Salary Of Donald Trump: বিশ্ব ইতিহাসে আবারো নজির স্থাপন করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ফৌজদারি মামলা ঘাড়ে নিয়ে দ্বিতীয়বারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। গত ২০শে জানুয়ারি ছিল তার শপথ গ্রহন অনুষ্ঠান। গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে তার দিকেই। সকলেই জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র হল বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যে একটি। স্বাভাবিকভাবেই এমন দেশের রাষ্ট্রপ্রধানের ক্ষমতাও হবে অনেক বেশি। যার এত ক্ষমতা তার বেতন কত হতে পারে কখনো ভেবে দেখেছেন কি?
আমেরিকার মতো শক্তিশালী দেশের প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের বেতন (Salary Of Donald Trump) কত হতে পারে? পাশাপাশি তিনি কোন কোন বিষয়ের সুবিধা লাভ করেন এই পদমর্যাদার জন্য? গোটা বিশ্ব নিশ্চয়ই কৌতূহলী এইসব বিষয়গুলো জানার জন্য। এছাড়া যারা সাধারন জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে চান তারা এইসব অজানা প্রশ্নের উত্তর সম্পর্কে অবশ্যই জানার চেষ্টা করবেন। আজকের প্রতিবেদনটি পড়লে তবেই জানতে পারবেন এইসব অজানা তথ্য।
আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের মাসিক বেতন (Salary Of Donald Trump) হলো ৪০০,০০০ ডলার। ভারতীয় মুদ্রায় এর মূল্য হলো ৩.৪৬ কোটি টাকা। আরো বিশেষ কিছু সুবিধা পাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বেতন ছাড়াও ডোনাল্ড ট্রাম্প বিশেষ ভাতা পান। তিনি ভাতা বাবদ ১, ৬৯০০০ ডলার পান অর্থাৎ ভারতীয় মূল্য হিসেবে ১.৪৬ কোটি টাকা।
আরও পড়ুন:YouTuber beaten by Sadhu: কুম্ভমেলায় সাধুর সাথে দেখা করতে এসে মার খেলেন ইউটিউবার, ভাইরাল হল ভিডিও
জানলে অবাক হয়ে যাবেন যে মার্কিন প্রেসিডেন্ট ঘুরতে যাওয়ার জন্য বিশেষ ভাতা লাভ করেন। ডোনাল্ড ট্রাম্প ঘুরতে যাওয়ার জন্য ১০০,০০০ ডলার এবং পার্টি করার জন্য ১৯,০০০ ডলার লাভ করে থাকেন। যেহেতু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাই হোয়াইট হাউসে একেবারে নিখরচায় থাকার সুবিধাও লাভ করবেন তিনি। হোয়াইট হাউস যাতে পছন্দ মত সাজিয়ে রাখতে পারেন তার জন্য তাকে দেওয়া হবে ১০০,০০০ ডলার।
পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প পাবেন মেরিন ওয়ান এবং এয়ার ফোর্স ওয়ানে চড়ার সুবিধা। প্রেসিডেন্ট এর জন্য তৈরি বিশেষ গাড়ি করেই যাতায়াত করবেন তিনি। ট্রাম্পের জন্য তৈরি এই গাড়ির নাম হল দ্য বিস্ট। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে শুধুমাত্র বেশি পরিমাণ বেতন (Salary Of Donald Trump) নয় অন্যান্য অনেক সুবিধাই লাভ করবেন ডোনাল্ড ট্রাম্প। যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারেন না।