Biometric System In Ticket: এবার থেকে দালালদের আধিপত্য শেষ, বায়োমেট্রিক পদ্ধতিতে হবে ট্রেনের টিকেট বুকিং

Prosun Kanti Das

Published on:

Advertisements

Biometric System In Ticket: যারা রেলে যাত্রা করতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে দুর্দান্ত সংবাদ। কয়েকদিনের মধ্যেই কি ট্রেনে করে কোথাও যাওয়ার প্ল্যান রয়েছে আপনার? নিশ্চয়ই টিকিট কিভাবে বুক করবেন তাই নিয়ে চিন্তায় পড়েছেন? আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য একেবারে উপযুক্ত। ট্রেনে করে যাত্রা করতে গেলে সংরক্ষিত আসন পেতে যাত্রীকে যথেষ্ট কালঘাম ফেলতে হয়। কষ্ট করেও শেষে সাফল্য অর্জন করা সম্ভব হয় না। সেই কারণে বহু যাত্রী দালালের শরণাপন্ন হয়। দালালের মাধ্যমে টিকিট বুক করলে টিকিট নিশ্চিত হবে কিন্তু খরচ হবে অনেক বেশি। ভারতীয় রেল দালালদের জোরজুলুম কমানোর জন্য নিল এক চরম সিদ্ধান্ত।

Advertisements

ট্রেনের টিকিট কাটতে হলে কিছু নতুন নিয়ম দেখতে পারবেন চলতি বছর থেকেই। নিয়মটি কিন্তু শুধুমাত্র অফলাইনের ক্ষেত্রে। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, টিকিট নিশ্চিত করতে দালালরা মোটা অংকের টাকা নেয়। ভারতীয় রেল যাত্রীদের সুবিধার্থে যতই উন্নত পরিষেবা আলোক না কেন টিকিটের ক্ষেত্রে কিন্তু এই দালালদের আধিপত্য কিছুতেই কমেনা। ভারতীয় রেল অবশেষে সিদ্ধান্ত নিল দৌরাত্ম্য কমাতে হবে টিকিট দালালদের। বিশেষ পরিকল্পনা তৈরি করেছে রেল এবং এর আওতায় এখন সংরক্ষণ কেন্দ্রগুলিতে বায়োমেট্রিক পদ্ধতি (Biometric System In Ticket)বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

Advertisements

রেল বোর্ডের কাছে সম্প্রতি এমন একটি প্রস্তাব জমা দিল রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) সাইবার সেল। কিভাবে ট্রেনের টিকিট বুক করার ক্ষেত্রে দালালরাজ কমানো যায় তার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং ‘অফলাইন’ বুকিংয়ের সময় বায়োমেট্রিক (Biometric System In Ticket)চালুর সুপারিশ করা হয়েছে। এই বিষয়টি নিয়ে রেলমন্ত্রকের আওতাধীন সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম (আইআরসিটিসি) এবং রেলের বিভিন্ন টেকনিক্যাল সহযোগিতা প্রদানকারী সেন্টার ফর রেলওয়ে ইনফমের্শন সিস্টেমসের (সিআরআইএস) সঙ্গে সমন্বয় রক্ষা করে চলার প্রস্তাবও দেওয়া হয়েছে।

Advertisements

আরও পড়ুন: এবার সরাসরি কলকাতা থেকে সিকিম যাতায়াত করা যাবে ফ্লাইটে, কবে থেকে জানুন

রেলের এই বিশেষ পরিকল্পনার দ্বারা দালালদের হাত থেকে রেহাই পাবে সাধারণ মানুষ। ভারতীয় রেল এবার থেকে প্রস্তুতি নিচ্ছে যাত্রীদের কনফার্ম টিকিট বুক করার জন্য রিজার্ভেশন কেন্দ্রগুলিতে ফিঙ্গার প্রিন্ট এবং বায়োমেট্রিক সিস্টেম(Biometric System In Ticket)ইনস্টল করার জন্য। ধরুন এক ঠিকানায় যদি বিপুল সংখ্যক টিকিট বুক করা হয়, তাহলে রেলের রিজার্ভেশন কম্পিউটার সাইট তা লক করে দেবে।

নর্থ সেন্ট্রাল পাবলিক রিলেশন অফিসার আমিল জানান, যাত্রীদের জন্য টিকিট রিজার্ভেশন এর ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতি সংযুক্তিকরণের কাজ চলছে, এবার থেকে এটি চালু হতে চলেছে প্রতিটি রিজার্ভেশন টিকিট কাউন্টারে। এর ফলে খুব সহজেই শনাক্ত করা যাবে টিকিট বুকারকে। কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম ভারতীয় রেলে এক যুগান্তকারী বিপ্লব এনেছে। এছাড়াও টিকিট সংরক্ষণের বিষয়টি বারবার একই আইডি ও ব্যক্তির মাধ্যমে শনাক্ত করা হবে এবং মেশিন তা সন্দেহজনক মনে করে পরিচয় জানিয়ে দেবে।

Advertisements