Udit Narayan: মহিলা অনুরাগীদের সঙ্গে অভব্য আচরণ, ভিডিও ভাইরাল হতেই বিতর্কে উদিত নারায়ণ

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Udit Narayan: নতুন এক বিতর্কে জড়িয়ে পড়লেন জনপ্রিয় সংগীত শিল্পী উদিত নারায়ন। প্রকাশ্য এক গানের অনুষ্ঠানের মঞ্চে মহিলা অনুরাগীর ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন খেলেন এই শিল্পী। তীব্র নিন্দা সম্মুখীন হতে হল ৭০ ছুঁইছুঁই গায়ককে। কিন্তু সমালোচনাতে যদিও গায়কের কিছুই যায় আসে না। তার কথায় তিনি কোনোরকম খারাপ আচরণ করেন নি। অনুরাগীদের সঙ্গে যেমনটা আচরণ করা উচিত তিনি তেমনি করেছেন।

Advertisements

উদিত নারায়ণের (Udit Narayan)বেশকিছু ভিডিও প্রকাশ্যে এসেছে, যাতে তিনি একটি সংগীত অনুষ্ঠানে গান করছিলেন। ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, এক মহিলা অনুরাগী উদিতের গালে চুমু দিতে এগিয়ে যাচ্ছেন। কিন্তু ঘাড় ঘুরিয়ে ওই মহিলার ঠোঁটে চুম্বন করেন উদিত। অন্য আরেক জায়গায় এক মহিলা তাকে আলিঙ্গন করতে যান। ওই মহিলাকে জড়িয়ে সরাসরি ঠোঁটে চুম্বন করেন উদিত। (Bollywood News)

Advertisements

নেটিজেনরা ভিডিওটি সামনে আসতেই নানাভাবে সমালোচনার ঝড় তোলে। তবে কোনরকম সমালোচনা কানে তুলতে চাননি এই গায়ক। তাঁর বক্তব্য, অনুরাগীরা অনেক সময় নানারকম পাগলামি করেন। কিন্তু তিনি যথেষ্ট ভদ্রলোক তিনি কখনোই বাজে কোন কাজ করেননি। অনেকেই এতে উৎসাহও জোগান। এভাবেই ভালবাসা দেখান কেউ কেউ। এ নিয়ে এত বাড়াবাড়ির কোন কারণ নেই।

Advertisements

আরও পড়ুন: স্টেজের ওপর চলছে অরিজিৎ সিং-এর কনসার্ট, দর্শকাসন থেকে এ কী ছোড়া হল

উদিত নারায়ণ (Udit Narayan) আরো বলেন যে, যেকোনো সংগীত অনুষ্ঠানে প্রচুর মানুষ থাকেন এবং পাশাপাশি তার দেহরক্ষীরাও থাকে। কিন্তু সাক্ষাতের সুযোগ হাতছাড়া করতে চান না অনুরাগীরা। কেউ করমর্দনের জন্য হাত বাড়িয়ে দেন, কেউ হাতে চুমু দেন। সবকিছুই হলো অনুগামীদের উন্মাদনা। বিষয়টিকে এত গুরুত্ব দেওয়ার কিছুই হয়নি। গায়ক যতই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন সমালোচনার ঝড় কিন্তু থামেনি। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে ওই ভিডিও-য়। কেউ কেউ উদিতকেই কাঠগড়ায় তুলেছেন। মহিলারা তাকে আলিঙ্গন করতে এসেছিল কিন্তু উদিতই এগিয়ে এসে চুম্বন করেন। তাঁর লজ্জা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অনেকেই। উদিতকে ‘বিকৃত মস্তিষ্কে’র বলেও কটাক্ষ করেছেন কেউ কেউ।

যদিও এই জনপ্রিয় গায়ক বলেছেন তাকে বদনাম করার জন্য এই ধরনের কুৎসা ছড়ানো হচ্ছে। তাঁর (Udit Narayan) কথায়, সবাই জানে তিনি একজন পারিবারিক মানুষ। তার ছেলে আদিত্য চুপচাপ থাকতেই পছন্দ করেন। কোনও বিতর্কে জড়ায় না। অনেকেরই বিষয়টা সহ্য হচ্ছে না তাই জন্যই এই পদক্ষেপ। আমি যখন মঞ্চে গান গাই, অদ্ভুত উন্মাদনা দেখান মানুষ। অনুরাগীরা নানাভাবে ভালোবাসা দেখানোর চেষ্টা করেন। গায়কদের প্রধান কাজ তার অনুরাগীদের খুশি করা। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তাকে ‘স্বতঃস্ফূর্ত’ মুহূর্ত বলে উল্লেখ করেছেন উদিত। বলিউড ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করছেন প্রায় ৪৬ বছর ধরে, জোর করে কাউকে চুম্বনের মত ঘটনা এর আগে কখনো ঘটেনি। মানুষের ভালবাসা দেখে তিনি হাতজোড় করে প্রণাম করেন। মাথা নত করেন শ্রোতাদের সামনে।

Advertisements