Kolkata Metro: নতুন বছরে মেট্রো বাড়াচ্ছে পরিষেবা, সুখবর যাত্রীদের জন্য

Prosun Kanti Das

Published on:

Advertisements

Kolkata Metro: তিলোত্তমানগরীর পরিবহন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছে কলকাতা মেট্রো। গোটা শহরে শিরা উপশিরার মত ছড়িয়ে রয়েছে এই মেট্রো। আপাতত কলকাতা মেট্রো বিশেষ কিছু জায়গার ট্রায়াল রান শেষ। নতুন বছরে মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে বাড়তে পারে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যে মেট্রোর সংখ্যা। বৃহস্পতিবার থেকে আগের মতো ১৩০টি মেট্রো চলবে। এমনকি মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে, দুটি পরিষেবার মধ্যে সময়ের ব্যবধানও কমবে।

Advertisements

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে আগে ১৩০টি মেট্রো (Kolkata Metro) চলাচল করত। তবে সুড়ঙ্গের কাজ চলছিল বলে মেট্রোর সংখ্যা আগের থেকে কমিয়ে আনা হয় ১১৪। দুটি মেট্রোর সময়ের ব্যবধানও অনেকটা ছিল। কিন্তু ফের বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে এরফলে সুবিধা হবে।

Advertisements

মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro) ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বেশ কিছুদিন ধরেই চলছিল সুড়ঙ্গের কাজ। সেই কারনেই হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যে ১১৪টি পরিষেবা চলছিল। কিন্তু এখন শেষ হয়ে গেছে প্রথম ট্রায়াল রান। ট্রায়াল রান সফল হওয়ার জন্যই মেট্রোর সংখ্যা ফের বেড়ে হচ্ছে ১৩০। সকাল ৭টায় প্রথম মেট্রো ছাড়বে হাওড়া ময়দান ও এসপ্ল্যানড থেকে এবং রাত ৯টা ৪৫ মিনিটে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড থেকে শেষ মেট্রো ছাড়বে।

Advertisements

আরও পড়ুন:Howrah-Sector V MetroHowrah-Sector V Metro: বউবাজারের নিচ দিয়ে ছুটল মেট্রো, কবে থেকে চলবে হাওড়া টু সেক্টর ফাইভ মেট্রো

সাধারণত দিনের সবথেকে ব্যস্ত সময় হলো সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত। সেই সময় ১২ মিনিট অন্তর মেট্রো পাবেন হাওড়া ও এসপ্ল্যানেডের মধ্যে যাতায়াতকারী যাত্রীরা। দিনের অন্য সময়ে দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান থাকবে ১৫ মিনিট। যাত্রীদের জন্য আরও সুখবর হলো রবিবারও এই লাইনে মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে। যেখানে ৪৬টি মেট্রো চলছে সেখানে এবার থেকে চলবে ৬২টি মেট্রো। রবিবার দুপুর ২টা ১৫ মিনিট থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রায় দেড়মাস বন্ধ থাকবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী মেট্রো (Kolkata Metro) তাও সিগন্যাল ব্যবস্থা বদলানোর জন্য। একইরকমভাবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোও বন্ধ থাকবে। ৮ই ফেব্রুয়ারি থেকে ২৩শে মার্চ পর্যন্ত মেট্রো চলাচলা বন্ধ থাকবে এই দুটি রুটে। কলকাতা মেট্রো পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, হাওড়া ময়দান থেকে দ্রুত সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা শুরুর জন্য আপাতত দেড় মাস এই লাইনে মেট্রো পরিষেবা বন্ধ রাখতে হবে।

Advertisements