Shivkhola: সরকারি কাজকর্মে টানা ছুটি পাওয়া গেলেও বেসরকারি কর্মক্ষেত্রে টানা ছুটি পাওয়া বেশ মুশকিলের। যার ফলে অনেকেরই ঘুরতে যাওয়ার মন হলেও ছুটির অভাবে পাহাড়, সমুদ্র কিংবা চা বাগানে ঘুরতে যেতে পারে না। তবে চিন্তা নেই, লাগবেনা একটানা অনেক দিনের ছুটি। দু-একদিনের ছুটি পেলেই উপভোগ করা যাবে পাহাড়, নদী, চা বাগান একসাথে। কোথায় সেই জায়গা? সেখানে কিভাবে যাওয়া যাবে? কি কি রয়েছে? ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে অবশ্যই জেনে নিন।
আজকের এই প্রতিবেদনে যে দুর্দান্ত পাহাড়ি গ্রামটির কথা বলা হচ্ছে তা হল শিবখোলা (Shivkhola)। মূলত বহু ভ্রমণপ্রেমী মানুষরা এই স্বর্গরাজ্যের উপর দিয়েই চলে যান ডুয়ার্স কিংবা পাহাড়ে। অনেকের কাছেই অজানা এই পাহাড়ি গ্রাম। তবে বর্তমানে বেশ কিছু পর্যটকদের কাছে এই অফবিট ডেস্টিনেশনগুলি বেশ মন কাড়ছে। তাই আপনিও চাইলে দু-একদিনের জন্য নিরিবিলি সময় কাটাতে পৌঁছে যেতে পারেন শিবখোলা গ্রামে। কি কি উপভোগ করা যাবে এখানে?
শিলিগুড়ির এই শিবখোলা গ্রামে রয়েছে স্বর্গের ছোঁয়া। প্রকৃতির চাদরে মোড়া এই দুর্দান্ত স্থানে রয়েছে খরস্রতা নদী, ছোট-বড় পাথরের উপর দিয়ে বয়ে চলা জলধারা বেশ দেখার মতো। এছাড়াও এই গ্রামে এলে নিরিবিলি পরিবেশে শোনা যায় পাখিদের কাকলি কুজন, নদী পারাপার করার জন্য রয়েছে বাঁশের সেতু। কাছের মানুষ হোক বা পরিবারের লোক নিয়ে নিরিবিলি সময় কাটানোর জন্য দুর্দান্ত জায়গায় এটি। এই শিবখোলা গ্রামে পাহাড়, নদী, সেপাইধুরা চা বাগান উপভোগ করার পাশাপাশি পর্যটকদের জন্য রয়েছে অ্যাডভেঞ্চার ক্যাম্প। যেখান থেকে পাখি দেখানো, বাঁশি বাজিয়ে চলা ট্রয় ট্রেন দেখা এবং ট্রাকিংয়ের ব্যবস্থা রয়েছে। অনেকে আবার এখানে চড়ুইভাতি করতেও আসে। রয়েছে হাতেগোনা দু একটা দোকান। এছাড়াও এখানে এলে দর্শন করতে পারবেন প্রাচীন শিব মন্দির। যা বড় বড় ঘন্টা, পতাকা দিয়ে বেষ্টিত।
আরও পড়ুন: সস্তায় মন ফুরফুরে করতে বেরিয়ে আসুন রংবুল, লাগবে না বাচ্চার খরচ, রয়েছে দুর্দান্ত ব্যবস্থা
তবে এই গ্রামের নাম নিয়েও রয়েছে নানান মানুষের নানান মত। কেউ কেউ বলেন, এই স্থানে প্রাচীন শিব মন্দির রয়েছে আর সেখান থেকেই এই গ্রামের নাম হয় শিবখোলা। আবার কারো কারো কথায় শোনা যায়, পাহাড়ি অঞ্চলে খোলা বলতে বোঝায় নদী। আর যেহেতু এই গ্রামের উপর দিয়ে নদী বয়ে চলে সেখান থেকেই এই গ্রামের নাম হয় শিবখোলা (Shivkhola) পাহাড়ি গ্রাম। কলকাতা থেকে খুব দূরে নয়। রয়েছে থাকা-খাওয়ার সু বন্দোবস্ত।
কিভাবে পৌঁছানো যাবে শিলিগুড়ির এই শিবখোলা গ্রামে? হাতে দু-দিনের সময় নিয়ে আসলেই দুর্দান্ত ভাবে ঘোরা যাবে শিবখোলা গ্রাম। এক্ষেত্রে রাত্রিবেলা হাওড়া কিংবা শিয়ালদহ থেকে ট্রেন ধরে পরের দিন সকালেই পৌঁছে যাওয়া যাবে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশন। সেখান থেকে শিবখোলা (Shivkhola) রুটের যে কোনো গাড়ি ধরে দুই ঘন্টা অতিক্রম করলেই পৌঁছানো যাবে পাহাড়ি গ্রামে। সেই দিনটা শিবখোলায় কাটিয়ে পরের দিন সন্ধ্যার ট্রেনে করে একই রুটে ফিরে আসা যাবে কলকাতায়। ফলে কম দিনে স্বর্গরাজ্য উপভোগ করতে চাইলে শিবখোলো গ্রাম উপযুক্ত। শিলিগুড়ি থেকে রংটং হয়ে পৌঁছাতে হয়। আবার কেউ বেশি সময় নিয়ে ঘুরতে গেলে শিবখোলা হয়ে দার্জিলিং ঘুরে আসা যায়।