Kolkata Metro: নতুনরূপে সেজে উঠছে কলকাতা মেট্রো, MR-504 এবং MR-512 ‘ডালিয়ান রেক’ ঢুকল নোয়াপাড়ায়

Prosun Kanti Das

Published on:

Advertisements

Kolkata Metro: কলকাতা শহরের পরিবহন ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে কলকাতা মেট্রো। দিনকে দিন যেভাবে আধুনিক প্রযুক্তির উপর নির্ভর করে নিজেকে উন্নত করছে মেট্রো তা সত্যি তাক লেগে যাওয়ার মত। মেট্রোর জন্য এল আরও দুটি নতুন রেক। বৃহস্পতিবার নোয়াপাড়া কারশেডে পৌঁছল MR-504 এবং MR- 512 দুটি রেক। এই রেকগুলো ডালিয়ান রেক নামে পরিচিত। এই রেকগুলি বিশ্ব দরপত্রের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে গত ১৪ই জানুয়ারি এবং গত ১২ জানুয়ারি একটি জাহাজে (ভায়োলেট এস) শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে পৌঁছয় রেকগুলি।

Advertisements

রেকগুলোকে ডিজেল ইঞ্জিনের সাহায্যে নোয়াপাড়া কারশেডে পাঠানো হয়। মোট ১৬টি কোচ জাহাজ থেকে নামানো হয়। বর্তমানে কলকাতা মেট্রোয় (Kolkata Metro) চলাচল করে মোট ৩টি ডালিয়ান রেক। পরীক্ষা-নিরীক্ষার পর যাত্রী পরিষেবার জন্য নামানো হবে সেগুলি। আজকের প্রতিবেদনে জেনে নিন বিস্তারিতভাবে।

Advertisements

দাবি করা হয়েছে যে, নতুন রেকগুলি যাত্রীদের জন্য অত্যন্ত আরামদায়ক হবে। এছাড়াও এতে থাকছে অত্যাধুনিক বিশেষ বৈশিষ্ট্যও। নতুন রেকগুলির (Kolkata Metro) দরজা অনেক চওড়া। যে রেকগুলি বর্তমানে চলাচল করছে তার তুলনায় ১৯০ মিলিমিটার চওড়া এই নতুন রেকের দরজা। এমনকি যাত্রীদের বসার জায়গা আগের থেকে অনেক বেশি উন্নত। পাশাপাশি রয়েছে উন্নত এয়ার কন্ডিশনার সিস্টেম, শব্দ কমানোর ব্যবস্থা। রেলের মধ্যে ব্যবহৃত আলো চোখের জন্য অত্যন্ত আরামদায়ক। নিম্নে কিছু বৈশিষ্ট্য আলোচনা করা হলো –

Advertisements

আরও পড়ুন:Kolkata MetroKolkata Metro: নতুন বছরে মেট্রো বাড়াচ্ছে পরিষেবা, সুখবর যাত্রীদের জন্য

  • থাকছে উন্নত এয়ার ডিফিউজার, উচ্চ ক্ষমতাসম্পন্ন এসি।
  • ছোট এবং মসৃণ অ্যালার্ম ডিভাইস রাখা থাকবে কোচে।
  • হুইল চেয়ার পার্কিং-এর সুবিধা থাকছে।
  • বহুবর্ণের বহুভাষিক ডিসপ্লে বোর্ড থাকবে, এরফলে যাত্রীদের কোন নাম বুঝতে অসুবিধা হবে না।
  • এই রেকে (Kolkata Metro) Dalianরয়েছে রেইন ওয়াটার চ্যানেল, স্টেইনলেস স্টিলের বডি।
  • সাইড স্টপার সহ উন্নত ডোর চ্যানেল।
  • দরজা যেহেতু চওড়া থাকবে, তাই যাত্রীদের ওঠানামা করতে কোন অসুবিধা হবে না।
  • এমনকি যাত্রীরা কোনরকম ঝাঁকুনি অনুভব করতে পারবেন না।
  • কোচের অভ্যন্তরে সিসিটিভি কভারেজ থাকবে।
  • প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বসার জায়গা আরও বাড়ানো হচ্ছে।

সুরক্ষার কথা মাথায় রেখে এই সব রেকে থাকছে বিশেষ কিছু বৈশিষ্ট্য। কোনও কারণে আটকে পড়লে যাত্রীদের উদ্ধারে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য রয়েছে চওড়া ইভাকুয়েশন ডোর, ইভাকুয়েশন র‌্যাম্প। এছাড়াও থাকতে উন্নত মানের অগ্নি নির্বাপক ব্যবস্থাও।

Advertisements