ICDS Workers: রাজ্য কর্মীদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর, আশাকর্মীদের মোবাইল দেবে রাজ্য সরকার

Prosun Kanti Das

Published on:

Advertisements

ICDS Workers: আসন্ন ২০২৬ সালে রয়েছে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে গদি দখলে ইতিমধ্যেই কোমর বেঁধে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে ভিন্ন দল। আর এই আবহেই মুর্শিদাবাদ জেলা সফরে গিয়ে রাজ্য কর্মীদের জন্য খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যবাসীর জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের মাননীয়া। কি সেই খুশির খবর? রাজ্যের কোন পদের কর্মীদের জন্য সুবিধা চালু করল?

Advertisements

সম্প্রতি মুর্শিদাবাদ জেলা সফরে যান মাননীয়া মমতা ব্যানার্জি। আর সেখানে গিয়ে লালবাগ প্রশাসনিক সভা থেকে রাজ্যবাসীর জন্য একাধিক সুখবর ঘোষণা করেন তিনি। আর তার মধ্যে একটি ঘোষণা হলো মোবাইল ফোন। মাননীয়া জানান রাজ্যের বিশেষ কিছু কর্মীদের (ICDS Workers) জন্য মোবাইল ফোন দেবে রাজ্য সরকার। ইতিমধ্যেই টেন্ডার পাস হয়ে গিয়েছে। চলছে ফোন কেনার প্রক্রিয়া। কাদের জন্য এই বিশেষ সুবিধা?

Advertisements

মাননীয়া জানিয়েছেন, রাজ্যের অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের কাজের জন্য মোবাইল ফোন দরকার। যার মাধ্যমে খুব সহজেই খবরা-খবর জানা যাবে। তাই আইসিডিএস এবং আশাকর্মীদের (ICDS Workers) ফোন দেবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। কবে থেকে ফোন দেওয়া হবে কর্মীদের? এ বিষয়ে মাননীয়া জানিয়েছেন, আশাকর্মীদের জন্য ফোন কেনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ফোন কেনা হয়ে গেলেই দেওয়া চালু হয়ে যাবে। অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মীদের এই টেন্ডারের প্রক্রিয়াকরণ চলছে। তবে তাদের খুব শীঘ্রই দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মাননীয়া।

Advertisements

আরও পড়ুন:Shasya BimaShasya Bima: কৃষকদের জন্য দারুণ খবর, রাজ্যের সব চাষীদের সুবিধা দিতে বড় পদক্ষেপ রাজ্যের

তবে এখানেই শেষ নয়, এই সভা থেকেই তিনি রাজ্যবাসীকে পূর্বে দেওয়া কথা অনুযায়ী ১১২ টি প্রকল্পের উদ্বোধন করেন। যার জন্য খরচ করেন ৩৫২ কোটি টাকা। এর পাশাপাশি তিনি এও জানান, আগামী ২৪শে জানুয়ারি থেকে মুর্শিদাবাদে শুরু হবে দুয়ারে সরকার প্রকল্প। যেখানে সাধারণদের জন্য থাকবে ৩৭টি প্রকল্প। চলবে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত। যা ২৮শে ফেব্রুয়ারির মধ্যেই রাজ্য স্বীকৃতি দেওয়া হবে।

পাশাপাশি এদিন লালবাগ প্রশাসনিক সভায় বক্তব্য চলাকালীন সময়ে ওঠে গঙ্গার ভাঙন সমস্যার কথা। সেই বিষয়েও মুখ্যমন্ত্রী বলেন, ভাঙন রোধের জন্য রাজ্য সরকার তরফে ৪০০ কোটি টাকা দেওয়া হয়েছে। কেন্দ্র তরফে কোনো অর্থ দেওয়া হচ্ছে না। তবে এদিন রাজ্য উন্নয়নের বার্তা দেওয়ার পাশাপাশি সকলকে এক জোট হয়ে একসাথে মিলেমিশে থাকার বার্তাও দেন রাজ্যের মাননীয়া।

Advertisements