Lottery: কপাল জোরে লটারি পায় কিছু কিছু মানুষ, আবার এমন অনেক মানুষ আছে যারা হাজার চেষ্টা করেও লটারিতে টাকা জিততে পারে না। তবে আজকের এই প্রতিবেদনে এমন একটি অদ্ভুত কান্ডের কথা উল্লেখ করা হবে যেখানে লটারি জিতে যাওয়ার পরেও ফিরিয়ে দিতে হয় সেই টাকা। ২০১৯ সালের মার্চ মাসে, চিনের ঝেজিয়াং প্রদেশের নিংবোতে নামের একটি সংস্থা তাদের বর্ষশেষের পার্টির আয়োজন করেছিল। সেখানে কর্মীদের মধ্যে ৫০০-র বেশি লটারির টিকিট বিতরণ করা হয়। এখান থেকেই সূত্রপাত ঘটে ঘটনার।
লটারি (Lottery) কর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ বাড়িয়েছিল। একটি টিকিট সর্বোচ্চ পুরষ্কার-মূল্য ছিল ৬০ লক্ষ ইউয়ান (প্রায় ৭.১৪ কোটি টাকা)। কিন্তু হঠাৎ করে সংস্থাটি অনুরোধ করেছিল যে, লটারির বিজয়ীকে পুরস্কার ফেরৎ দিতে হবে। সংস্থাটি ঘোষণা করেছিল যে, বিজয়ীর অর্থ- লটারি প্রতিযোগিতার সকল অংশগ্রহণকারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।
যতই দিন এগিয়ে আসছে বসন্ত উৎসবের ততই চিনা সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাটি ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। এরমধ্যে অনেকেরই এটা দেখা হয়ে গেছে। তবে, অনেকেই মনে করছেন যে, লটারির (Lottery) টিকিট বিক্রি ক্রমশ কমতির দিকে। তাই এই বিষয়টির উপরে বারবার আলোকপাত করা হচ্ছে।
আরও পড়ুন:Malda: মাত্র ১৫০ টাকায় বদলে গেল জীবন, রীতিমতো আকাশ থেকে পড়লেন মালদার পরিযায়ী শ্রমিক
ওহিওর বাসিন্দা রজার্স সোর্স গত বছর বুধবারের পিক ৫ লটারির জন্য টিফিনে এন ওয়াশিংটন স্ট্রিটের পিট স্টপে টিকিট কিনেছিলেন। তিনি একটি অদ্ভুত সংখ্যার টিকিট বেছে নিয়েছিলেন (১-০-৮-২-২)। তারই অদ্ভুত সংখ্যা বেছে নেওয়ার জন্য তিনি জ্যাকপট লাভ করেছিলেন এবং ভারতীয় টাকায় প্রায় ৪১ লক্ষ জিতে নেন। কেন এমন সংখ্যা বেছে নিলেন তিনি? একটি প্রতিবেদনের মাধ্যমে জানা যায় যে, ওই সংখ্যাগুলি ছিল তার প্রয়াত জার্মান শেফার্ডের লাইসেন্স প্লেট নম্বর।
জ্যাকপট জেতার পর সোর্স আবিষ্কার করেন যে অদ্ভুত নম্বরগুলো তাকে বিজয়ী করেছে সেগুলো লাইসেন্স প্লেটের সঙ্গে মিলে গিয়েছে। ঘটনাটিতে তিনি অবাক হয়ে যান। তিনি অবাক হয়ে বলেন যে, তিনি পিক ৫-এর জন্য দু’টি সেট নম্বর খেলে এবং যে নম্বরটি জিতেছে তা আসলে তার জার্মান শেফার্ডের লাইসেন্স প্লেট নম্বর। তবে সেই জার্মান শেফার্ড বর্তমানে জীবিত নেই। লটারি জেতার এই অদ্ভুত ঘটনা প্রসঙ্গে তিনি বলেছেন যে, টিভিতে লটারি (Lottery) দেখার সময় তিনি এই নম্বরগুলোকে দেখেন। যখন তিনি বুঝতে পারেন এটি তার মৃত জার্মান শেফার্ডের নম্বর এবং এতেই তিনি জ্যাকপট জিতেছেন তিনি রীতিমতো অবাক হয়ে যান। তার কাছে পুরো বিষয়টি সত্যি বিস্ময়কর ছিল।