Rules For Jagannath Darshan: জগন্নাথ দর্শনে নতুন নিয়ম, পুরীর মন্দির নিয়ে নয়া বিধিনিষেধ প্রশাসনের

Prosun Kanti Das

Published on:

Advertisements

Rules For Jagannath Darshan: হিন্দুধর্মের মানুষের অন্যতম তীর্থস্থান হল পুরীর জগন্নাথ মন্দির। সম্প্রতি পুরীর জগন্নাথ মন্দিরে বিগ্রহ দর্শনের নিয়মে আনা হচ্ছে কিছু পরিবর্তন। এমনকি বদলাচ্ছে পদ্ধতিও। ওড়িশার পুরী জগন্নাথ মন্দিরে সবসময় ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। দূর-দূরান্ত থেকে প্রতিদিন লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসেন জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীকে দর্শন করতে। মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, মন্দিরে দর্শনার্থীদের ভিড় সামলাতে নতুন নিয়ম চালু করা হবে। কোন দর্শনার্থীকে আর ভিড় ঠেলে বিগ্রহ দর্শন করতে হবে না। প্রত্যেকে সারিবদ্ধভাবে মন্দিরে বিগ্রহ দর্শন করতে পারবেন। কবে থেকে চালু হচ্ছে এই নতুন নিয়ম?

Advertisements

দর্শনের নিয়মে পরিবর্তন (Rules For Jagannath Darshan) আনা হচ্ছে ১লা ফেব্রুয়ারি থেকে। কি পরিবর্তন আনা হচ্ছে জানেন কি তা? জানুয়ারি মাস থেকেই এই নিয়ম চালু হওয়ার কথা ছিল। কিন্ত সময়ের পরিবর্তন করে তা আগামী ১লা ফেব্রুয়ারি থেকে চালু হবে। আগামী ১লা ফেব্রুয়ারি থেকে লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। মোট ৬টি লাইন থাকবে পুরীর জগন্নাথ মন্দিরে।

Advertisements

কর্তৃপক্ষ অবশ্য জানিয়ে দিয়েছে যে, নতুন নিয়ম অনুসারে (Rules For Jagannath Darshan) সাধারণ ভক্তেরা চাইলে মন্দিরে প্রবেশের জন্য যেকোন পথ ব্যবহার করতে পারবে না। পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের জন্য নির্দিষ্ট চারটি পথ রয়েছে, তার মধ্যে একমাত্র সিংহদ্বার দিয়ে প্রবেশ করতে হবে। বাকি তিনটি পথ ব্যবহার করা হবে শুধুমাত্র বেরোনোর জন্য। দর্শনের জন্য মোট ছ’টি সারি রাখা হচ্ছে। একটি সারি মহিলা এবং শিশুদের জন্য। একটি সারি বিশেষভাবে সক্ষমদের জন্য। একটি সারি প্রবীণদের জন্য। বাকি তিনটি সারি থাকবে পুরুষদের জন্য।

Advertisements

আরও পড়ুন:Bharat Gaurav ExpressBharat Gaurav Express: মহাকুম্ভ যাত্রার জন্য কলকাতা থেকে বিশেষ ভারত গৌরব ট্রেন, ছাড়বে ২০শে ফেব্রুয়ারি

মন্দিরের প্রধান প্রশাসক অরবিন্দ পাড়হী এই বিষয়ে বলেছেন যে, প্রভুর দর্শনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে মন্দিরের পক্ষ থেকে। ওড়িশা ব্রিজ অ্যান্ড কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড এই কাজ করছে। এই নতুন ব্যবস্থা কেমন হতে চলেছে, পুণ্যার্থীরা কীভাবে ভেতরে প্রবেশ করবেন? সবই জানা যাবে ১লা ফেব্রুয়ারি থেকে। তবে বিগ্রহ দর্শনের ভক্তদের আর কোনোরকম সমস্যা হবে না।

অন্যদিকে, জোরকদমে চলছে পুরীর মন্দিরের রত্নভাণ্ডারের কাজও। তবে সেই কাজের উপর কোনও প্রভাব পড়বে না এমনটাই জানানো হয়েছে। আগামী তিনমাসের মধ্যে রত্নভাণ্ডারের কাজ সম্পূর্ণ হবে বলে জানান হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে।

Advertisements