Sana Ganguly: সৌরভের মেয়ে সানা কোথায় কাজ করছে জানেন? কত টাকা স্যালারি পাচ্ছে সানা?

Prosun Kanti Das

Published on:

Advertisements

Sana Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায় হল ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটারদের মধ্যে একজন। ভারতীয় ক্রিকেটে তিনি পরিচিত ‘ মহারাজা’, ‘বেঙ্গল টাইগার’, ‘দাদা’ এবং ‘লর্ড অফ দ্য অফসাইড’ এই একাধিক নামে। তার উজ্জ্বল ক্রিকেট কেরিয়ার সত্যিই স্মরণীয়। বাঁ-হাতি এই ব্যাটসম্যান ১১৩ টেস্টে ৭২১২ রান এবং ৩১১ ওডিআই ম্যাচে ১১,৩৬৩ রান করেছেন। তাঁর নেতৃত্বে, ভারতীয় দল ২০০২ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০০৪ এশিয়া কাপ জিতেছে।

Advertisements

তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে তার বাবার মত বেছে নেয়নি ক্রিকেটের কেরিয়ার। বাবার মতো সফল ক্রিকেটার না হওয়া সত্বেও মাত্র ২৩ বছরেই কেরিয়ারে দারুণ ছাপ ফেলেছেন সানা গঙ্গোপাধ্যায়৷ সূত্র মারফত জানা গেছে যে, সানা গঙ্গোপাধ্যায় (Sana Ganguly) কনসালট্যান্ট হিসেবে লক্ষ-লক্ষ টাকা আয় করেন বর্তমানে। তিনি প্রায় এক বছরেরও বেশি সময় ধরে Enactus-এ কাজ করার পর, ICICI-এ ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে যোগ দেন। সানা মাত্র পাঁচ মাস ICICI তে ছিলেন, তারপরে তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডনে গবেষক হিসেবে ইন্টার্নশিপ করেছিলেন।

Advertisements

এছাড়াও সানা গঙ্গোপাধ্যায় (Sana Ganguly) কাজ করেছেন ব্যবসায়িক জগতে একাধিক বিশাল বড় সংস্থার সঙ্গে। চলতি বছরে কোথায় কাজ করছেন সানা? কতই বা বেতন সৌরভ কন্যার? ২০২৪ সালে সানা INNOVERV-এ একজন পরামর্শক হিসেবে কাজ করছেন। পরের বছর অর্থাৎ ২০২৫ সালে সানা INNOVERV-এ একজন কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন। একটি প্রতিবেদনের মাধ্যমে জানা যাচ্ছে যে, সানা গঙ্গোপাধ্যায় PwC এবং Deloitte-এ ইন্টার্নশিপ করেছেন, যার ইন্টার্নশিপ প্যাকেজ ২০ লক্ষ টাকা প্রতি বছর, থেকে ৩০ লক্ষ টাকা প্রতি বছর৷

Advertisements

আরও পড়ুন:Sehwag-AartiSehwag-Aarti: দুই দশকের সম্পর্কে ইতি টানতে চলেছেন শেহওয়াগ-আরতি? নেপথ্যে কারণ কি?

সানা গঙ্গোপাধ্যায় নিজের কেরিয়ারের শুরু থেকেই হাই প্রোফাইল সংস্থায় কাজ করে এসেছেন। বর্তমানে INNOVERV-এর মতো একটি নামী সংস্থায় কর্মরত তিনি৷ সানার ভবিষ্যৎবাণী করলে জানতে পারা যাবে যে এত অল্প বয়সে তিনি কিভাবে এতটা সফলতা অর্জন করেছেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করেছেন। ভারতীয় ক্রিকেট জগতের প্রথম সারির ক্রিকেটারের কন্যা হওয়া সত্ত্বেও নিজের পরিচয় তিনি নিজের দক্ষতাতেই বানিয়েছেন। তবে ব্যক্তিগত জীবনকে সকলের সামনে আনা একদমই পছন্দ করেন না সানা গঙ্গোপাধ্যায়। তরুণ ডিভা ইনস্টাগ্রামে একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে এবং তাঁর কেরিয়ারে উন্নতির জন্য তিনি খুবই মনোযোগী৷

সানা (Sana Ganguly) তাঁর মা, ডোনা গঙ্গোপাধ্যায়ের মতো একজন প্রশিক্ষিত ওডিসি নৃত্যশিল্পীও। মায়ের মত সুদক্ষ নৃত্য প্রতিভাও তার মধ্যে রয়েছে। ওয়াকিবহাল মহলের ধারণা সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের কন্যা সানা গঙ্গোপাধ্যায়ের কর্পোরেট জগতে তাঁর চিহ্ন রাখবেন।

Advertisements