Union Budget 2025: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সম্প্রতি পেশ করেছেন চলতি বছরের বাজেট। অর্থমন্ত্রীর পেশ করা বাজেট আদৌ কতটা ফলপ্রসু হবে সাধারণ মধ্যবিত্তের জন্য? বাজেটে নেওয়া হয়েছে একাধিক বড় সিদ্ধান্ত যার ফলে খবর পেতে পারে সাধারণ মানুষ এবং বিশেষ করে মধ্যবিত্তরা। কিছু কিছু পণ্যের দাম যেমন কমেছে তেমনি বেড়েছে বহু পণ্যের দাম। একনজরে দেখে নিন সেই তালিকা। নির্মলা সীতারামন ইতিমধ্যেই বাজেটে ঘোষণা করেছেন যে, ক্যানসার ও অন্যান্য গুরুতর রোগের চিকিৎসায় ব্যবহৃত ৩৬টি গুরুত্বপূর্ণ ওষুধের ওপর থেকে শুল্ক তুলে নেওয়া হয়েছে। ওষুধের দাম কমতে চলেছে এবং রোগীদের জন্য এটি অত্যন্ত সুখবর।
এছাড়াও দেশীয় পোশাকের দাম কমানোর জন্য শুল্ক ছাড় দেওয়া হয়েছে। সাধারণ মানুষ খুব কম খরচেই দেশীয় পোশাক পরতে পারবেন। মধ্যবিত্ত মানুষের কাছে এর থেকে বড় সুবিধা আর কিছু হতে পারে না। সরকার শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন মোবাইল ফোনের দাম কমানোর জন্যও। লিথিয়াম ব্যাটারি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজের উপর শুল্ক কমানোর ফলে, মোবাইল ফোনের দাম কমবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বাজেট (Union Budget 2025) ঘোষণা করেছেন সেটা অনুযায়ী, কমে যাবে LCD এবং LED টিভির দাম। শুল্ক ছাড়ের ফলে, নতুন প্রযুক্তিসম্পন্ন আধুনিক টিভি এখন সাধারণ মানুষ কিনতে পারবেন কম দামে। চামড়াজাত দ্রব্যের ওপর শুল্ক কমানো হয়েছে। চামড়ার জিনিসের দাম কমলে মানুষের পক্ষে অত্যন্ত ভালো হয়।
আরও পড়ুন: এই ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের উপর দিচ্ছে সব থেকে বেশি সুদ
এছাড়াও বাজেটে (Union Budget 2025) ঘোষণা করা হয়েছে যে, বৈদ্যুতিক গাড়ির উপর শুল্ক ছাড় দেওয়া হবে। বৈদ্যুতিক গাড়ির দাম যদি কমে তাহলে পরিবেশবান্ধব যানবাহন ব্যবহার আরও সহজ হবে। এছাড়াও শুল্কে ছাড় দেওয়া হবে ফ্রোজেন ফিশ ও বরফজাত মাছের উপর। যার ফলে এই ধরনের মাছের দাম আগের থেকে অনেক কমে যাবে। সাধারণ মানুষ আগের থেকে অনেক বেশি নিশ্চিন্তে থাকতে পারবেন এরফলে। কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমলে স্বস্তির নিঃশ্বাস ফেলবে আমজনতা। অন্যদিকে, ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লের উপর শুল্ক বাড়ানো হয়েছে। বেসিক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে, যা কিছু নির্দিষ্ট পণ্য দাম বাড়ানোর কারণ হতে পারে।
চলতি বছরের বাজেটে (Union Budget 2025) কেন্দ্রীয় অর্থমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন দেশের জনগণের জন্য। কিছু গুরুত্বপূর্ণ ক্যানসার ও জীবনদায়ী ওষুধের দাম কমানো, মোবাইল ফোন, LCD এবং LED টিভির দাম কমানো, দেশীয় পোশাকের দাম কমানো সহ একাধিক সুখবর রয়েছে। পাশাপাশি কিছু কিছু পণ্যের দাম বাড়তে চলেছে এই বাজেটে। মধ্যবিত্ত মানুষের জন্য এই বাজেট অত্যন্ত সুবিধাজনক। আশা করা যাচ্ছে মানুষের জীবনযাত্রায় এর প্রভাব পড়বে ইতিবাচকভাবেই।