান ২ লক্ষ টাকার পার্সোনাল লোন

তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, প্যান কার্ড থেকে লোন (Pan Card Loan) নিতে গেলে সবার আগে নিজের ক্রেডিট স্কোরটি দেখে নিন। যখনই প্যান কার্ড থেকে লোন নেবেন একটি নির্দিষ্ট সংখ্যার লোনের জন্য আবেদন করুন এবং পাশাপাশি সেটি কত মাসে শোধ করবেন সেটাও উল্লেখ করবেন। বেশ কয়েকটি সুদের হার থাকবে তারমধ্যে নিজের পছন্দ করে সুদের হারটি বেছে নিন। কিরকম প্রসেসিং ফি দিতে হচ্ছে সেটিও খেয়াল রাখুন।

তবে একমাত্র ভারতীয় নাগরিক হলেই লোন সম্ভব। অবশ্যই বয়স হতে হবে ২১ থেকে ৫৮ বছরের মধ্যে। প্রতি মাসে আয় কত সেটাও দেখাতে হবে। আয় মাসে কমপক্ষে ১৫ হাজারের বেশি হতে হবে এবং ক্রেডিট স্কোর ৬০০-র বেশি হতে হবে। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে, যেখানেই নিজের লোনের আবেদন করুন না কেন সেখানকার নির্ভরতা ভাল করে দেখে নিন। তারপরই লোনের জন্য সেখানে আবেদন করবেন।

Advertisements